নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চিন্তা \'অদ্ভুত\' দেখে ভীত হয়ে যেও না, কারণ বর্তমানে সমস্ত চিন্তাই এক সময় \'অদ্ভূত\' ছিল। বার্ট্রান্ড রাসেল।

এসো চিন্তা করি

আমি একজন শিক্ষার্থী।‌পড়াশোনা করি । পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

বীরেরা ফিরে আসেন বারবার

১২ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১০



"ফিরে আসেন বারবার "
এ. কে. এম রেদওয়ানূল হক নাসিফ

তুমি কি দেখোনি মানব , বর্বরতার পতন ফেলে আসা
অন্তিম মহাকালের কথা ,
তুমি কি দেখোনি মানব , আভিজাত্যের ধ্বংস যাহা
হারিয়েছে তার নিজস্ব রাস্তা ।

তুমি কি শুনো নি মানব বীর মুজাহিদ
সালাউদ্দিন আইয়ুবি হুঙ্কারের বজ্র স্বর ,
তুমি কি দেখো নি মানব , অন্ধ বীর
রুকন উদ্দীন বাইপাসের হাতে ইসলামের বিজয় ।

কিসের এতো অহংকার তোমার আজ , কিসের এতো
উল্লাস তোমার মুসলিমদের করে কতল ;
খুলো ইতিহাস দেখো চোখ দিয়ে একটি বার , যুগে যুগে
আর্বিভাব হয়েছে আল্লাহ আইন কায়েম কারী হযরত উমর !

যেখানে হবে অন্যায় বেড়ে যাবে অত্যাচারের মাত্রা
অত্যাচারি করবে ধ্বংস সর্ব নগরী ;
সেখানেই সেনানী রুপে ফিরে আসবে অন্যায় কে ধ্বংস করতে
বীর সুলতান আল মাহমুদ বিন গজনবী !

ভুলে গেলে চলবে না , টিকে থাকে না অত্যাচারী শাসক
তাদের আইন আজীবনধরী ;
ইসলামের ঝান্ডা নিয়ে বারবার বীর রুপে ফিরে আসবেন
শিহাব উদ্দিন মোহাম্মদ বিন ঘুরি ।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

শায়মা বলেছেন: কবিতা লেখা চলছেই??

গুড গুড ...... :)

২| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

জেনারেশন৭১ বলেছেন:



ধর্মের মাঝে কোন দর্শন আছে?

১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৪

এসো চিন্তা করি বলেছেন: ধর্ম নিয়ে আমি তুলনামূলক ঘাঁটাঘাঁটি করে এটাই বুঝলাম স্যার ধর্ম হলো বিশ্বাসের জায়গা , মানুষ ধর্মের মধ্যে নিজেকে রাখতে চায় কারণ মানুষ ধর্ম কে বিশ্বাস করে একারণে যে ধর্ম হলো কল্যাণকর মানুষ কে কল্যাণ দিবে ধর্ম ই ।
আমি মূলত রাগিব সারজানী স্যারের ব ই গুলো অধ্যায়ন করে
মুসলিমদের ইতিহাস সম্পর্কে কমবেশি ধারণা পেয়েছি , আর এখানে আমার একটা বিষয় খেয়াল এ আসলো মুসলিম রা ধর্ম কে ব্যবহার করছে ঠিক ই কিন্তু করছে খারাপ উদ্দেশ্য তাই আজ মুসলিম দের এ অবস্থা , তবে আমি আশাবাদী মুসলিম রা আবার তাদের পুরানো ইতিহাস এর পুনরাবৃত্তি ঘটাবে স্যার।কবে ঘটাবে তার কোনো নিশ্চয়তা নাই , কারণ তারা পুরোপুরি এখন ও ধর্মের কল্যাণময় দিক ভুলে নিজ স্বার্থে সিদ্ধির জন্য ধর্মের ব্যবহার করছে অনেকে তাই আজ মুসলিমদের এই অধঃপতন।।
ধন্যবাদ স্যার আপনাকে ।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

জেনারেশন৭১ বলেছেন:



"বর্জস্বর" মানে কি?

১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৪

এসো চিন্তা করি বলেছেন: বজ্র স্বর হবে স্যার সরি বানান টা ভুল ছিলো
বজ্র অর্থ এখানে আমি গর্জন বুঝাতে ব্যবহার করেছি
ব্রজ যেরকম অনেক গর্জন করে উঠে সেই অর্থে আমি
রুপক অর্থে হযরত সালাউদ্দিন আইয়ুবি র কন্ঠ কে তুলনা করেছি

৪| ১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৯

জেনারেশন৭১ বলেছেন:



আপানকে আমি বিবিধ বারবার প্রশ্ন করছি; কারণ, আপনি বলেছিলেন যে, আপনি দর্শন নিয়ে পড়াশোনা করতে ভালোবাসেন।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১৪

কামাল১৮ বলেছেন: ধর্ম সামন্তযুগের সৃষ্টি।তাই সামন্ত যুগে ধর্ম কাজ করেছে।পুজিবাদের সৃষ্টি হলো গনতন্ত্র।এখানে ধর্ম কাজ করার কথা না।এটা দর্শনের কথা।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৪

আজব লিংকন বলেছেন: নারায়ে তাকবীর আল্লাহু আকবার

৮| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৯

জটিল ভাই বলেছেন:
ইসলামী রেঁনেসার কবিতা ♥♥♥ সত্যি আপনার হাত অসাধারণ। চালিয়ে যান.....

১৪ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৯

এসো চিন্তা করি বলেছেন: ইনশাআল্লাহ ভাই , আরো লেখবো ,
ইসলাম আর মুসলমান নিয়ে যারা কুটুক্তি করে তাদের উদ্দেশ্য অনেক কিছু ই বলার আছে
আপনারা সাপোর্ট করবেন ইনশাআল্লাহ
আপনাদের প্রেরণাই আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে
এটাই প্রত্যাশা আমার
ধন্যবাদ ভাই আপনাকে ☺️❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.