নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শিক্ষার্থী।পড়াশোনা করি । পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।
মুসলমানরা ফিরবে ই
এ. কে.এম . রেদওয়ানূল হক নাসিফ
ছিলো এক সময় মুসলমানদের নাম খ্যাতি
বিশ্ব করতো শাসন তারা , তাদের গুনে ;
কি হলো আজ ওদের , ছিলো যা সম্মান প্রতিপত্তি
সব হারিয়ে কেন নিঃস্ব তারা সর্বলোকে !
ছিলো তাদের শৌর্য বীর্য , ছিলো তাদের প্রতিপত্তি
মান্য হতো জগত সংসারে, বিশ্ব চলতো তাদের নিয়মে
তাইলে কেন আজ মুসলমানদের এতো অসম্মান
হচ্ছে তারা অবহেলিত ঘৃণিত সকলের মুখে মুখে ।
যেখানেই হতো অত্যাচারিত নিপীড়িত মানব সমাজ
কান্না দেখে আর্তচিৎকার দিতো বিশ্ব সংসার ;
সেখানেই চলে আসতেন রক্ষাকর্তা হিসেবে মুসলিম সেনানী ,
বিনিময়ে পেতেন তিনি সর্বদা সম্মান ।
কিন্তু কেন আজ অত্যাচারিত সেই মুসলিম সমাজ
কেন এতো লাঞ্ছিত , কেন এতো বঞ্ছিত এরা ;
নাই কি কেউ এদের মুক্তি দাতা নেই কি এদের কোনো রক্ষাকর্তা,
যিনি আবার এনে দিবেন তাদের পূর্বের মর্যাদা ।
ভুলে গেলে চলবে না , অত্যাচার টিকে থাকবে না
এই জগতে চিরকাল ব্যাপি ;
আসবেন ওরা , আসবেন বীরবেশে, ফিরিয়ে দিতে
মজলুম জাতিদের করতে মুক্তি !
বীরেরা মরে না বীরেরা ফিরে আসে , অত্যাচারী
শাসক বর্গ দের দিতে তার কৃতকর্মের প্রতিদান,
তাই হে মুসলমান , আফসোস কিসের , ফিরে পাবো
একদিন আমরা আমাদের হারানো সেই সম্মান ।
আফসোস করো না , ধৈর্য হারা হয়ে যেও না ,
সেই দিন আর বেশি দূর নহে , হবে তার অবসান;
সেদিন দেখবো , আবারো মুসলমান রা স্বগর্বে তাদের
মাটিতে উড়াবে তাদের কালেমার নিশান ।
সেদিন হয়তো ফিলিস্তিনি ভাইদের রক্ষা কর্তা হিসেবে
আসবে না হযরত সালাউদ্দিন আইয়ুবির আহ্বান;
কিন্তু আসবে নিশ্চয়ই, ফিলিস্তিনিদের রক্ষা করতে
আইয়ুবির আর্দশ ধারণ কারী আরেক সুলতান!
হৃদয় কান্না করে , চিৎকার দিয়ে বলতে চায় হে মানব
শুনে নাও আজ আমার ভাইবোনদের যে করছো কতল,
একদিন সেদিন আসবে যেদিন তুমি আফসোস করবে
কিন্তু আফসোস করেও করতে পারবে না কিছু বদল।
ডাকছে মুসলমান জাতি তোমায়, আর্তচিৎকারে হাহাকার;
করছে বিশ্ব সংসার হে নুরুউদ্দিন জেঙ্গি ;
ফিরো এসে কায়েম করো ইসলাম আবার করো ধ্বংস
অত্যাচারির হাত;করো ওদের বন্দি !
