নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শিক্ষার্থী।পড়াশোনা করি । পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।
আমরা কেন ভুল মানুষকে ভালোবাসি !!!
ভালোবাসা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, ভালোবাসা ছাড়া আমরা একটা মুহূর্ত ও ভাবতে পারি না, ভালোবাসা আছে বলেই জীবন এতো সুন্দর, ভালোবাসা আছে বলেই জীবন এতো সঠিক । তাইলে আমরা কেন ভুল মানুষকে ভালোবাসি ? আপনি আমি যে চিন্তা করছি আপনি জানেন কি এই কথাটা যে কত টা ভুল । আসুন কথাটা দার্শনিক ভাবে বোঝার চেষ্টা করি,
মানুষের সাথে জড়িত যে ভালোবাসা টা তার কতগুলো বিষয় রয়েছে , অর্থ্যাৎ দেখা গেলো যে একটা মানুষ কে আপনি দশ বছর ভালো বাসছেন কিন্তু হঠাৎ করে পরিবর্তন, তখন আপনি আমি রীতিমত অবাক হই ,তখন আমরা ভাবি কাহিনী কী এতো এরকম ছিলো না এমন হলো কেন , তখন আমরা নানা রকমের চিন্তা করি ।
আসলে আপনি আমি কখনোই ভুল মানুষকে ভালোবাসি না, আসলে এটা আমরা জানি না যে, মানুষ টা পরিবর্তন হবেই , তাই খুব বেশি প্রত্যাশা করে ফেলি তাদের কাছে ,
মানুষ যে কোনো রকম ভাবে পরিবর্তন হবে ই তাই খুব বেশি প্রত্যাশা রাখা যাবে না কারণ প্রত্যাশা রাখলেই আফসোস থাকবে ।
ভালোবাসা টা হলো মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য, তাই আমরা মনের অজান্তেই সবাইকে ভালোবাসি , কিন্তু তখন আমরা ভুলে যাই যাকে ভালোবেসেছি সে ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা তারপরে আমরা ভালোবাসতে চাই , কারণ ভালোবাসা ব্যতিত জীবন কখনো সুন্দর ও কল্যাণময় হয় না, ব্রান্ডান্ট রাসেলের একটা উক্তি রয়েছে কল্যাণময় জীবন তো সেটি ই যেটা প্রেম তথা ভালোবাসার দ্বারা অনুপ্রাণিত।
তাই আমরা কখনো মানুষের চরিত্র বিচার করে তাকে ভালোবাসতে যাই না, চরিত্র বিচার করে ভালোবাসলে জগত টা এতো সুন্দর হতো না অন্যায় অত্যাচার এর তান্ডবলীলা দেখতো এই বিশ্ব জগত । ভালোবাসা আছে বলেই জগত এতো সুন্দর আছে ।
আপনি বা আমরা যাকে ভালোবাসা দেই সে কারো না কারো ঠিক ই ভালোবাসার পাত্র, আপনার আমার দৃষ্টিতে হয়তো ভুল কিন্তু পরিস্থিতি সময় এগুলো মানব জীবনের দিক ঘুরিয়ে দেয় তাই , কাউকে কিছু বদনাম দেওয়ার আগে উক্ত মানুষদের পজিশনে নিজেকে দাঁড় করিয়ে দেখবেন তারপর সিদ্ধান্ত গ্রহন করবেন , কারণ কোনো মানুষ ই ভুল থাকে না, কিছু সময় , অবস্থা, পরিস্থিতি পরিবর্তন করতে বাধ্য করে তাই হয়তো পরিবর্তন হয়ে যায় ।তাই বলে এই নয় আপনার আমার ভালোবাসা ভুল , বলেন যে সে ভালোবাসা পাওয়ার যোগ্যতা নাই তাই চায় নি বলেই দূরে সরে গেছে ।
প্রকৃত অর্থে ভালোবাসা বিষয়টা ই এরকম এর মানেই হলো ভালোবাসো , তাই আমরা জীবন চলার পথে আমাদের জীবনে আসা সবাইকে ভালোবেসে রাখতে চাই , অনেকে হয়তো বলবে ভালোবাসা জিনিস তো ভুল মানুষকে চিনাতে পারে না তাইলে ভালো কেমনে হলো
তাইলে শুনেন কে ভুল আর কে ঠিক তা বিচার ভালোবাসা করে না করলে আর এ জগতে আপনি আমি বেঁচে থাকতাম না, চেঙ্গিস খান হালাকু খান , হিটলার এর মতো কেউ না কেউ আমাদের ধ্বংস করে রক্ত নিয়ে খেলতো ।
