নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চিন্তা \'অদ্ভুত\' দেখে ভীত হয়ে যেও না, কারণ বর্তমানে সমস্ত চিন্তাই এক সময় \'অদ্ভূত\' ছিল। বার্ট্রান্ড রাসেল।

এসো চিন্তা করি

আমি একজন শিক্ষার্থী।‌পড়াশোনা করি । পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

হারানোর ভয়

১০ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৭




"হারানোর ভয় "
এ.কে.এম. রেদওয়ানূল হক (নাসিফ)

জীবনে করি না কিছু ভয় , করি না কিছু ভয় হারানোর
শিখে গেছে যে মানিয়ে নিতে এ জীবন ;
কিন্তু কেন জানি ভয় পাই , যদি হারিয়ে যাও তুমি ,
পাইনা তোমার খোঁজ তখন কি হবে আমার !

কত কিছু ই হারালাম এই জীবনে, মেনে নিতে পেরেছি ,
সহ্য করেছি , সেই হারানোর একরাশ বেদনার কথা .
কিন্তু যখন ই ভাবি , যখন মনে জাগে যদি তুমি হারাও তখন
কিভাবে সহ্য করবো তোমাকে হারানোর যন্ত্রণা !

অনেক কষ্টে অনেক পথ অতিক্রম করার পর , অনেক ধকল
সহ্য করার পর তোমাকে পেয়েছি আমি ;
যদি হঠাৎ করে হারিয়ে যাও, খুঁজে পাইনা আর জগতে তখন
কেমনে বাঁচবো ওগো বলো না গো তুমি !!

তুমি আমার জীবনের এক আশার আলো, তুমি আমার ;
জীবনে এক অনুপ্রেরণার বাতি ;
তুমি হারিয়ে গেলে , যদি তুমি না থাকো , তাইলে কিভাবে
করবো আমার জীবনের উন্নতি !

তাই তো ভয় হয় , যদি হারাই তোমায় আমি , পাই না কোথাও
খুঁজে আর তোমায় আমি এই ভুবনে ;
তখন আমি সহ্য করতে পারবো না, পারবো না তোমাকে
ছাড়া থাকতে এই জগত সংসারে !

হারাতে চাই না তোমাকে আমি , ছাড়তে চাই না ;
ওগো তোমায় আমি আমার জীবনে ;
যদি হারিয়ে ও যাও তাইলে মনে রেখো ,
আমি ভালোবেসেছি শুধু ই তোমাকে !

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিয়ে করে ফেলেন

সুন্দর কবিতা

১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

এসো চিন্তা করি বলেছেন: এতো তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছা নাই আপু

২| ১০ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯

জেনারেশন৭১ বলেছেন:



আপনি ক্লাশে যান?

১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৫

এসো চিন্তা করি বলেছেন: জ্বি স্যার ৬০% উপস্থিতি না থাকলে পরীক্ষা দেওয়া যায় না

৩| ১০ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৭

সৈয়দ কুতুব বলেছেন: দারুণ!

৪| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১০

জেনারেশন৭১ বলেছেন:



আপনি জার্নালিজমের ছাত্র; কিন্তু দেশ নিয়ে কিছুই লিখছেন না; ব্যাপারটা কেমন হচ্ছে? দেশের অবস্হা অনুধাবন করতে পারছেন?

১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১২

এসো চিন্তা করি বলেছেন: স্যার দেশ নিয়ে অনেক কিছু লিখতে ইচ্ছে করে কিন্তু স্যার কেনো জানি পারি না স্যার
আমি মনে প্রাণে বিশ্বাস করি দেশ আবার একদিন ঠিক হবে ,
নিজ দেশের এই অবস্থা দেখে লিখতেই গিয়ে ও কিছু লিখতে পারি না স্যার, দেশ কে খুব ভালোভাসি স্যার, ইনশাআল্লাহ একদিন দেশের কল্যাণের জন্য নিজেকে বিলিয়ে দিবো এটাই চাওয়া
আপনার দোয়া রাখবেন স্যার আমার জন্য
আপনার প্রতি শ্রদ্ধা রইলো স্যার ❤️

৫| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: আমি চাই আপনি দেশের সমস্যা ও সমাধান নিয়ে লিখুন।

১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১০

এসো চিন্তা করি বলেছেন: ইনশাআল্লাহ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.