নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শিক্ষার্থী।পড়াশোনা করি । পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।
"তুমি আছো বলেই "
এ.কে.এম . রেদওয়ানূল হক ( নাসিফ )
তুমি আছো বলেই , হাসিখুশি থাকি আমি সর্বদা উৎফুল্ল
মন বিরাজ করে সারাক্ষণ;
তুমি আছো বলেই , শান্তি খুঁজে পাই সকল কিছুতে
থাকে না অলসতা প্রতিক্ষণ ।
তুমি আছো বলেই , ভালো থাকি আমি ,
জমায়িত দুঃখগুলো হচ্ছে পরিবর্তন,
তুমি আছো বলেই , ভালো থাকে মন ,
এই হৃদয়ে সৃষ্টি হয় ভালোবাসার এক মহা প্লাবণ ।
তুমি আছো বলেই , খোঁজার প্রয়োজন মনে করে না
এই হৃদয় অন্য আরেকজন ,
তুমি আছো বলেই , ভালোবাসতে ইচ্ছে করে ,
স্বপ্ন দেখে সারাক্ষণ তোমার নিয়ে এই মন ।
তুমি আছো বলে , থেকে যেতে চাই তোমার পাশে
রেখে দিতে চাই তোমায় সারাক্ষণ;
তুমি আছো বলেই , সারাজীবন পার করে দিবো
এই আশায় প্রহর গণে এই মন প্রতিক্ষণ ।
বলো না গো যাবে না রেখে আমায় , করবো না নিরাশ
কখনো আমার এই অশান্ত মন ;
ভালোবেসেছি তোমাকেই প্রথম , তোমার তরে রেখে দিতে
চাই ভালোবাসা সারাটা জীবন !!!
০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৯
এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ আপু ☺️
২| ০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৫
সাইফুলসাইফসাই বলেছেন: তুমি নেই বিধায় আজ অশান্ত
তুমি নেই আজ খুব ক্লান্ত।
৩| ০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৬
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার
০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪২
এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই ❤️
৪| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৮
আজব লিংকন বলেছেন: ওয়াও।
সো গুড ওয়ান। অনেক সুন্দর লিখেছেন।।
পড়ে অনেক ভালো লেগেছে।।
৫| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪২
এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালোবাসা নিবেন ❤️
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রেম কাব্য সুন্দর হয়েছে।