নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিক্ষার্থী। পড়াশোনা করছি , কল্পনা করি বিভিন্ন কিছু , তাই মানুষ কে নিজের কল্পনা জগত সম্পর্কে জানাতে এখানে আসা । ধন্যবাদ।

এসো চিন্তা করি

আমি একজন ছাত্র।‌পড়াশোনা করি । কল্পনা করতে পছন্দ করি , তাই পড়াশোনা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক, বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

কবিতা তুমি কি থাকবে আমার

২৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৯



"তুমি কি থাকবে আমার "
-এ.কে.এম.রেদওয়ানূল হক (নাসিফ)

তুমি কি থাকবে আমার , থাকবে কি হাত টা ধরে ,
বলো না গো প্রিয়তমা আমায় ,
রেখে দিতে চাই , পাশে রাখতে চাই আমার হৃদয় মন্দিরে
সবসময়ের জন্য তোমায় !

ভালোবাসি যে খুব করে তোমায়, চাই তোমার পরশ,
চাই না হারাতে যে গো কখনোই আমি ,
দাও না গো ফিরিয়ে আমায় , রেখে দাও না তোমার
মনে আমায় ভালোবেসে তুমি !

জানি না ওগো কি আছে তোমার মধ্যে, কেনো ভালোবাসলাম
তোমায় আমি এতো ;
একটি বার বলো গো, কথা দিলাম থাকবো আমি
তোমার ভালোবাসাতেই নত ।

থাকো যদি তুমি আমার ওগো প্রিয়তমা , ভালোবেসে যাও
যদি আমায় শুধু সর্বদা তুমি;
কথা দিলাম তোমায় আমি , তুমি বিহনে জায়গা দিবো না
অন্য কাউকে কখনো আমি ।

থেকে যেতে চাই তোমার, পেতে চাই শুধু তোমাকে আমি
ওগো জন্ম জন্মান্তরে ;
যদি তুমি রাখো আমায় , কখনো আমি ছাড়বো না
এই হাত কোনো বাহানা তে !


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৪

সৈয়দ কুতুব বলেছেন: নতুন কবির আগমন! কলম চলুক অবিরাম।

২| ২৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৫

আজব লিংকন বলেছেন: আপনার প্রিয় লেখক এবং কবি কে?

২৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩০

এসো চিন্তা করি বলেছেন: আমার প্রিয় বাংলাদেশী কবি হলেন আল মাহমুদ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ,
আর লেখালেখি তো অনেকে র ই পড়ি তবে বিদেশি লেখকদের লেখা ই বেশি ভালো লাগে
যেমন ব্রান্টান্ড রাসেল, রাগিব সারজানী, নসীম হিযাজী, এনায়েতুল্লাহ আলতামাস তুলনামূলকভাবে এদের ব ই বেশি পড়ি ভাই

৩| ২৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৯

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.