নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চিন্তা \'অদ্ভুত\' দেখে ভীত হয়ে যেও না, কারণ বর্তমানে সমস্ত চিন্তাই এক সময় \'অদ্ভূত\' ছিল। বার্ট্রান্ড রাসেল।

এসো চিন্তা করি

আমি একজন শিক্ষার্থী।‌পড়াশোনা করি । পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

হবে কি আমার ?

০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩০




হবে কি আমার
এ.কে.এম. রেদওয়ানূল হক (নাসিফ)

কত কষ্টে , কত দিন এর অপেক্ষায় , আর কত নির্ঘুম রাত কেটেছে,
ছিলাম তোমাকে ছাড়া অসম্পূর্ণ;
অবশেষে পেলাম তোমায়, করলে আমায় ধন্য, দিলে তোমার পরশ
হলাম তোমার ভালোবাসায় পরিপূর্ণ ।

দিলে তোমার ছোঁয়া আমায় , বললে কথা একান্ত মনে হদয়ের সাথে আমার ,
দিলে হৃদয়ে জায়গা তোমার;
জানি না আমি কিভাবে জয় করবো তোমার মন কিভাবে সারাটা জীবন ;
তোমাকে করে রাখবো ওগো আমার !

জানি না আমি পারবো কি তোমার মনের মানুষ হতে রাখতে পারবো কি!
তোমার মন ভালো আমার ছোঁয়ায় ;
তবে তুমি জেনে রাখো , এতো কষ্টে যখন আমি পেয়েছি তোমায় ;
ভালোবাসা দিবো শুধু সবসময় শুধু ই তোমায় !

ছাড়বো না গো কখনো তোমার এই হাত , রাখবো শুধু যত্নে তোমায় ,
দিবো না কখনো কষ্ট তোমায় ;
তুমি কি ভালোবাসবে আমায় , দিবা না তো কখনো কষ্ট ছাড়বে না
তো এই হাত বলো না গো আমায় !

প্রকৃত ভালোবাসা পর করে না কখনো শত বিপদের মধ্যে ও
ভালোবাসা থেকে করে জীবনকে ধন্য ;
আমি হারাবো না, আমি থেকে যাবো তোমার মধ্যে ,
করবো আমাদের দুজনের ভালোবাসা পূর্ণ ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

জেনারেশন৭১ বলেছেন:




আপনি কি ব্যাচেলর করছেন, নাকি মাষ্টার্স'এ আছেন?

০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫০

এসো চিন্তা করি বলেছেন: আমি তৃতীয় বর্ষে পড়াশোনা করছি স্যার
ব্যাচেলর ই আমি

২| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

জেনারেশন৭১ বলেছেন:



অনলাইনে না'দেখে, ১ ট্রিলিয়নকে সংখ্যা লিখতে আপনার কত সময় লাগবে।

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১১

এসো চিন্তা করি বলেছেন: ট্রিলিয়ন এ ০ সংখ্যা বারোটা স্যার তারমানে ১ দিয়ে বারোটা ১২ টা ০ দিতে যত সময় লাগে স্যার
এমন প্রশ্ন করলেন স্যার আসলেই কত সেকেন্ড লাগবে বুঝতে ছি না স্যার

৩| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২৮

শায়মা বলেছেন: হা হা জেনারেশন ভাইয়ার কমেন্ট দেখে হাসতে হাসতে মরলাম।


কবিতা লিখে এখন অংকের পরীক্ষা দাও ভাইয়া।

যাইহোক আমি আগে ভাবতাম কবিতা লেখা না জানি কত কঠিন। পরে একদিন জানলাম কবি ও শিল্পীদের মনের বাঁধ দেবার ক্ষমতা কারো নেই। তাই পদ্য কবিতা ছেড়ে গদ্য কবিতা বেশি লেখা শুরু হলো। আর কম্পিউটার আসার পরে তো কথাই নেই এন্টার থাকলেই সবাই আমরা কবি!!!


যাইহোক কবির মনের ভাব ভাষায় প্রকাশ মানেই কবি। অনেক সুন্দর সব কথা দিয়ে কাব্য লিখেছো, আজে বাজে কাজে সময় নষ্ট না করে সৃষ্টিশীল প্রতিভা বিকাশের চেষ্টা করেছো তাতেই আমরা খুশি ভাইয়া।


কবিতা হয়েছে ভালোই। তবে অন্যান্য কবিদের কবিতা পাঠ ও ভাষা ব্যবহারে কাব্যিক ভাব সাধ চলিত না মিশিয়ে ফেলা এসব খেয়াল রেখো ভাইয়া। :)

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৪

এসো চিন্তা করি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু
সুন্দর একটা পরামর্শ প্রদানের জন্য
আশা করি এরকম সুন্দর পরামর্শ সব সময় দিবেন
☺️

৪| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: ভালো হয়নি।

০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৫

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই ☺️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.