নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শিক্ষার্থী।পড়াশোনা করি । পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।
"এই শহর "
--- এ.কে.এম.রেদওয়ানূল হক নাসিফ "
এই শহরে বৃষ্টি নাই , নেই মেঘের আনাগোনা;
তাই বলে কি তুমি মনমরা হয়ে বসে থাকবা একটানা।
এই শহর জানে না হাসতে ,জানে মানুষকে কাঁদাতে
তাই বলে কি তুমি এই শহরের মায়ার পরে ভুলে যাবা হাসতে ।।।
এই শহরে কোনো সত্য নাই আছে সব মিথ্যার আভাষ ;
তাই বলে তুমি ভুলে যাবা বলো সত্যের সুভাষ ।
এই শহর বলবে ডেকে তোমায় আমার ভালোবাসো সারাক্ষণ ,
কিন্তু জানো কি তুমি এই শহর যে চায় তুমি নিজেকে ভুলে থাকো প্রতিক্ষণ
নিজেকে বের করো নিজেকে আবিষ্কার করো , যদি বাঁচতে চাও
থাকতে চাও নিরাপদ এই শহরের বিষাক্ত বিষ থেকে;
যদি পারো তা করতে তাইলে একসময় বলবা তুমি, আসলেই
নিজেকে ভালোবাসার মর্ম আর কোথাও নেই যে।।
২| ১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: কবিতা লিখে কি হয়? এইসব কবিতা কি মানুষের মন স্পর্শ করতে পারে?
৩| ১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৯
জেনারেশন৭১ বলেছেন:
ভেবেছিলাম জাতির কষ্টকর মহুর্তে জাতি গঠনের দর্শন শুনবো; শুনছি শহর নিয়ে অপকথা
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।