![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শিক্ষার্থী।পড়াশোনা করি । পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।
"মেজর জিয়া"
- এ. কে. এম. রেদওয়ানূল হক (নাসিফ)
জীবনে শুনেছি কত কিছু দেখেছি অনেক কিছু
শুনেছি অনেক বীর পুরুষের নাম
তবে আমি দেখি নি সেই পুরুষ কে; শুধু শুনেছি ,
ইতিহাসে ছিলো তার কতটা অবদান ।
ভুলে গেছি আমরা সেই মহান পুরুষের কথা , ভুলে গিয়েছি
যার কারণে আমরা আজ হয়েছি মহান ;
যদি তিনি করতেন না চেষ্টা ভেবে দেখেছো কি তুমি
হে মানব আদৌ পেতে কি তুমি প্রকৃত সম্মান !
পেয়েছি একটা দেশ , ছিলো না দেশ চলার মতো কোনো সক্ষমতা ,
পেয়েছি আমরা সর্বদা অসম্মান;
এনে দিলেন এই ধ্বংসপ্রাপ্ত জাতিকে তিনি , এনে দিলেন পুনরায়
তিনি তার বিশ্ব দরবারের কাছে সম্মান !
ছিলো না এই দেশে পর্যাপ্ত টাকা পয়সা ছিলো শুধু
হাহাকার আর অর্থনৈতিক অবনতি ;
এনে দিলেন এই মহান পুরুষ বাংলাদেশ কে,
হয়ে উঠলো এই দেশের আবারো উন্নতি !
ভুলে যেও না, হারিয়ে যেও না , হে বাংলাদেশের
আগামী দিন গড়ার কান্ডারী গণ ;
স্মরণ রেখো সেই পুরুষ কে , স্মরণ রেখো দেশ গড়ার
ক্ষেত্রে কতটুকু রেখেছিলেন তিনি অবদান !
আফসোস হয় খুব , ভুলে গিয়েছি আমরা আজ
দেশ গড়ার সেই মহান বীর পুরুষের প্রতিদান ;
ভাবো একটি বার , উনি ছিলেন বলেই আজ উঁচু হয়ে
দাঁড়িয়ে আছি আমরা রয়েছি চির অম্লান !!
তিনি আর নন তো কেউ তিনি হলেন এই বাংলার রক্তে মাংসে
গড়া তোমার আমার মতো এক সাধারণ নারীর সন্তান !
তিনি হলেন তোমার আমার সবার অলক্ষ্যে হারিয়ে যাওয়া
ইতিহাস থেকে মুছে যাওয়া মেজর জিয়াউর রহমান ।।
বি:দ্র :- এখানে বিভিন্ন দল মতের মানুষ রয়েছেন তাদের মতে আঘাত করা আমার উদ্দেশ্য নয় ,
আমার কবিতা লেখার উদ্দেশ্য যারা বর্তমান বাংলাদেশের ইতিহাস লিখবেন
তাদেরকে উদ্দেশ্য করে লেখা , দয়া করে আর ইতিহাস লুকিয়ে রাখবেন না জিয়াউর রহমান থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ মানুষ আজ আমাদের কাছে অজানা , যদি জনগন কে জানাতে হয় তাইলে সত্য প্রকৃত ইতিহাস জানান ; মিথ্যা কিছু নয় ।
ধন্যবাদ
২| ০১ লা মার্চ, ২০২৫ বিকাল ৩:২৯
শায়মা বলেছেন: এই যে ভাইয়ু কোথায় হারিয়ে গেলে?
যে উদ্যম িয়ে ব্লগিং শুরু করেছিলে মনে হচ্ছে তাতে ভাটা পড়েছে!!!
৩| ০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০২৫ দুপুর ১২:০১
সৈয়দ কুতুব বলেছেন: অনেক দিন পর!