নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ নিজেকে যদি আবিষ্কার কর তুমি অথৈ পানিতে, পানির স্বাদ তোমায় বলে দিবে তুমি নদীতে না সাগরে।
এইটা হচ্ছে অভিজ্ঞতা!
অথচ সেই অভিজ্ঞতা তোমার কোনো কাজেই আসবেনা যখন নিশ্চিত মৃত্যু সামনে !!
দূর থেকে তীরটিকে মনে হবে তোমার একমাত্র জীবনের লক্ষ্য, এ ছাড়া আর কিচ্ছু হতে পারে না।
অথচ গতকাল পর্যন্ত তোমার লক্ষ্য ছিল বিলাস বহুল গাড়ি কিংবা ডুপ্লেক্স বাড়ি, স্ট্যাটাস, ব্যাংক ব্যালেন্স, কিংবা সীমাহীন সব কিছু।
এটা হচ্ছে বাস্তবতা!
'ভালো থাকা' মূলত একটি অসঙ্গায়িত বিষয়।
তোমার কাছে যাহা ভাল থাকার সংজ্ঞা কারো কাছে তা হয়তো শঙ্কা!!
জীবনে উঠতে গিয়ে কতজনকে পদদলিত করেছো হিসেব নাই, দুই একটি সত্তিকার ভালবাসাও হারিয়ে গেছে সেই মিছে পরশ পাথরের খোঁজে।
সময় তখনও গিয়েছে এখনো যাচ্ছে, হিসাব মিলাতে গিয়ে যখন দেখবে প্রাপ্তি শূন্যের কোঠায় তখন তোমায় অসমাপ্ততায় সমাপ্তি খুঁজে নিতে হবে।
বিশ্বাস কর!
পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটিও একদিন পিছু ফিরে দেখে।
২৬ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:২১
Rehan বলেছেন: অনেক ধন্যবাদ!
২| ২৬ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কথাগুলো পড়তে ভালো লাগলো।
কিন্তু শেষ লাইনটা কি ব্যতিক্রমী কিছু?
২৬ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:২৬
Rehan বলেছেন: ব্যতিক্রমী কিছু না ভাই! এটা হয়, প্রকৃতির নিয়মে হবেই!
৩| ২৬ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: পেছন ফিরে দেখলে সমস্যা আছে। তাহলে পেছনে পড়ে থাকতে হয়।
২৬ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:০৩
Rehan বলেছেন: হ্যাঁ ভাই, জীবন একটি রেস! দৌড়ানো শুরু করেন। আমরা থাকি না পিছে কয়েকজন!
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৪৫
জ্যাক স্মিথ বলেছেন: ভাবনাগুলো ভালো লেগেছে।