চোখের জলে , অশ্রুর জলে জর্জরিত প্রতিটা মায়ের হৃদয়
তোমায় ডাকছে হে বীর মুজাহিদ আইয়ুবী;
জানি আসবে তোমার যোগ্য উওরসূরি রাজত্ব করবে আবার
আল্লাহের আইন কায়েম করবে ফিলিস্তিনি ।
ইনশাআল্লাহ ❤️ ❤️
কবিতার সারমর্ম :- নুরুউদ্দিন জেঙ্গি, সালাউদ্দিন আইয়ুবি রা কখন ও মরেন না ,ফিলিস্তিনীরা আবার ও আল্লাহ আইন কায়েম করবে হয়তো নুরুউদ্দিন জেঙ্গি সালাউদ্দিন আইয়ুবি কেউ আসবেন না কিন্তু তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ আমার অত্যাচারী ভাই বোন দের রক্ষা করার জন্য চলে আসবেন বীর সেনানী , হয়তো জেঙ্গি বেশে নয়তো সালাউদ্দিন আইয়ুবি বেশে । বিজয় আসবেই ই ইনশাআল্লাহ ❤️
১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১৯
এসো চিন্তা করি বলেছেন: হে ভাই ঠিক বলেছেন কিন্তু নুরুউদ্দিন জেঙ্গি সালাউদ্দিন আইয়ুবি শুধু যোদ্ধা ছিলেন না , ওরা সকল বিষয়ে পারদর্শী ছিলেন বলেই উনারা ছিলেন সুলতান ওদের আর্দশ ধারণ কারী আজ কেউ নাই এটাই আফসোস।
হয়তো শ্রীঘ্রই আসবে সেই দিন । ইনশাআল্লাহ ❤️
২| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩০
Salina Alam বলেছেন: ইনশাআল্লাহ।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
নুরুউদ্দিন জেঙ্গি ও সালাউদ্দিন আইয়ুবি ভীন দেশী মানুষ ছিলেন। অন্য ভূমিতে তাঁদের জন্ম।
আমাদের ভূমিতে তাঁদের সমমানের নেতা, শাসক ও যোদ্ধা ছিলেন। যেমন - সৈয়দ মীর নিসার আলী তিতুমীর, টিপু সুলতান, সুলতানা রাজিয়া-সহ আরও অনেকে।
আশা করি, তাদেরকে নিয়ে কবিতা লিখবেন।
১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫১
এসো চিন্তা করি বলেছেন: ভাইয়া কবিতাটা মূলত আমার ফিলিস্তিনী ভাই বোন যেভাবে অত্যাচার করছে তাদের উদ্দেশ্য করে লিখা ।আমি বোঝাতে চেয়েছি তাদের উদ্ধার করার জন্য জেঙ্গি না হয় আইয়ুবীর আর্দশে অনুপ্রাণিত হয়ে কেউ একজন একদিন আসবে
ইনশাআল্লাহ ভাইয়া তাদের নিয়ে লিখবো কলম চলমান
আপনাদের সাপোর্ট আশা করছি
ধন্যবাদ ভাই ☺️❤️
৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কবিতা ভালো লাগলো। মুসলমানদের সুদিন আসছে। বিশ্বে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এভাবেই একদিন মুসলিমদের বিজয় হবে।
১৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৫০
এসো চিন্তা করি বলেছেন: মুসলমানরা ফিরবেই সেটা আজ হোক বা কাল
কিন্তু অপেক্ষা শেষ হচ্ছে না এটাই কষ্টের ভাই
৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন: ভাইয়া কবিতাটা মূলত আমার ফিলিস্তিনী ভাই বোন যেভাবে অত্যাচার করছে তাদের উদ্দেশ্য করে লিখা ।আমি বোঝাতে চেয়েছি তাদের উদ্ধার করার জন্য জেঙ্গি না হয় আইয়ুবীর আর্দশে অনুপ্রাণিত হয়ে কেউ একজন একদিন আসবে
ইনশাআল্লাহ ভাইয়া তাদের নিয়ে লিখবো কলম চলমান
আপনাদের সাপোর্ট আশা করছি
ধন্যবাদ ভাই ☺️❤️
---------------------
আপনার চিন্তার জন্যে ধন্যবাদ।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৯
কামাল১৮ বলেছেন: এই সব হাবিজাবি চিন্তা করতে করতেই মুসলমানরা ধ্বংস হয়ে যাবে।তারা নিজেকে যোগ্য করে তোলে না। কাল্পনিক একজন যোগ্য এসে তাদের উদ্ধার করবে এই চিন্তায় দিন পার করে।
১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৭
