নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শিক্ষার্থী।পড়াশোনা করি । পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।
বলতে চাই
এ.কে.এম.রেদওয়ানূল হক নাসিফ
বলতে চাই একটু কথা বলতে চাই আমার মনে তোমার জন্য
লুকানো সকল ভালোবাসার কথা
বলতে গিয়ে কেন জানি বলতে দেয় না এই মন , বলে বললে
হারিয়ে যাবে প্রিয়তমার ভালোবাসা !
বলতে চাই তোমাকে ঘিরে আমার সকল মনের কথা , বলতে চাই
তুমি আমার জীবনের সকল আশা !
বলতে গিয়ে কেন পারি না বলতে মনের ভাষা ,
কেন ভয় করে বারবার আমায় করে নিরাশা ;
ভয় করে বললে যদি তুমি হারিয়ে যাও আমার থেকে,
বিনিময়ে যদি দাও আমাকে এক বুক হতাশা ;
তাই তো বলতে গিয়ে বলতে দেয় না এই হৃদয়, তোমার প্রতি
আমার জমানো সকল ভালোবাসার কথা !
বলতে চাই না ওগো সকল কথা , তবু বলতে চায় আমার এই হৃদয়
তোমাকে একটা সৌন্দর্যপূর্ণ কথা ;
তুমি আসছো বলেই সুন্দর হয়েছে আমার এই জীবন ,
দিয়েছো আমাকে এক বুক ভালোবাসা !
ভয় করে শুধু তোমাকে হারানোর , না জানি আমাকে হতাশ করে
একা করে হারিয়ে যাও যে কখন ;
তবু মনে রেখো ওহে , তুমি আসছো বলেই বুঝেছে এই হৃদয়;
ভালোবাসাই নির্মাণ করে সুন্দর জীবন !
তাই বলবো তোমায় , তুমি সুন্দর, তুমি অম্লান, তুমি এক বুক
ভালোবাসাতে ভরা অনুভূতির নাম ;
তাইতো বলবো গো তোমায় , তোমার ভালোবাসা পেয়েছি বলেই শিখেছি
আমি ভালোবাসা হলো এক পূর্ণতার আখ্যান !
২| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০১
এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই ☺️
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১২
সৈয়দ কুতুব বলেছেন: কলম চলুক অবিরত!