নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চিন্তা \'অদ্ভুত\' দেখে ভীত হয়ে যেও না, কারণ বর্তমানে সমস্ত চিন্তাই এক সময় \'অদ্ভূত\' ছিল। বার্ট্রান্ড রাসেল।

এসো চিন্তা করি

আমি একজন শিক্ষার্থী।‌পড়াশোনা করি । পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

নারী

০২ রা এপ্রিল, ২০২৫ রাত ১২:৪৭


"নারী "
এ. কে . এম. রেদওয়ানূল হক নাসিফ

মন খারাপ কেন বসে আছো কেন হতাশ
ওহে আজ নারী তুমি ,
কি হয়েছে তোমার এতো , সবসময় ভাবছো কি এতো
তুমি নিরিবিলি ?

নিশ্চয় আসছে মনে, কেন আমি আজ বঞ্ছিত কেন আজ এতো
লাঞ্ছিত আমার জীবনের ধারাক্রম
ওহে মাতা স্বরুপ , ভুলে যেও না তুমি তোমার কারণে
বিশ্বে পেয়েছে উন্নতির পদক্রম ,

এই বিশ্ব আজ করছে তোমাকে অপমান , করছে
তোমাকে হেয় প্রতিপন্ন সারাক্ষণ ,
তুমি তো আর ভেঙ্গে যাওয়ার জিনিস নও,কারণ তুমি ই
প্রতিটা বীরকে দিয়েছো প্রশিক্ষণ ।

করেছো তুমি বীর সেনানী , দিয়েছো তোমার শিক্ষা
তোমার পুত্র বর্গ কে
তাই তো পেয়েছে তারা প্রেরণা , করেছে ইতিহাস সৃষ্টি
সম্মান এনে দিয়েছে তোমাকে ।।

মাতার আর্শিবাদে উজ্জ্বল দিপ্ত আলো নিয়ে জয় করে
করেছে সৃষ্টি ইতিহাস তোমার পুত্রগণ
তাই আর নিরাশ না থেকে , ভাবো একটি বার তুমি
না থাকলে কিভাবে আসতো এতো উন্নয়ন ।

তুমি ছিলে বলেই , তোমার জন্য দিয়েছে প্রাণ
তোমার পুত্র গন শত্রুর করা বুলেটে ,
তাই ওহে নারী , ভাবো একটি বার , তোমার কত
মূল্য এই জগত সংসারে মাঝে তে ।

সৃষ্টির হবে বিনাশ , হবে ধ্বংস তোমার
উজ্জ্বত লুণ্ঠনকারী পাষান্ডদের ,
চিন্তা করো না তুমি বিজয় অবশ্যম্ভাবী, তোমার
সম্মান গাঁথা লিখিত হবে যুগ যুগ ধরে।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২৫ রাত ১২:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: ইদ মোবারক !

২| ০২ রা এপ্রিল, ২০২৫ রাত ১:১৮

এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন

৩| ০২ রা এপ্রিল, ২০২৫ সকাল ৯:৩৪

নকল কাক বলেছেন: ++++

৪| ০২ রা এপ্রিল, ২০২৫ দুপুর ২:২৮

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.