নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চিন্তা \'অদ্ভুত\' দেখে ভীত হয়ে যেও না, কারণ বর্তমানে সমস্ত চিন্তাই এক সময় \'অদ্ভূত\' ছিল। বার্ট্রান্ড রাসেল।

এসো চিন্তা করি

আমি একজন শিক্ষার্থী।‌পড়াশোনা করি । অভিনয় করতে পছন্দ করি , পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

যুবক

১৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৫





যুবক
এ.কে.এম.রেদওয়ানূল হক নাসিফ

যারা দেয় না গো কখনো প্রশ্রয় , অন্যায়কে করে না
পরোয়া তারাই হলো বীরের দল ,
যারা বিপদ দেখলে সামনে করে না মাথা নত , চালিয়ে যায়
সংগ্রাম অন্যায়ের বিরুদ্ধে সর্বক্ষণ ।

তারা করে না ভয় এগিয়ে যেতে সম্মুখদ্বারে, যতই
আসুক না কেন বিপদের আগমণ
তারা লড়াই করে , জীবন রেখে বাজি , ছিনিয়ে আনে
বিজয় তারা সংগ্রাম করে আমরণ

তারা প্রতিবাদী , তারা বিপ্লবী , তারা বুঝতে শিখায়
অন্যায় করে না রাজ আজীবন ;
বিজয় আসবেই, পারবে না করতে রাজ শত্রুরা
আমরা বিপ্লবী করবো তার নিয়ন্ত্রণ ।

দিবে না হতে তারা নিজ দেশের সাথে , হতে দিবে না
দেশের ক্ষতি তারা;ওহে জনগন ;
অন্যায় হতে দেখলেই তারা রুখে দাঁড়াবে , করবে
তার তীব্র প্রতিবাদ, করবে যে অনশন !

তারা ভয় পায় না যত ই বলো; ভয় পায় না
আইন আদালত কারাগার মরণে;
অন্যায় হতে দেখলেই তারা হবে সোচ্চার,মানবে
না বাঁধা এগিয়ে যাবে দুর্বার গতিতে ।

তারা বিপ্লবী, তারা সংগ্রামী , তারা থাকে চির অম্লান
প্রতিবাদ করে তারা অন্যায়ের ;
তারা ছেড়ে যায় না মাঠ পালায় না ভয়ে যতসময় না
প্রতিষ্ঠা হচ্ছে পুরোপুরি ন্যায়ের ।

তারা নয় আর কেউ নয় কোনো অসম গুণের
অধিকারী কোনো বিশেষ মানব ;
তারা তো তোমার আমার সবার পরিচিত
রক্ত গরম তাদের , তারা যে যুবক !


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.