নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন হয়ে গেছি

মাটি ও মানুষ

রিমন৭১

আমি নগন্য মানুষ, আমি মানুষ হতে চাই, আমরা মানুষ হতে চাই

রিমন৭১ › বিস্তারিত পোস্টঃ

বাংলা ভাষা ও এফ.এম. রেডিও

০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৬

আমরা বাঙ্গালি জাতি। বাঙলা/বাংলা ভাষায় কথা বলি।আর এ বাংলা ভাষার জন্য আমাদের অনেক কাঠ খড়ি পোরাতে হয়েছে। এটা আমাদের সকলেরই জানা,তাই না? এ ভাষার জন্য আমরা একটা বড় ধরনের যুদ্ধও করেছি, যা পৃথিবীতে খুবই বিরল। এ ভাষাটাকে বাচানোর জন্যই তাঁরা সংগ্রাম,আন্দোলন, যুদ্ধ তথা অকাতরে জীবন পর্যন্ত দান করেছেন।

বেশ কিছু আগে থেকে আমাদের দেশে বিশেষ করে রাজধানি ঢাকা শহরে FM Radio র আবির্ভাব ঘটে। প্রথম দিকে বেশ ভালই চলতেছিল । কিছু কালক্ষেপনের পর FM Radio গুলো তাদের অনুষ্ঠানের বিবর্তন ঘটানোর চেষ্টা জোরেসোরে শুরু করল। আর সেই বিবর্তনের যাত্রার শুরু হলো বাংলা ভাষার টানা-হেচরার মধ্যে দিয়ে । তাদের রেডিও জকিরা (আর.জে) মনগড়া ভাবে উপস্হাপনা করতে বাংলার মধ্যে আধা ইংরেজি ব্যবহার করতে থাকে। এর ফলে গড়ে উঠে নতুন এক ভাষা বাংlish । যা ব্যবহার করছে আমাদের টিনএজ বয়সের ছেলে-মেয়েরা। রেডিও জকিরা (আর.জে) বাংলা ভাষাকে ভাজ কারে টেনে হেচড়ে নতুন সুর করে পুরো রেড়িও জগৎ দখল করার পর এখন তার টেলিভিশনে প্রবেশ করছে ক্রমে ক্রমে।

তাদের অনুষ্ঠানে যোগ করেছে টেলিফোন/মোবাইলের মাধ্যমে যোগদানের অপূর্ব সুযোগ। সেখানে বেশিরভাগ ফোনকারী হচ্ছে সাত আট থেকে একুশ বাইশ বছরের ছেলে মেয়েরা। আর অনুষ্ঠানের সময় হচ্ছে রাত এগারটার পর( তবে কিছুদুন থেকে সব সময়ই এ সকল অনুষ্ঠানের দেখা মিলে)। রাত জেগে কিশোর কিশোরিরা এসব উদ্ভট কুনুষ্ঠান শুনে পাঠসালায় গিয়ে রোগা মুরগির মত জিমাতে থাকে। এ কুনুষ্ঠান তাদের কাছে এখন ভাত মাছের মত। কথা-বার্তায় চাল চলনে এখন এফ এম ভাব খুবই লক্ষনীয়।

এভাবে চলতে থাকলে আর কিছু দিন পরেই হয়তো বাংলা ভাষাকে ইতিহাস পাতা ব্যতিত অন্য কোথায় খুজে পাওয়া যাবে না।

আমাদের সংবাদ মাধ্যেমগুলো শুধুমাত্র ফেব্রুয়ারি, মার্চ মাস এলে এ ব্যাপার নিয়ে আলোচনা করে। তার পরই আবার এক বৎসরের জন্য নিদ্রায় যায়।





পরিশেষে বলা যায়, আসুন আমরা সকলে মিলে আমাদের প্রিয় মায়ের ভাষাকে এ বিপদ থেকে রক্ষা করি।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
"আসুন আমরা সকলে মিলে আমাদের প্রিয় মায়ের ভাষাকে এ বিপদ থেকে রক্ষা করি।"

০৭ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৪৮

রিমন৭১ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। যদি সবাই সচেতন হই তাহলে অবশ্যই রক্ষা হবে।

২| ০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১০

লেখোয়াড় বলেছেন: ভালো লাগল। সহমত।

০৭ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৫২

রিমন৭১ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১২

নষ্ট কবি বলেছেন: "আসুন আমরা সকলে মিলে আমাদের প্রিয় মায়ের ভাষাকে এ বিপদ থেকে রক্ষা করি।"

০৭ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৫৪

রিমন৭১ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। যদি আমরা সকলেই সচেতন হই তাহলে অবশ্যই রক্ষা হবে।

৪| ০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৬

আমি মদন বলেছেন: ইন্টারনেটে বাংলা কন্টেন্ট মাত্র ০.০০০০৫% এতে বাংলার অমর্জাদা হয় না ? আহাম্মকের দল কোনহানকার। খালি মুখস্ত বুলি আওরাইয়া গেলাম আরকি।

৫| ০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:২২

জারনো বলেছেন:
অনেক চেষ্টা করেছিলাম এখনও করছি ভবিষ্যতেও করবো
Click This Link

০৭ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৫৬

রিমন৭১ বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যদি আমরা সকলেই সচেতন হই তাহলে অবশ্যই রক্ষা হবে।

৬| ০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩৫

জাহাঙ্গীর সিএসইবিডি বলেছেন: দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুগায়
নিজ দেশ তেয়াগি কেন বিদেশ ন যায় ।।

(অনেক আগে পড়েছি, বানান ভূল হতে পারে)

০৭ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৫৭

রিমন৭১ বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ।

৭| ০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫৩

নীল কষ্ট বলেছেন: শুদ্ধ উচ্চারণে বাংলা বলা উচিৎ

০৭ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৫৯

রিমন৭১ বলেছেন: এটা কি সবক্ষেত্রে সম্ভব ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.