নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে কি লিখবো বুঝছিনা। তবে এটুকু বলি, মনুষ্যত্ব মানুষের কোনপ্রকার গুণ নয় এটা মানুষের মৌলিক উপাদান। আমি মনে করি এই মৌলিক উপাদান আমার মধ্যে রয়েছে।

সাজ্জাদ সবুজ

আত্মার সৎকারে দিনগুলো বহমান

সাজ্জাদ সবুজ › বিস্তারিত পোস্টঃ

ভিশন

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৪

আমার সাথে সচরাচর একটা ব্যাপার ঘটতে দেখি,দূরপাল্লার লোকাল বাসে অনেক ভীড়ের মাঝে দাঁড়িয়ে থেকে যখন একটা সীট পাই ঠিক তখনই বেঁধে যায় তীব্র যানজট,সময়ের স্বল্পতায় যখনই বাস থেকে নেমে হাটা শুরু করি ঠিক তখনই সিগনাল টা ছেড়ে দেয় অথবা যানজট পেরিয়ে বাসটিকে দৃষ্টি সীমানার বাইরে চলে যেতে দেখি।
এই সময় কিছুই করার থাকেনা।না উপস্থিত বুদ্ধির উপর ভরসা করা যায়,আর না হাল ধরে চেপে বসে থাকা যায়।
মানুষের জীবনেও ঠিক সেরকম পর্যায় আসে মাঝে মাঝে যখন মানুষ দিশেহারা হয়ে পড়ে।অপেক্ষা আর ধৈর্য্যের কিনারা হারিয়ে ফেলে।
কাব্যে যেমন হুমায়ুন আহমেদ তার কোন এক চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলেন "অপেক্ষা" ব্যাপারটা অসাধারণ,তেমনি এই বাস্তব জীবনের মানুষগুলো ও বুঝতে পারে গল্প ও জীবন কতটা ব্যাস্তানুপাতিক সম্পর্কে বিরাজমান।আমি মনে করি অপেক্ষা পুরোটাই উপলক্ষ্যের উপরে নির্ভর করে।
ব্যার্থতা আর সফলতা পর্যায়ক্রমেই আসে,একবার ব্যার্থ হয়েছো বারবার ব্যার্থ হচ্ছো,স্বপ্ন ভেঙে গেছে,বেঁচে থাকার মানেটাই বুঝতে পারছো না।
এই আপসোসগুলো করার মতো কোন সময় পৃথিবী কাউকে দিবেনা।
মনে রাখবে,একটা স্বপ্ন ভেঙে গেছে,এর মানে তুমি ব্যার্থ না,আমি মনে করি অসময়ের মৃত্যুই একমাত্র ব্যার্থতা।বেঁচে আছো?তোমার ডেডিকেশন লেভেল এর প্রসার বাড়াও,অসফল হয়েছো হয়তো অনেক বড় সফলতা তোমার জন্য অপেক্ষা করছে।
লক্ষ্যটাকে স্থির করো,বিজয়ে দেখা হবে.........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.