নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চিন্তা \'অদ্ভুত\' দেখে ভীত হয়ে যেও না, কারণ বর্তমানে সমস্ত চিন্তাই এক সময় \'অদ্ভূত\' ছিল। বার্ট্রান্ড রাসেল।

এসো চিন্তা করি

আমি একজন শিক্ষার্থী।‌পড়াশোনা করি । পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

তোমার ভালোবাসার ছোঁয়া

০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১৮



তোমার ভালোবাসার ছোঁয়া
এ.কে.এম. রেদওয়ানূল হক নাসিফ


ছিলাম আমি খুব এলোমেলো, থাকতাম সবসময় উদাসীন ,
ভাবতাম কেউ নাই আমার এ জগতে
কিন্তু হঠাৎ একদিন , আসলে তুমি, দিলে আমায় ভালোবাসা,
পরিবর্তন হয়ে গেলাম আমি সেই ক্ষণে।

দিলে আমায় তোমার পরশ , দিলে আমায় তোমার
সেই মলিন ছোঁয়া , যা বিমোহিত করলো আমাকে ;
জানতাম এ জগতে কেউ হবে না আমার ভালোবাসার
কিন্তু কেন জানি ভালোবাসা শুরু করলাম তোমাকে !

ভাবি একান্ত মনে , স্বপ্নের সেই নারী নিয়ে ; খুঁজতাম আমি
আমার মনের কাঙ্ক্ষিত সেই প্রিয়তমা কে ;
অবশেষে তুমি আসলে আমার কাছে , হয়ে কাঙ্ক্ষিত সেই নারী ;
আমি হতভম্ব হলাম তোমার দেখা পেয়ে ।

কেন ভালোবাসো আমায় , এলোমেলো একটা ছেলেকে, কেন আসলে পাশে ;
যে অগোছালো থাকে সারাক্ষণ;
তাইলে কি বুঝবো আমি তুমি এসেছো আমাকে তোমার করতে ,
;দিতে আমাকে তোমার ভালোবাসা প্রতিক্ষণ ।

যেও না গো ছেড়ে আমায় , করো না একা , দিও না ব্যাথা কখনো,
এই হৃদয়ে ওহে প্রিয়া ,
তোমাকে ছাড়া জীবন চলে যাবে হয়তো ঠিকই তবুও
চলবে না আমার মনের সকল ক্রিয়া ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৬

জেনারেশন৭১ বলেছেন:



আপনি তো দর্শন নিয়ে পড়ালেখা করছেন না; আপনি অন্য কবিদের কবিতা পড়ছেন।

০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৩

এসো চিন্তা করি বলেছেন: আপাতত স্যার দার্শনিকদের বই পড়ছি না ; জ্বি স্যার কবিদের কবিতা পড়ার চেষ্টা করি সবসময়, কবিতা পড়তে ও পছন্দ করি

আমার প্রায় ৪০এর লেখা কবিতা আছে এগুলো ধীরে ধীরে বগ্লে প্রকাশ করার চেষ্টা করছি
ধন্যবাদ স্যার আপনাকে

২| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আজকে খালি প্রেমের কবিতা পড়তেছি
খুব সুন্দর হয়েছৈ

০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৮

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ আপু ☺️

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৮

আজব লিংকন বলেছেন: সুন্দর অনুভূতি।
আচ্ছা আপনি আপনার লেখা কতাবার পড়ে দেখেন?

০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৪

এসো চিন্তা করি বলেছেন: পাঁচ থেকে ছয় বারের মতো ভাই ।
কেনো সমস্যা হয়েছে কি ভাইয়া
অবশ্য ই বলবেন ভাইয়া
আপনাদের সঠিক পরামর্শ ই আরো সুন্দর লিখতে আমাকে অনুপ্রাণিত করবে
ধন্যবাদ ভাই ☺️

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৬ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪২

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই ☺️

৫| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩০

শায়মা বলেছেন: লেখা অন্যের হলে একবার পড়লেও চলে তবে নিজের লেখা বার বার পড়তে হয়। সংশোধন যদি করা যায়..... করতেও হয়।

একটু আগেই আমি সাধু লিখতে গিয়ে সাধ লিখেই এন্টার চেপে দিলাম। যা আমি সাধারনত করি না। :(

৬| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৮

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ আপু সুন্দর পরামর্শ প্রদানের জন্য ☺️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.