নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চিন্তা \'অদ্ভুত\' দেখে ভীত হয়ে যেও না, কারণ বর্তমানে সমস্ত চিন্তাই এক সময় \'অদ্ভূত\' ছিল। বার্ট্রান্ড রাসেল।

এসো চিন্তা করি

আমি একজন শিক্ষার্থী।‌পড়াশোনা করি । পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

থাকতে চাই তোমার

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১১



"থাকতে চাই তোমার "
এ.কে.এম .রেদওয়ানূল হক নাসিফ

থাকতে চাই শুধু তোমার মন পিঞ্জিরায় , যেনো কেউ নিতে পারে না ;
ওগো তোমার থেকে আমায় ;
থাকতে চাই তোমার হৃদয়ের ভেতরে , করতে চাই আমার
জীবনের প্রিয়তমা ওগো তোমায় !

পেতে চাই তোমার ভালোবাসা, দিয়ে যাও শুধু তোমার ই
ভালোবাসার পরশ আজীবন আমায় ;
কথা দিলাম, যদি তুমি দাও আমায় সেই পরশ ,
কখনো ছেড়ে যাবো না ওগো তোমায় !

খুব করে যে চাই ওগো তোমায় আমি , কারণ তুমি ই দিয়েছো ;
সেই ভালোবাসা যা পূর্ণতা দিয়েছে আমায় ;
তাই করতে চাই ভালোবাসা দৃষ্টান্ত সৃষ্টি, দিতে চাই অসীম প্রেম
ওগো আমি ;যা আজীবন ভাবাবে তোমায় !

চাই না গো কিছু আমি , নেই কোনো চাওয়া আর আমার , শুধু থাকতে চাই
তোমার ই হয়ে এটাই আবদার ;
দিবে কি ভালোবাসার সুযোগ ওগো আমায় , তাইলে নির্মাণ করবো
ভালোবাসার দৃষ্টান্ত তোমার আমার !

অপূর্ণ থাকবে না ভালোবাসার, থাকবে না অসন্তুষ্টি কথা দিলাম
নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসবো তোমায় ;
বলবে তুমি চিৎকার করে , ভুল ছিলো না ভালোবাসা আমার ,
তুমি ই সেই পুরুষ যে ধন্য করলো আমায় !

সেদিন বলবে ভুল ছিলোনা আমার ভালোবাসা, আমি চিনেছি ,আমি বুঝেছি ,
আমি পেয়েছি সেই স্বপ্নের কুমার
বুঝবে সেদিন তুমি পুরুষ ভালোবাসে যে নারীরে তার জীবনে তার থেকে উওম
নারী খুঁজে পাবা না, তুমি এই বিশ্ব ভুবনে



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:


সুন্দর ভাবনার কবিতা

২| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.