তাই আমরা কখনো ভুল মানুষকে ভালোবাসি না ভালোবাসা জিনিস টাই এমন যে বলে আমাকে যতো অন্যের মধ্যে বিলিয়ে দিবা , আমি তত তোমাকে ও অন্যের কাছ থেকে তার থেকে বেশি পরিমাণ প্রতিদান প্রদান করবো । তাই আমরা কে ভুল কে সঠিক এসব বিচার করে ভালোবাসতে যাই না। তাই আমার কখনো ভুল মানুষকে ভালোবাসি না , যাকে ভালোবাসি হয়তো তার কাছে আপনার আমার ভালোবাসা পাওয়ার দরকার নাই তাই সে চায় না এই ভালোবাসা,তাই বলে এই না উক্ত মানুষ কারো কাছে ভালোবাসা কখনো চায় না ।। নিজের জীবন কে কল্যাণময় করার জন্য সবাই ভালোবাসা চায় , সেটি হোক আপনি , আমি অথবা অন্য কেউ ।।
২| ২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮
এসো চিন্তা করি বলেছেন: জ্বি স্যার আমার লেখা স্যার , আমি খুব বেশি কল্পনা আর চিন্তা করতে পছন্দ করি স্যার, মূলত আমার কল্পনার জগত সম্পর্কে জানানোর জন্য এখানে আসা ।
আপনাদের পরামর্শ অনেক দূর এগিয়ে নিবে এই প্রত্যাশা করি স্যার
ধন্যবাদ স্যার ☺️
আমার জন্য দোয়া করবেন স্যার
৩| ২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে প্রথম পাতায় দেখে ভালো লাগছে। স্বাগতম।
যার সাথে ফ্রি-কোয়েন্সিতে মিলে যায়, তাকেই আমরা ভালোবাসি, বা তাকে আমাদের পছন্দ হয়ে যায়। কিন্তু ফ্রি-কোয়েন্সি চেঞ্জ হয়, তা দুজনেরই হতে পারে, তখন উভয়েরই মনে হয় - ভুল মানুষকে ভালোবেসেছিলাম।
এবার আপনি বলুন, মানুষ জেনেশুনে কোনো ক্রিমিনালকে ভালোবাসে কেন?
২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০৭
এসো চিন্তা করি বলেছেন: মানুষ জেনে শুনে ক্রিমিনাল কে ভালোবাসে কেন আমার মতে ভাইয়া একটা কথা আছে হয়তো শুনছেন
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা মিলে শত্রু ও বন্ধু হয় ভালোবাসা পেলে , আর ভালোবাসা জিনিস টাই এমন যে সবাইকে
শিখায় ভালোবাসতে , ভালোবাসার মধ্যে আছে সুখ আছে শান্তি , আছে জীবনের সারকথা, এজন্য ই মানুষ ক্রিমিনাল কে জেনে শুনে ভালোবাসে , কারণ যখন আমরা কাউকে ভালোবাসি তখন যত ই তার দোষ আমাদের কাছে আসুক আমরা তাকে ঘৃণা করলে কিন্তু তারপর প্রতি ঠিক ই ভালোবাসা কাজ করে , কারণ ভালোবাসা টা হলো মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য ভাই
৪| ২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১
কামাল১৮ বলেছেন: মানুষ প্রতি মুহুর্তে বদলায়।পৃথিবীর কোন কিছুই স্থির না।সময়ের সাথে সাথে নিজেকে বদলালে সমস্যা অনেক কম হবে।সেটা ভালোবাসাই হোক আর সত্রুতাই হোক।
মনোজগত নিয়ে চিন্তা করার চেয়ে সমাজ ও দেশ নিয়ে চিন্তা করা অনেক উত্তম।
২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:১২
এসো চিন্তা করি বলেছেন: একটু দার্শনিক মনোবিদ দের বই বেশি পড়ি তো তাই এসব চিন্তা চলে আসে ভাই
৫| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:১২
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনার ব্লগ পোস্টটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:১৩
এসো চিন্তা করি বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই ☺️
