নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ছাত্র।পড়াশোনা করি । কল্পনা করতে পছন্দ করি , তাই পড়াশোনা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক, বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।
"পড়াশোনা"
এ.কে.এম . রেদওয়ানূল হক (নাসিফ)
পড়াশোনা করা এতো কঠিন কাজ তো নয়
না চাইলে পড়াশোনা কঠিন হয়ে ই তো রয় ,
থাকে না যদি মানব তোমার পড়াশোনার প্রতি মন
তাইলে তো লাগবেই পড়াশোনা কঠিন প্রতিক্ষণ ,
বুঝতে যদি মানুষ তুমি পড়াশোনায় ই সর্বপ্রাণ ,
তাইলে কখনো করতে না তার এতো অপমান
যেদিন তুমি বুঝবে মানুষ পড়াশোনার দাম
সেদিন তুমি কেঁদে ও পাবে না তার পরিণাম ।
তাইতো বলি মানুষ তুমি পড়াশোনা করো ,
নিজের ওপর বিশ্বাস রেখে আত্নবিশ্বাসের সাথে লড়ো ।।
যদি তোমার থাকে মানব টান পড়াশোনার প্রতি সর্বক্ষণ
হারবে না তুমি কখনো , জিতবে যে তুমি প্রতিক্ষণ ।।
২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৩২
এসো চিন্তা করি বলেছেন: দোয়া ও ভালোবাসা তে রাখবেন ভাই ❤️
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:১৪
সৈয়দ কুতুব বলেছেন: লিখে যান অবিরাম!