![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সচেতন মুসলিম, খুব সাধারণ জীবনযাপন পছন্দ করি। আল্লাহর সন্তুষ্টিই আমার জীবনের উদ্দেশ্য।
ছেলেদের অনেক কেলেঙ্কারী থাকলেও সমাজে চলে কারণ ছেলেরা হচ্ছে লোহার মত, মচকে গেলে অথবা ভেংগে গেলেও কেজি হিসাবে বিক্রি করা যায়!!!!!
মেয়েদেরজীবনে একবার কেলেঙ্কারী হয়ে গেলে সে আর সমাজে চলেনা, হোক সেটা ইচ্ছাকৃত ভাবে অথবা অনিচ্ছাকৃত ভাবে, কারণ মেয়েরা হচ্ছে কাচের গ্লাসের মত, যেটা একবার ভেংগে গেলে দ্বিতীয় বার কোন কাজে আসেনা!! কলংকিত জীবনের গ্লানি মৃত্যুর আগ মুহূর্ত্ব পর্যন্ত বহন করতে হয়।
ভ্যালেন্টাইন ডের নামে আমাদের সমাজ ব্যবস্থা দিন দিন কোন দিকে যাচ্ছে তা নিচের এই গল্প থেকেই বুঝা যা্য।
"১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪
-প্রিয়তমা এই নাও ফুল আর চকলেট আর সাথে অনেক ভালবাসা।
- উমম!! মেনি থ্যাংকস। এই চলোনা আজকে একটু বাইরে ঘুরে আসি!
১৪ ই ফেব্রুয়ারি,২০১৫
-কোথায় ছিলে? চারবার ফোন করেছি।
-অফিসেই তো ছিলাম।
-মিথ্যা কথা বলা জায়গা পাওনা। তোমার শার্টের পিছনে পাতা কেন??
১৪ই ফেব্রুয়ারি ২০১৬
- কার সাথে লাঞ্চ করছিলে তুমি? আমি দেখিনি ভেবেছ?
- তুমিও তো গিয়েছেলে ওই ব্যাটার সাথে।
- একশ বার যাব! আজ ভ্যালেন্টাইন ডে জাননা যেন?
- তবে তার সাথেই যেও এর পর থেকে। বের হও আমার বাসা থেকে!
ভ্যালেন্টাইন ডে! ভোলাটাইল লাভ!!!"
আজকের যুগের নাস্তিক্যবাদী হলুদ মিডিয়া নারী জাতীকে ভোগ্যপণ্যে রুপান্তরিত করেছে। আধুনিকতার নামে কৌশলে ইজ্জত হরণ করতেছে! স্বাধীনতার নামে নারী সমাজকে উলংগ করে রাস্তায় নামিয়ে দিয়েছে।ক্রমান্বয়ে নারীদের কে জাহিলিয়াতের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হত। জাহেলিয়াতের যুগে কন্যাসন্তানদের অন্তত দুনিয়াতে আসার সুযোগ দেওয়া হত, কিন্তু বর্তমানে আধুনিক জাহেলিয়াতের যুগে মাতৃগর্ভের মধ্যেই কন্যা সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, দুনিয়াতে আসার সুযোগ টুকুও দেওয়া হচ্ছেনা!!!
সন্মানীত বোনেরা, তোমাদের কে আল্লাহ এতবেশি সন্মানীত করেছেন যে, তোমাদেরকে শুধু স্বামী ও পিতার সম্পত্তিতে অধিকারী বানিয়ে ক্ষান্ত হননি বরং আল্লাহ জান্নাত তোমাদের পায়ের নিচে ঘোষনা করে দিয়েছেন। ইসলাম নারীদের যে বিপুল মর্যাদা ও অধিকার দিয়েছে তা যদি তারা পুরোপুরিভাবে বুঝতে পারতো, তাহলে হয়তো তারা সেই অধিকার ও মর্যাদা আদায় করার জন্য আন্দোলন করতো! হে আপুরা, তোমরা তো আমার মায়ের জাতি, তোমরা কি চাওনা সমাজের সকল মানুষ তোমাদেরকে সন্মান করুক???
সুতরাং আপুদের অনুরোধ করবো, দয়া করে ইসলামকে পরিপূর্ণ ভাবে বুজার ও মেনেচলার চেষ্টা করুন। হিজাব কে মন থেকেই কবুল করুন, আপনার নিরাপত্তার জন্য হিজাবই যথেষ্ট।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮
দিল মোহাম্মদ মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে বিজন রয়
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩
পার্থিব লালসা বলেছেন: ভাল।
++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬
দিল মোহাম্মদ মামুন বলেছেন: প্রিয় ভাই পার্থিব লালসা মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩
পার্থিব লালসা বলেছেন: -প্রিয়তমা এই নাও ফুল আর চকলেট আর সাথে অনেক ভালবাসা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
দিল মোহাম্মদ মামুন বলেছেন: প্রিয় ভাই পার্থিব লালসা মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩
পার্থিব লালসা বলেছেন: কার সাথে লাঞ্চ করছিলে তুমি? আমি দেখিনি ভেবেছ?
- তুমিও তো গিয়েছেলে ওই ব্যাটার সাথে।
- একশ বার যাব! আজ ভ্যালেন্টাইন ডে জাননা যেন?
- তবে তার সাথেই যেও এর পর থেকে। বের হও আমার বাসা থেকে!
ভ্যালেন্টাইন ডে! ভোলাটাইল লাভ!!!"
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
দিল মোহাম্মদ মামুন বলেছেন: ইসলাম থেকে দুরে থাকার কারনেই মুলত আজ আমাদের সামাজিক জীবনে এত সমস্যা।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ভাল লাগলো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০
দিল মোহাম্মদ মামুন বলেছেন: আপনাদের ভাল লাগাই আমার লিখার সাররথকতা। ধন্যবাদ আপনাকে
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২০
বিপরীত বাক বলেছেন: মেয়েদেরজীবনে একবার কেলেঙ্কারী হয়ে গেলে সে আর সমাজে চলেনা, ................কারণ মেয়েরা হচ্ছে কাচের গ্লাসের মত, যেটা একবার ভেংগে গেলে দ্বিতীয় বার কোন কাজে আসেনা!! .......................... বহন করতে হয়
ভুল। এ যুগে অচল। এইসব তত্ত্বকথা ওইসব প্রবাসে বসে খুব স্বাচ্ছন্দ্যে লেখা যায়। কিন্তু বাস্তবতা ভিন্ন। দেশে অাসলে দেখতে পাবেন।
মেয়ের বাপের টাকা থাকলে অার মেয়ের ইমিগ্রেশন থাকলে,,,!!!
পীর অাউলিয়া রাও ওসব মাইয়া দের বিয়া করার জন্যে জান্নাতি দেৌড় দিবো। এরপর বেহেশত হাসিল করবো।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮
দিল মোহাম্মদ মামুন বলেছেন: প্রিয় ভাই বিপরীত বাক, হ্য়তোবা আপনার কথাই সঠিক, কারন আমি অনেক দিন দেশের বাহিরে। একটা জাতীর নৈতিকতা যখন নষ্ট হয়ে যায় তখন সমাজে এই ধরনের কাজ গুলো দেখা দেয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক।
ধন্যবাদ আপনাকে আমার ব্লগবাড়িতে কদম রাখার জন্য।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
বিজন রয় বলেছেন: ভাল।
++