নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিস্থিতির শিকার হয়ে রয়েল বেঙ্গল টাইগার মশাই কানা হয়ে গিয়েছিল।
হরিণ শিকার চিন্তা করা তার কাছে তখন বিলাসিতা।
উপায়ন্তর না পেয়ে বাঘ খোঁজ করে দেখলো বানর হচ্ছে জঙ্গলের সবচেয়ে চালাক প্রানী।
কারন, সে জান এবং মালের উপস্থিতি টের পায় দ্রুত।
ব্যাস! যেই চিন্তা সেই কাজ। একটা বানর ধরে বসিয়ে দিল নিজ মাথায়। এবার সে নিশ্চিন্তে দৌড় দেবে আর শিকারের পথ দেখাবে বানর মশাই।
এরপর থেকে রয়েল বেঙ্গল টাইগার শিকার করছে নিশ্চিন্তে। কিন্তু সমস্যা আর একটা রয়ে গিয়েছে।
বানর মাথায় নিয়ে শিকারে বের হলেই বাঘ কেমন করে যেন ভিজে যায়।
রয়েল বেঙ্গল টাইগারের ধারনা অধিক পরিশ্রমে সে ঘেমে ভিজে যায়।
সে মনে মনে ভাবে আর শান্তি পায় এই ভেবে যে, শ্রমের ঘাম হালাল হয়।
জঙ্গলের বাকি প্রানীগুলো ব্যাপারটা উপভোগ করে। কিন্তু কেউ সত্যটা বলেনা। আসলে বলার সাহসও রাখে না।
০৭ ই মে, ২০২৩ দুপুর ১:২০
Rehan বলেছেন: জানা আছে। সকল রকম প্রশাসনিক দপ্তরে এক্সটারনাল অডিট হতে হবে। এবং বছর শেষে ইভ্যালুয়েশন।
২| ০৭ ই মে, ২০২৩ দুপুর ১২:৫৭
রাজীব নুর বলেছেন: চক্রের শেষ নেই। চলতেই থাকবে।
০৭ ই মে, ২০২৩ দুপুর ১:২৫
Rehan বলেছেন: চলবে জানি। কিন্তু চলবেই যে এই ধারনাটা বদলাতে হবে।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০২৩ সকাল ১১:১৫
রানার ব্লগ বলেছেন: এই চক্র থেকে বেরিয়ে আসার কোন পরিকল্পনা কি আপনার জানা আছে ?