এসো চিন্তা করি বলেছেন: একদম যর্থাথ বলেছেন ভাই , ওরা ভুলে গেছে তাদের অতীত ইতিহাস, আর মুসলমানরা ভুলে গেছে যে যারা অন্যায় অত্যাচার থেকে
জনগন কে উদ্ধার করেছেন তারা তার জন্য কত চেষ্টা করেছেন তার ফলেই তারা আজ অমর ব্যক্তিত্ব হতে পেরেছিলেন, কিন্তু আফসোস আজকাল মুসলমানদের মধ্যে চেষ্টার নাম গন্ধ ই নাই তাই এই অধঃপতন অবস্থা ওদের
তবে আশাবাদী তাদের সুদীন আসবে এটা নিশ্চিত না সেই দিন টা কবে আসবে ।
৭| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৮
জটিল ভাই বলেছেন:
মাশাল্লাহ্ ♥♥♥
১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:১৩
এসো চিন্তা করি বলেছেন: পরবর্তী কবিতা শের ই মহিশুর টিপু সুলতান কে নিয়ে
আশা করি পড়বেন ইনশাআল্লাহ ❤️
৮| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন:
ইসলামের ১৪শত বছরের ইতিহাস দেখলে মুসলিমরা এজাবৎ যত যুদ্ধ করেছে, বেশিরভাগই মুসলিমদের বিরুদ্ধে ভ্রাতৃঘাতী যুদ্ধ।
মুসলমানদের হাতে সবচেয়ে বেশি মুসলমান মারা গেছে।
রসুলের আমলে মক্কা-মদিনা বাদে মুসলিমরা এজাবৎ অনেক এলাকা দখল লুন্ঠন করলেও দখলকৃত এলাকায় বা নিজদের এলাকায় একটিও আদর্শ ইসলামি রাষ্ট্র গঠন করতে পারে নি, যাকে ফলো করবে অন্য মুসলমানরা।
১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:১২
এসো চিন্তা করি বলেছেন: সবাই তো আর সমান নয় ভাই , চেঙ্গিস খান যখন গণহারে মানুষ মারছিলো কথিত আছে ও একাই ২৫ লাখ নিরিহ মানুষ হত্যা করেছে যে অঞ্চল দিয়ে যেতো রক্ত ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকতো না , এমন পরিস্থিতিতে মানবতার ডাক শুনে এগিয়ে এসেছেন একজন মুসলিম মামলুক সুলতান রুকন উদ্দিন বাইর্বাস যার কারণে বিশ্ব আবার হাসতে পেরেছে, মুসলিম দের প্রথম কিবলা সালাউদ্দিন আইয়ুবি দ্বারাই বিজয় লাভ সম্ভব হয়েছে ,
আসলে সমস্যা এ জায়গায় মুসলমান রা ভুলে গিয়েছে আল্লাহ বিধান ও নবীর হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে তারা এ না করে নিজেদের নিয়ম কানুন ফলো করার জন্য ই এই অবস্থা
৯| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৫৫
হাসান কালবৈশাখী বলেছেন:
মুসলিম দের প্রথম কিবলা সালাউদ্দিন আইয়ুবি দ্বারাই বিজয় লাভ সম্ভব হলেও সালাউদ্দিনদের তথা বর্তমাম কর্দিস্থানের কুর্দিদের বর্তমানে আর কেউ মুসলমান মনে করে না।
মুসলমানরা ভুলে গিয়েছে আল্লাহ বিধান ও নবীর হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে, তারা তা না করে নিজেদের বানানো নিয়ম কানুন ফলো করার জন্য ই এই অবস্থা। তা্রা ইসলাম মানে না জামাত হিজবুতিদের মত ইসলাম নিয়ে রাজনীতি করে এই কারনেই ইসলামের ইতিহাস নিয়ে গর্ব করার কিছু খুজে পাওয়া যায় না।
১০| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩০
রাজীব নুর বলেছেন: কামাল১৮ বলেছেন: এই সব হাবিজাবি চিন্তা করতে করতেই মুসলমানরা ধ্বংস হয়ে যাবে।তারা নিজেকে যোগ্য করে তোলে না। কাল্পনিক একজন যোগ্য এসে তাদের উদ্ধার করবে এই চিন্তায় দিন পার করে।
সহমত।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১২
সৈয়দ কুতুব বলেছেন: বর্তমান বিশ্ব ব্যবস্থা অনেক জটিল। এখন যোদ্ধা থেকে রাজনীতি ও জ্ঞান বিজ্ঞানে দক্ষ ব্যক্তি প্রয়োজন।