নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চিন্তা \'অদ্ভুত\' দেখে ভীত হয়ে যেও না, কারণ বর্তমানে সমস্ত চিন্তাই এক সময় \'অদ্ভূত\' ছিল। বার্ট্রান্ড রাসেল।

এসো চিন্তা করি

আমি একজন শিক্ষার্থী।‌পড়াশোনা করি । পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

খুঁজি তোমায়

০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৭



"খুঁজি তোমায়"
এ.কে.এম. রেদওয়ানূল হক( নাসিফ )

আজও আমি আড়াল থেকে, একান্তে মনে , নিরবে ,
খুঁজে চলি তোমার স্পর্শ
যা থেকে আমি ধারণ করবো , হবো আমি জগত
সংসারের এক নতুন উৎকর্ষ।।

আজ ও আমি খুঁজি তোমায় , খুঁজি তোমার সেই ভালোবাসা
যা দিয়েছিলো আমাকে নতুনত্ব;
খুঁজি তোমায়, পেতে চাই তোমায় , সেই ভালোবাসা যা ছিলো
সৌন্দর্যের মাধুর্যতায় পরিপূর্ণ ।

কারণ ভালোবাসি তোমায়, ভালোবেসে যাবো জীবন
যৌবন করে আমার সম্পূর্ণ উজাড়;
রাখবা কী গো বলো না গো , দিবা কি ভালোবাসা আমায়
করছি যে তোমাকে এই আবদার ।

খুঁজতে চাই না আমি অন্য কাউকে, খুঁজতে চাই না অন্যকে পেতে
চাই না আমি অন্য নারীর পরশ ;
তোমাকে ই ভালোবেসেছি , তুমি ই ছিলা সর্বত্র জুড়ে শুধু যে
মিশে আছে তোমার ই সৌরভ !

পেতে চাই তোমায়, রাখতে চাই তোমায় , থাকতে চাই তোমার
মিশে যেতে চাই আজীবন তোমার ই তরে;
যদি আসে সেই সুযোগ , খুঁজে যদি পাই তোমায় , কথা দিলাম
রেখে দিবো তোমায় এই হৃদয়ের ভেতরে !




মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৬

মাহি১৯০১২০০ বলেছেন: আমার এ গান ছাড়িয়ে যাবার বীণায় তোমার চরণ ধরেছে।
যেখানে হৃদয় আমার নীরব সুরে নিঃশব্দে ঝরে গেছে।
তোমার হাসি এসেছে সুরে,
তোমার দৃষ্টি খেলেছে মূরে।
তোমার পায়ে ধরা দিয়েছে

:``>>

০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২১

এসো চিন্তা করি বলেছেন: কাকে উৎসর্গ করে লিখলেন আপু এতো সুন্দর কবিতা
বাই দা ওয়ে সুন্দর হয়েছে ☺️

২| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২০

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ আপু ☺️

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

আজব লিংকন বলেছেন: শেষের লাইনটা ভাল লেগেছে।
যদি আসে সেই সুযোগ , খুঁজে যদি পাই তোমায় , কথা দিলাম
রেখে দিবো তোমায় এই হৃদয়ের ভেতরে !

০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৫

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই ☺️❤️
ভালোবাসা ও দোয়া তে রাখবেন

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.