নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চিন্তা \'অদ্ভুত\' দেখে ভীত হয়ে যেও না, কারণ বর্তমানে সমস্ত চিন্তাই এক সময় \'অদ্ভূত\' ছিল। বার্ট্রান্ড রাসেল।

এসো চিন্তা করি

আমি একজন শিক্ষার্থী।‌পড়াশোনা করি । পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ

১৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২০



বাংলাদেশ
এ.কে.এম.রেদওয়ানূল হক নাসিফ

আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, আমরা হয়েছিলাম
কত শত অন্যায়ের স্বীকার ;
কেড়ে নিতে চেয়েছিলো ওরা স্বাধীনতা আমাদের কেড়ে
নিতে চেয়েছিলো সকল অধিকার।

হয়েছে অত্যাচারিত, হয়েছে নানাধরনের বঞ্চনার স্বীকার
তোমার আমার শত শত মা বোন ;
তবুও করি নি কো পরোয়া রুখে দাঁড়িয়েছি আমরা
দিয়েছি বিলিয়ে অকাতরে জীবন !

ওরা করেছে আমাদের পদে পদে অপমান , দিয়েছে
আমার দেশের জনগণকে কষ্টের সমুদ্র,
বিপদে ভেঙ্গে পড়তে নেই , অটুট থেকে লড়াই করেছিলো
তারা ছিলো সর্বদা একত্র

ওরা করেনি শুধু লাঞ্ছিত ,বঞ্ছিত , অপমানিত ,করেছে
চেষ্টা করতে ভেদাভেদ সর্বদা
ওরা চেয়েছিলো মুর্খ রাখতে ,আমাদের , এজন্য কেড়ে
নিতে চেয়েছিলো শিক্ষাব্যবস্থা

করতে চেয়েছিলো অর্থনৈতিকভাবে ভঙ্গুর এই দেশের
সার্বিক অবস্থা ;
চেষ্টা করেছে ওরা , তার জন্য মেরেছে অকাতরে মানুষ
দিয়েছে আমাদের উওম ব্যবস্থা।

ওরা ভেবেছে , দুর্বল আমরা , আমরা মেনে নিবো
ওদের এই জঘন্য ক্ষমতা ;
কিন্তু না আমরা বুঝিয়ে দিয়েছি ,আমরা নই দুর্বল
আমাদের রয়েছে পর্যাপ্ত সক্ষমতা ।

আমরা ছিলাম ঐক্যবদ্ধ, বিশ্বাস ছিলো আমরা করবো
এই দেশ হানাদার মুক্ত স্বাধীন
কিন্তু ওরা বুঝেনি , দেখিয়ে গিয়েছে ক্ষমতার অপব্যবহার
ভেবেছে আমরা দেখবো না কখনো সুদিন ।

করেছে ওরা ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার, টিকিয়ে রাখতে
ওদের শাসনব্যবস্থা
তারপরে ও পারেনি ওরা আমরা বুঝিয়ে দিয়েছি
এই জনগন অন্যায় কখনো মানবে না !

শত ত্যাগ তিতিক্ষা জীবনের বিনিময়ে পেয়েছি
আমরা একটা দেশ ;
দেশকে ভালোবাসে না যে জন ; সে শত জ্ঞানী হোক
না কেন তার নেই কোনো বিবেক !

এই দেশ আমার , এই দেশ তোমার, এই দেশ শত মা-
বোনের আত্নচিৎকার আর শত জীবনের রক্তের ফসল ;
সুজলা শ্যামলা সবুজের বুকে মিশে থাকা এই দেশ
শত শত শহীদের রক্তের সংমিশ্রণ।

এই দেশের সাথে মিশে আছে তোমার, আমার ,
শত শত মানুষের আবেগ ;
এ যে শতশত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত
আমাদের সোনার বাংলাদেশ।




মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৭

কামাল১৮ বলেছেন: ত্রিশলক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই দেশ।কতি পয় রাজাকার ছাড়া সবাই দেশকে ভালোবাসে।

২| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৮

এসো চিন্তা করি বলেছেন: হে ভাই দেশ মানে আবেগ , নিজের জীবন গেলে যাবে তারপর দেশকে কিছু হতে দিবে না একজন প্রকৃত দেশপ্রেমিক
দেশকে ভালবাসি ভালোবেসে যাবো ।
দোয়া করবেন আমার জন্য ভাই ❤️

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩২

সবুজ-অরণ্য বলেছেন: খুব ভালো

৪| ২০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: এইসব কবিতা লিখে কি লাভ? দেশের সমস্যা ও সমাধান নিয়ে লিখুন।

৫| ২০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৯

এসো চিন্তা করি বলেছেন: কবিতা ভাই লেখা আছে অনেকগুলো এগুলো প্রকাশ করছি
ধীরে ধীরে সব ই লিখবো
ইনশাআল্লাহ ☺️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.