ভালোবাসা ও দোয়া তে রাখবেন
৬| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২৬
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার লিখেছেন
৭| ৩০ শে নভেম্বর, ২০২৪ ভোর ৬:১১
কামাল১৮ বলেছেন: চিন্তা কিসের সাহায্যে করেন।হৃদয় দিয়ে না ব্রেন দিয়ে।বই যখন পড়েন বলতে পারার কথা।আমি কিন্তু হৃদয় বা ব্রেন দিয়ে চিন্তা করি না।
৮| ৩০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫৫
এসো চিন্তা করি বলেছেন: দার্শনিক বাট্রান্ড রাসেল একটা কথা বলেছেন জানেন নিশ্চয়ই, অদ্ভুত চিন্তা দেখে ভীত হয়ে যেও না , বর্তমানে যত বড় বড় যুক্তি প্রমাণ আবিষ্কার হতে দেখছো তা একসময় অদ্ভুত ই ছিলো ,
আমি শুধু চিন্তা ই করি না ভাই , নাটকের স্ক্রিপ্ট ও লিখি , অভিনয় ও করি তাই আমার জগত টা অন্য রকম তাই হয়তো আমার চিন্তার জগত টা অন্য রকম আমার চিন্তার জগতে ভুল থাকলে আমি আন্তরিক ভাবে দুঃখিত
ধন্যবাদ ভাই সুন্দর মতামত দেওয়ার জন্য ☺️
৯| ৩০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩০
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো লাগলো আপনার লেখা। তবে কিছু জায়গায় বুঝতে সমস্যা হয়েছে। আমার আবার কোন কিছু পড়ার ক্ষেত্রে অনেক সময় মনোযোগ কম থাকে, তাড়াহুড়ো করে পড়ি। এই কারণে অনেক সময় অনেক লেখা বুঝতে পারি না। আমার মত লোকদের জন্য আরেকটু সহজ সরলভাবে লিখলে ভালো হত। এমন ভাবে লিখবেন যেন এক লাইন পড়লে পরের লাইন না পড়েই বোঝা যায়। আমাদের শায়মা আপুর লেখা এই রকম। খুব ভালো মানের লেখা। এক লাইন পড়লে পরের লাইন পড়া লাগে না, কারণ আগেই বোঝা যায় উনি পরের লাইনে কি লিখবেন।
আমার মতামত হল, আমরা কিন্তু অনেক সময় ভুল মানুষকে ভালোবাসি। কারণ শুরুতে সেই ব্যক্তির অনেক খারাপ দিক আমরা বুঝতে পারি না তার প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে। তবে অনেক সময় মানুষ বিভিন্ন কারণে বদলে যায়। আগের সেই ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়া যায় না। তখন সমস্যা সৃষ্টি হয়।
আপনার নিকের ছবিতে যে কোট বা ব্লেজার পড়েছেন সেটা আমার পছন্দ হয়েছে।
৩০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৬
এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য
ভালোবাসা ও দোয়া তে রাখবেন
ধন্যবাদ ভাই ☺️
১০| ৩০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৬
রাজীব নুর বলেছেন: পড়লাম।
৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭
এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই ☺️
১১| ৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৯
এসো চিন্তা করি বলেছেন: দোয়া ও ভালোবাসা তে রাখবেন ভাই ☺️
আর বড় ভাইয়ের মতো সবসময় সঠিক পরামর্শ প্রদান করবেন
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
জেনারেশন৭১ বলেছেন:
মনে হচ্ছিলো, আপনি দার্শনিক; একটু আগে কবিতায় মন্তব্য করেছিলাম, এখন দেখছি আপনি প্রবন্ধও লিখছেন! এগুলো কি সব আপনার লেখা?