নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চিন্তা \'অদ্ভুত\' দেখে ভীত হয়ে যেও না, কারণ বর্তমানে সমস্ত চিন্তাই এক সময় \'অদ্ভূত\' ছিল। বার্ট্রান্ড রাসেল।

এসো চিন্তা করি

আমি একজন শিক্ষার্থী।‌পড়াশোনা করি । অভিনয় করতে পছন্দ করি , পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু

৩০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫১




"মৃত্যু "
এ.কে. এম . রেদওয়ানূল হক (নাসিফ )

পৃথিবীর মধ্যে আছে যে এক সত্য, যেটা জগত সংসারের
সকলেই করে বিনা দ্বিধায় বিশ্বাস ;
যেটা থেকে পারবে না গো কেউ বাঁচতে, যেতো ই দাও
না কেন মানব তুমি তোমার মনকে আশ্বাস ।

কত শত বিপদ আসে এই জীবনে, আসে ভয় বিপত্তি
তারপর ও মানব জীবনে চলে যথাযথভাবে শ্বাস প্রশ্বাস;
তারপর সবাই মেনে নেয় নির্দ্বিধায় , মৃত্যু ই একমাত্র সত্য ;
যা নিয়ে নিবে সকলের জীবনের সর্ব নিঃশ্বাস ।

মৃত্যু যে চির সত্য, কেউ পারবে না বেঁচে থাকতে এ থেকে
আজীবন মৃত্যু ই করবে সকলকে নিহত ;
যখন মৃত্যু আসবে তোমার চোখের সামনে , করতে হবে
তোমাকে মৃত্যুর কাছে ই মাথা নত !

যত ই পরিকল্পনা করো বেঁচে থাকবার করো
চিন্তা নিজেকে রাখার বিপদ থেকে মুক্ত,
যখন আসবে মৃত্যু, পালানোর ও সুযোগ থাকবে না
মৃত্যু করবে তোমার জীবন টাকে রুদ্ধ (আটক , বন্দী)




মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৯

সাইফুলসাইফসাই বলেছেন: ঠিক কথা- সুন্দর

৩০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৯

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই ☺️❤️

২| ৩০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: কলম চলুক অবিরাম!

৩০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৯

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই
দোয়া ও ভালোবাসা তে রাখবেন ❤️

৩| ৩০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৫

জেনারেশন৭১ বলেছেন:



এসব নাকি আপনার দর্শনের বিষয়? আপনি জার্নালিজম কোন ইউনিভার্সিটিতে পড়ছেন, নাকি জাতীয় ইউনিভার্সীটর অধীনে?

৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

এসো চিন্তা করি বলেছেন: স্যার আমি বাট্রান্ড রাসেল এর একটা প্রবন্ধ পড়ছিলাম মানুষ কি মৃত্যুর পর জীবিত থাকে , তবে উনার এই কথাগুলো অনেক কঠিন মনে হয়েছিলো আমার কাছে ,
স্যার আমি কোনো দার্শনিক না স্যার, দার্শনিকদের মতামত গুলো একটু ফলো করি এই আরকি , আর স্যার আমি বাংলাদেশের সরকারি একটা বিশ্ববিদ্যালয়ে ই পড়াশোনা করছি , জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে না ,
ধন্যবাদ স্যার আপনার পরামর্শ প্রদানের জন্য।
এভাবেই সবসময় সঠিক পরামর্শ দিবেন ☺️

৪| ৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

রাজীব নুর বলেছেন: বেশ।

৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই ☺️

৫| ৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

আজব লিংকন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।
একটা বাণী বলে গেলাম, পড়ে একটু ভাবিয়েন, কি হতে পারে লাইনগুলোর মানে,
"যে মরণের আগে মরে
শমনে ছোঁবে না তারে।
শুনেছি সাধুর দ্বারে
তাই বুঝি করেছ ধনি।।
জিন্দা দেহে মরার বসন
খিলকা তাজ আর ডোর কোপিনী।।
কে তোমারে এ বেশ ভূষণ
পরাইলো বলো শুনি।"

৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই
সুন্দর পরামর্শ প্রদানের জন্য ☺️
এরকম বড় ভাইয়ের মতো ভালোবাসা ও সঠিক পরামর্শ দিবেন সবসময় ☺️

৬| ৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

জেনারেশন৭১ বলেছেন:




রাসেল সাহেব (১৮৭২ - ১৯৭০ ) পলুরোলিজমের মানুষ, তিনি ডারউইনের মতামতের সমর্থক! উনার কোন বইতে মৃত্যু নিয়ে লিখেছেন?

৭| ৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪

এসো চিন্তা করি বলেছেন: "কেন আমি ধর্ম বিশ্বাসী নই" এই বইটাতে স্যার
স্যার আপনারা আমার গুরুজন আমার লেখায় ভুল হলে অবশ্যই ধরিয়ে দিবেন স্যার
যেহেতু লেখালেখি জগতে নতুন স্যার তাই ভুল থাকতেই পারে , আপনাদের সাপোর্ট আশা করছি
ধন্যবাদ আপনাকে ☺️

৮| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: মৃত্যু স্বাশ্বত্য এক সত্যের নাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.