![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম ও বিপ্লব
-রেহানুল হক
বজ্রপাতের মত তোমার চুল
প্রমত্তা নদীর মত ভাঙ্গে বুকের পাঁজর
বাঁকা চাঁদের মত তোমার ভ্রু
ছড়িয়ে পড়ে কোষের কানায় কানায়
চিত্র-বিচিত্র চিতার মত তোমার প্রতি পদক্ষেপ
আশংকা জাগায় যেন ভীতু হরিণের
চিরুনিক্সের মত স্বচ্ছ থলথলে তোমার দেহপল্লব
শিহরণ জাগায় ভয়ংকর জ্বালাময় বাঁকা অনুভূতির
তবু এগিয়ে চলা সান্নিধ্যে তোমার দূরন্ত অন্ধকারে
হাতড়ে ফিরি অ্যাংলারের কামনায়।
আবিষ্কার করি নাক্ষত্রিক পতন- তবু অভিযাত্রা
বৈচিত্রের প্রতি পর্বে দেখি এক বিপ্লবের অভ্যন্তর
বিপ্লব ঝরে পড়ে ঝড়ের অন্ধকারে ঝরে পড়া পাখির মত
কিন্তু স্মরণ করিয়ে দেয় এঁর ফাঁকা প্রকোষ্ঠ
যা বাষ্পীভূত হয় অ্যাংলারের সুতীব্র পিপাসায়
দিগন্তময়ী মেঘেদের মাঝে।
অনুরাগ
-রেহানুল হক
কক্ষচ্যুত ইলেকট্রনের ন্যায়
উদভ্রান্ত, বিস্ফোরিত কণার মতই দিগভ্রান্ত
গ্যসীয় কণার মত অস্থির
আকাশের চেয়ে দূরন্ত, সুরভীর চেয়ে প্রাণবন্ত
ঘন আঁধারের প্রজ্ঞা আর সীমান্তের মনোহারী প্রহেলিকাময়
আমার অস্তিত্ব খুঁজে ফেরে শুধু একটি ছায়া
যে ছায়া তোমার চেয়েও সত্য
যা তুমি লালন করেছ আজন্ম।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৫
এহসান সাবির বলেছেন: বেশ!