নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধোঁয়াশার অন্তরালে

রেহানুল হক

রেহানুল হক › বিস্তারিত পোস্টঃ

ধোঁয়াশার অন্তরালে

০৩ রা জুলাই, ২০১৬ রাত ৯:০০

প্রেয়সীর নাম অমানিশা
-রেহানুল হক
কৃষ্ণগহ্বরের কৃষ্ণনয়নের কৃষ্ণবিন্দুতে
অপজাত নিউট্রনের ব্যর্থ সংগম-
উপজাত, কালো চাদরে মোড়া
এক গর্ত- সীমাহীন অনন্ত, ভেঙ্গে সব নিয়মের
বেড়াজাল, কল্পনা ও স্বপ্ন, রশ্নিময় অন্ধকার;
কালো এক আকর্ষণ- দূরন্ত দূর্বার,
অজানা অচেনা কারুকায- হয়তো কোন মাসহাব,
জন্ম আমার- এসেছি তোমাদের এ সভ্যতায়
হঠাৎ এসে ফিরে যাওয়া মেঘের মত
জন্ম যার যত্র-তত্র, ধর এক নীহারিকাপুচ্ছ
নিঃস্ব আলবৎ-
নেই শিল্প, নেই ছন্দ, নেই মূর্চ্ছনা- অপূর্ব।
তোমাদের এ রাজ্যে আমি এক উদভ্রান্ত, অবলুপ্ত।

সব আলো খুঁজে পায় সাত রঙ
ভরে যায় দিক-দিগন্ত
আমার এ পৃথিবীর সব রং মুছে গিয়ে
জলে দীপ-
নেই তাপ, নেই আলো, নেই পিছুটান, প্রিয়ার আহ্ববান
আমি অনাহূত, অসভ্য, অনাসৃষ্টি-
আছে শুধু দৃষ্টি, ঘোর অমানিশা, আমার প্রেয়সী।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.