নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ দিয়ে গল্প দেখি। মন দিয়ে গল্প লিখি। অলস আমি। :-)

Rehan

অপ্রত্যাশিত মানুষ।

Rehan › বিস্তারিত পোস্টঃ

বিচ্ছিরি স্বপ্ন

০৯ ই মার্চ, ২০২৪ রাত ১:৪৭

বিচ্ছিরি একটা স্বপ্ন দেখছি।
সেই ঘৃণার চোখ দুটো আমায় ডাকছে।
কাছে যেতে সংকোচ বোধ হচ্ছে।
তবু চলে যাচ্ছি এক পা, দু পা করে।
খুব বিচ্ছিরি স্বপ্ন।
অমানুষটা ধীরে ধীরে গ্রাস করছে আমার বাহু, বুক, আর গ্রীবা।
ভয় হচ্ছে। সাথে ভালোবাসাও।
বিচ্ছিরি স্বপ্ন একটা।
ভাবলাম জেগে যাবো।
কিন্তু ঘুম ভাঙ্গে না।
খুব কাতর চোখ।
ভালোবাসা পায় না বলে বুজে রয় নির্লজ্জের মত।
বেহায়া বলে গালি দিলাম।
ডাইনি টা তবু সরেই না।
বুক, চোখ, মুখ, গাল, কপাল ছুঁয়েই যায়।
খুব বিচ্ছিরি স্বপ্ন এটা।
তবু ভালবাসতে ইচ্ছা হচ্ছে।
যেমনটা বেসেছিলাম সেই আটপৌড় যৌবনে।
উজাড় করে বুনেছিলাম প্রেমের বিষ।
নাহ! আর পারবো না।
অনেক ঘৃণা জমে আছে যে।
স্বপ্নটা খুব বিচ্ছিরি এক কথায়।
এবার ঘুম ভেঙ্গেই ফেলবো।
বেইমানটারে জোড় করে সরালেও হাত ছেড়ে দিতে সাঁই দেয় না মন।
কুলাঙ্গার মন আমার।
যেচে পড়ে মারা খেতে চাই।
তুই পড়ে থাক স্বপ্নে। আমি চললাম।
এই ভালবাসা-হীন জীবন ঢের ভাল।
যেমন টা কোন স্বপ্ন-হীন ঘুম।
কিংবা ভালবাসার নির্লিপ্ততা।
সত্যি, ভালোবাসা গুলো খুব বিচ্ছিরি।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ২:২১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দুঃস্বপ্ন ও তা থেকে জেগে ওঠার অনুভূতি বেশ দারুণ ফুটিয়ে তুলেছেন। অনেকগুলো বানান ভুল আছে, ঠিক করে নিয়েন।

১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:১৬

Rehan বলেছেন: ধন্যবাদ ভাই। সংশোধন করেছি। :)

২| ০৯ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:১৭

Rehan বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩| ১০ ই মার্চ, ২০২৪ দুপুর ১:০১

মিষ্টি লবণ বলেছেন: কি একটা অবস্থা ! স্বপ্নেও শান্তি নেই।

১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:১৭

Rehan বলেছেন: নাইরে ভাই। নাই। :(

৪| ১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.