নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধোঁয়াশার অন্তরালে

রেহানুল হক

রেহানুল হক › বিস্তারিত পোস্টঃ

মানুষের স্বরুপ

২৮ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০

মানুষের স্বরুপ
-রেহানুল হক

অনেক সময় ভাবি মানুষ আসলে কি !


মানুষ দেখলে মনে হয় একটি জটিল অণুর বিকাশে
বিকশিত হয় বোধ তা বোধ হয় ঠিক নয়
অণু-পরমানুর নিরন্তর কারসাজি যে সৌন্দর্য
তাতে সন্দেহ জাগে
অনেক প্যাঁচ বিশিষ্ট বুনো মারকরের শিং
সৌন্দর্যে চোখ ধাঁধানো হলেও
মারপ্যাঁচের বুদ্ধি যে সুন্দর তার পরিচয় পাই না
প্যাঁচবিশিষ্ট জিলিপি সুস্বাদু হলেও
মানুষের প্যাঁচাল বিরক্তই লাগে;
ছাগলের বর্ণমালা পড়া হয় নাই
কিন্তু মানুষের বর্ণমালা জটিল
বলেই কি ছাগলের নাম ছাগল
আর মানুষের নাম মানুষ
-পাঠোদ্ধার করতে পারিনা।


কোন কোন মানুষের মুখশ্রী দেখলে মনে হয়
একুশ বছর অন্ধকারে ডুবে থাকা
ইউরেনাসের চেয়েও অন্ধকার,
কোন কোন মানুষের অবয়ব দেখে মনে হয়
বন্য আওরোচ ষাঁড়ের ভয়ানক কামক্রোধ,
কোন কোন মানুষের লম্ফ-ঝম্প দেখে মনে হয়
লেজবিহীন প্রকনসুই বানর বা সিলভারব্যাক গরিলা
যারা এখনও সভ্যতার আদিস্তরে,
কোন কোন মানুষের চুল দেখে মনে হয় বুনো মাসট্যাং ঘোড়া
যারা কেবল দৌড়ানোতেই উপযোগী,
কোন কোন মানুষের উদর দেখে মনে হয়
হুইয়ুকের কামদেবী
যার ধ্যান-জ্ঞান শুধুই কাম,
কোন কোন মানুষের শীর্ষদেশ যেন গজমস্তক
বুদ্ধের বোধিতে ব্যাধি সঞ্চারী আপ্রাণ কৌশুলী
অপদেবতা এরা,
আবার কেউবা গণপতি
পতি নয় যেন সাক্ষাৎ দেবতা
কারো কারো খাদ্যাভাসে মনে হয়
কিলবিল করা একরাশ বিষ্ঠাবিটল
ঘ্রাণেন্দ্রিয়ের প্রখরতায় এরা জগদ্বিখ্যাত
আর কারো কারো বিশেষত্ব শক্তির অবিনাশিতাবাদ
খাদ্য ও উচ্ছিষ্টে এদের গলধঃকরণ
শ’য়ে শ।


কোন কোন মানুষের হাসি দেখে পেয়ে বসে
স্মাইলোডন বিড়ালের ভয়ংকর দাঁত আতংক
কিন্তু এ দাঁতের হিংস্রতা থেকে বাঁচতে
দলবদ্ধ মানব সম্প্রদায় খুঁজতে গিয়ে আমি বড় একা-
কারণ আমি মানব সমাজচ্যুত;
মানব উদরের জটিল আন্ত্রিক প্যাঁচ ভালো না বলে
আমি ভালো বলেছি প্যাঁচালো ফিডলহেড ফার্ণ
আর এর প্রস্ফুটিত অপূর্ব শৈলিকে-
তাই কোন কোন মানুষের দৃষ্টিতে
অকর্ম্মণ্য হিসেবেই আমি মানানসই।


মানুষের ভাষারীতির স্বাতন্ত্র্য অনস্বীকার্য
তাই মানুষ মানুষকে ছাগল বলে
এবং ছাগলও ছাগলকে মানুষ ভাবে না
ভাবে অস্বাভাবিক কিম্ভূতকিমাকার জানোয়ার।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.