নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চিন্তা \'অদ্ভুত\' দেখে ভীত হয়ে যেও না, কারণ বর্তমানে সমস্ত চিন্তাই এক সময় \'অদ্ভূত\' ছিল। বার্ট্রান্ড রাসেল।

এসো চিন্তা করি

আমি একজন শিক্ষার্থী।‌পড়াশোনা করি । পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

কবিতা তোমাকে চাই

২৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৪

"তোমাকে ই চাই "
এ.কে. এম.রেদওয়ানূল হক নাসিফ

আমি আসতে চাই তোমার কাছে
ধরতে চাই দুটি হাত বলতে চাই
জমানো কথাগুলো তোমায় ওহে প্রিয়া ,

দিবে কি সেই সুযোগ তুমি আমায়
শুনবা কি আমার অপূর্ণ কথাগুলো
যাতে ধন্য করতে পারি তোমাকে আমার ভালোবাসা দিয়া ।।

দিতে চাই অনেক ভালোবাসা
তোমাকে বলতে চাই কত কথা ,
করতে চাই নির্মাণ ভালোবাসার দৃষ্টান্ত ;

যেনো আমি মরে গেলে ও তুমি বলতে পারো
আমার জীবন যে একজনের
প্রকৃত ভালোবাসা পেয়েই পরিপূর্ণ !

জানি দিবা না তুমি সেই সুযোগ আমায়
করবা না আমার ভালোবাসা কে গ্রহন ,
তবে মনে রেখো ওহে প্রিয়া ,

ভালোবেসে ছিলাম তোমাকে ভালোবেসে ই যাবো তোমাকে ,
যতদিন শেষ হবে না ভালোবাসার দৃষ্টান্ত
রয়ে যাবে তোমার প্রতি আমার সম্পূর্ণ মনসক্রিয়া ।

চাই গো হয়ে থাকতে তোমার চাই
তোমাকে জীবনের সর্বোচ্চ জুড়ে ,
চাই তোমায় প্রতিটা মুহুর্তে প্রতিটা ক্ষণে ,

যদি দাও তুমি আমায় সেই সুযোগ ,
ধরতে দাও তোমার দুটি হাত
থেকে যাবো তোমার হৃদয়ের একটি কোণে ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৩

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর লেখা- ভালো লাগলো

২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৪০

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই ☺️

২| ২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

জেনারেশন৭১ বলেছেন:



আপনার নিজস্ব দর্শন আছে বলেছিলেন; মনে হচ্ছিল, আপনি দর্শনের ছাত্র। এখন কবিতা লিখছেন, আপনি কবি; আপনি আর কি কি বিষয়ে দক্ষ?

২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

এসো চিন্তা করি বলেছেন: স্যার আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনার করি , লেখালেখি করতে পছন্দ করি , মাঝেমধ্যে অভিনয় করি ,কখনো নাটকের স্ক্রিপ্ট দেখি , সময় হলে কবিতা লেখালেখি করি স্যার, তবে আমি কল্পনা করতে পছন্দ করি স্যার
নিজের কল্পনা জগত সম্পর্কে জানাতে ই এখানে আসা ,
আশা করি আপনারা পরামর্শ দিবেন ভুলক্রটি ধরিয়ে দিবেন সবসময়
ভালোবাসা ও দোয়াতে রাখবেন স্যার
ধন্যবাদ ☺️❤️

৩| ২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

কামাল১৮ বলেছেন: কল্পনার জগৎ ছেড়ে বাস্তব জীবনে আসুন।চারি পাশের বাস্তবতা নিয়ে চিন্তা করে সমাধানের কথা ভাবুন।কর্ম চিন্তাকে পথ দেখায়।

২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:১৭

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত প্রদানের জন্য। এভাবে বড় ভাই এর মতো সবসময় সঠিক আর সুন্দর পরামর্শ দিবেন সবসময় এটাই প্রত্যাশা। ☺️❤️

৪| ৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে ☺️❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.