নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শিক্ষার্থী।পড়াশোনা করি । পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।
টিপু সুলতান
এ.কে.এম.রেদওয়ানূল হক নাসিফ
এদেশ আমার , এ ভূমি আমার , যতদিন বেঁচে থাকবো
এই দেশের ভূখন্ডে আমি
কে হে আসছো , ভয় দেখিয়ে রাজত্ব কায়েম করতে ,
পারবে না পরাজিত করতে আমায় তুমি
দেশের জন্য প্রাণ দিবো , দিবো সবকিছু বিসর্জন,
যতসময় হবে না কল্যাণময় আমার জন্মভূমি;
তবু করবো না কো মাথা নত কারো কাছে , হবো না নতজানু
করবো না কখনো আত্নসমর্পণ আমি !
আমি নইকো কাপুরুষ, ভয় করি না কো ;
আমি শত্রুর সাথে করতে সম্মুখ যুদ্ধ
জানি হয়তো মরণ হবে , চলে যাবো আমি , তবু ও
দেশের জন্য থাকবো সর্বদা প্রতিজ্ঞা বদ্ধ
যতদিন বেঁচে থাকবো আমি , পারবে না এই দেশে
করতে রাজত্ব কায়েম তুমি,ওহে বিদেশি;
মনে রেখো একটি বার আমার রক্ত দিয়ে ও হলে রক্ষা
করে যাবো এদেশ সর্বদা আমি !
ভালোবাসি দেশ কে আমি , এই দেশ আমার মা ,
এই দেশ ই আমাকে দিয়েছে পূর্ণতা ;
তাই ভাবি আমি কিভাবে দিবো প্রতিদান দেশকে এই
দেশ পাবে স্বয়ংসম্পূর্ণ তা !
ওহে বিশ্বাসঘাতক মীর সাদিক , কি পেলে তুমি
তোমার দেশের সাথে করে বেঈমানী ;
যাকে পরাজিত করার জন্য পক্ষ নিলে বিট্রিশ দের তারা
কি দেশ মাতার থেকে ও দামী ?
আমি টিপু সুলতান, ভয় করি নি মরণের দেশকে
করতে রক্ষা তথা জনগণের কল্যাণে ;
এজন্য হয়তো জাতি আজ ও আমার জন্য, দিয়েছে
সম্মান রেখেছে তাদের স্মরণে !
করি নি আমি আত্নসমর্পণ শত্রুর করা বুলেটের
সম্মুখদ্বারে দাঁড়িয়ে ছিলাম বীরদর্পে ;
বলবো মরণের আগে শেষবার শেয়ালের মতো একশ বছর বেঁচে
থাকার চেয়ে বাঘের মতো একদিন বাঁচা ই শ্রেয় যে।”
২| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৩
এসো চিন্তা করি বলেছেন: গতকালকে লেখলাম আপু এই কবিতা
পরবর্তী তে তিতুমীর নিয়ে লিখতেছি
আপনাকে ও শুভেচ্ছা আপু
৩| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৯
কামাল১৮ বলেছেন: চিন্তা করেই যাচ্ছেন প্রকাশ কই।
১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৫
এসো চিন্তা করি বলেছেন: ইনশাআল্লাহ ভাই হবে খুব শ্রীঘ্রই
আপনাদের সাপোর্ট আশা করছি
ধন্যবাদ ভাই আপনাকে ☺️
৪| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২২
কামাল১৮ বলেছেন: এখনতো ইউনুস আছে, আপনি বিদেশি পেলেন কোথায়।
কার বিরুদ্ধে যুদ্ধ করে মরতে চান।
১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৮
এসো চিন্তা করি বলেছেন: ভাই এটা টিপু সুলতান কে নিয়ে লেখা কবিতা , টিপু সুলতান যেসকল ভাবনা প্রকাশ করে গেছেন
উনার সুরে কবিতা টা লেখা । এগুলো আমার কোনো কথা না,
শেষে উনার একটা বিখ্যাত উক্তি দিয়ে শেষ করেছি আশা করি বুঝবেন
ধন্যবাদ ভাই
৫| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৪
কামাল১৮ বলেছেন: আরাকানদের কথা বলছেন কি?
১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৩
এসো চিন্তা করি বলেছেন: জ্বি না ভাই এটা টিপু সুলতান এর বলা কথাগুলো কেই আমার সুরে এনে উনার কথাগুলো ই কবিতার ভাষায় রুপ দিয়েছি
এগুলো কারো কথা বলি নাই , কবিতা টা পড়লে বুঝবেন ভাই ।।
এটা সম্পূর্ণ ব্যাক্তি কেন্দ্রিক একটা কবিতা ।
যেটা শের ই মহিশুর টিপু সুলতান কে নিয়ে লেখা
১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৭
এসো চিন্তা করি বলেছেন: টিপু সুলতান বেঁচে থাকতে ব্রিটিশ রা ভারতবর্ষ শাসন করার ক্ষমতা দেখায় নি উনাকে হত্যা করার পর বলছিলো আজ থেকে এই দেশ আমার ,, এর আগে এই কথাটা বলার ও সাহস করতে পারেনি টিপু সুলতান এর জন্য
৬| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:০২
কামাল১৮ বলেছেন: টিপু সুলতান ভারতের শাসক ছিলেন না।ভারতের একটা ক্ষুদ্রঅংশ মহীশূরের শাসক ছিলেন।যেটা দক্ষিন ভারতে অবস্থিত।
১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:২১
এসো চিন্তা করি বলেছেন: হে ভাই ঠিক বলেছেন
তবে টিপু সুলতান ছিলেন একজন ভারতের ই নাগরিক
দিনশেষে ভারত ই ছিলো উনার দেশ
আমার কথার ভুলক্রটি থাকলে ছোট ভাই মনে করে ক্ষমা স্বরুপ দৃষ্টি তে দেখবেন
ধন্যবাদ ভাই আপনাকে ☺️
৭| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:০৬
কামাল১৮ বলেছেন: অতীত নিয়ে স্বপ্ন না দ্খে বর্তমান নিয়ে স্বপ্ন দেখেন।
১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:১৯
এসো চিন্তা করি বলেছেন: ভাই অতীত নিয়ে স্বপ্ন দেখছি না অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান সুন্দর করার চেষ্টায় আছি
একটা বিখ্যাত উক্তি আছে রোজ বেল্ট এর উক্তি টা হলো
যে ব্যাক্তি ইতিহাস সম্পর্কে যত বেশি জানে, সে ভবিষ্যতের জন্য তত বেশি প্রস্তুত।
এটাকেই কাজে লাগানোর চেষ্টা করছি
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর পরামর্শ প্রদানের জন্য ☺️
৮| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৮
রাজীব নুর বলেছেন: ভালো।
১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৭
এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই ☺️
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮
শায়মা বলেছেন: কি খবর চিন্তা ভাইয়ু??
কবিতা চর্চা চলছে নাকি এসব আগের লেখা?
বিজয় দিবসের শুভেচ্ছা।