![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-ছোট বেলায় ডোনাল্ড ট্রাম্প ওরফে দাউদ ইব্রাহিম খান
-বর্তমান ডোনাল্ড ট্রাম্প ওরফে দাউদ ইব্রাহিম খান
তাকে ঘিরে এমনিতেই বিতর্কের শেষ নেই। তার প্রার্থী হওয়া থেকে শুরু করে আর্থিক তছরুপ, যৌন কেচ্ছা থেকে শুরু করে উদ্ভট মন্তব্য- সবেতেই বিতর্কে জড়িয়েছেন তিনি।
নিও নিউজের দাবি, পাকিস্তানের ওয়াজিরিস্তান এলাকায় ট্রাম্পের জন্ম। তবে তখন তার নাম ছিল দাউদ ইব্রাহিম খান। শৈশবেই দাউদের বাবা-মা দুর্ঘটনায় মারা যাওয়ায় ট্রাম্পের বর্তমান পরিবার তাকে দত্তক নিয়ে আমেরিকায় নিয়ে যায়
- নিও নিউজের দাবি
সদ্য নির্বাচনে জিতে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
আর কয়েক দিনের মধ্যেই হোয়াইটহাউসে পা রাখব রাখব করছেন, এমন সময় ফের বিতর্ক।
এবার একেবারে নিজের জন্ম পরিচয় নিয়েই বিতর্কে ট্রাম্প। রাতারাতি তিনি জন্মসূত্রে পাকিস্তানি হয়ে যাওয়ার খবরে চোখ কপালে উঠেছে গোটা বিশ্বেরই।
সম্প্রতি পাকিস্তানের সংবাদ মাধ্যম নিও নিউজ দাবি করেছে, আমেরিকার ভাবি প্রেসিডেন্টের জন্ম নাকি আসলে পাকিস্তানে।
নিও নিউজে ট্রাম্পের ছোটবেলা
শুধু এটুকু বলেই রণে ভঙ্গ দেয়নি তারা। ট্রাম্পের সঙ্গে মুখের মিল আছে এমন একজন বালকের ছবি দেখিয়ে দাবি করা হয়েছে, ওই বালকই নাকি ছোটবেলার ট্রাম্প!
পাকিস্তানের ওয়াজিরিস্তান এলাকায় নাকি ট্রাম্পের জন্ম। তবে তখন তার নাম ট্রাম্প ছিল না।
ছোটবেলার সেই ট্রাম্প ওরফে দাউদ ইব্রাহিম খানের প্রাথমিক পড়াশুনাও নাকি পাকিস্তানেই।
নিও নিউজের দাবি, শৈশবেই দাউদের বাবা-মা দুর্ঘটনায় মারা যাওয়ায় ট্রাম্পের বর্তমান পরিবার তাকে দত্তক নিয়ে আমেরিকায় নিয়ে যায়।
মূলসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকা, জিও নিউজ
ভিডিও: ইউটিউব
২| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৬
কালীদাস বলেছেন: এই খবরগুলা কে বানায় আল্লাহয় জানে। এর আগে কাছাকাছি আরেকটা পড়েছিলাম, মালালা আসলে ইহুদি, আমেরিকানরা ওকে জন্মের পরপর ফাকিস্তানে রোপণ করে যায়; এক ডাক্তার মালালার কানের ময়লা থেকে ডিএনএ এনালাইসিস করে সেটা নাকি উদঘাটন করেছে।
৩| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫১
প্রণব দেবনাথ বলেছেন: ট্রাম্পের জন্ম ১৯৪৬ সালে , যে বাচ্চার ছবি আছে তার বয়েস খুব বেশী হলে ৭ । তাহলে ১৯৪৬ থেকে ৭ বছর মানে ১৯৫৩ । এখনো বাংলাদেশ বা ভারতের লোকের থেকে পাকিস্তানিদের আর্থিক অবস্থা খারাপ । তবে কি পাকিস্তানে কি ওই সময় এখনকার মত সবার হাতে ক্যামেরা থাকতো, যে একটা নাম গোত্রহীন মাদ্রাসার ওই ছাত্রের এরকম ছবি তুলবে । একে পাকিস্তান তার উপরে আবার রঙিন ছবি
। অসম্ভব । যারা খবরটা বানিয়েছে তাদের মাথায় সময়ের এই হিসেব আসেনি । ছবিটা ট্রাম্পের হলেও হতে পারে তবে এটা পাকিস্তানে কোন ভাবেই হতে পারেনা ।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
মজাদার পোষ্ট!