![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে লেখাটা লেখকদের কাজ । তাঁরা মোটা মোটা বই লিখে, আর সেই বইয়ের শেষদিকের মলাটে বইয়ের থেকে মোটা চশমা পড়ে নিজের সম্পর্কে কি সব হিবিজিবি লিখে । আমি মোটেও লেখক না; কবিও না । মাঝে মাঝে মনে যা আসে লিখি কিন্তু তাকে কখনই সাহিত্য বলা চলে না ।
কোনো এক বিকেলে,
আকাশের ওই মেঘগুলি বৃষ্টি হয়ে, তোমায় কাঁদালে,
একবার ফিরে তাকিও জানলার ওপারে,
হয়তো ততক্ষণে অট্টালিকাগুলো সব ধুয়ে-মুছে গেছে।
মাথা উচু করে আছে শুধু কিছু শৈবালছানা।
জীবনানন্দের বুনো হাঁসের দল,
দো'রঙ্গা রামধনু।
আর আমার কবিতার ঘাসবিছানা।
নগর জীবনে শ্বাস নাও,নাকি ধোঁয়া টানো?
বৃষ্টিতে একটু জানালা খোলো,
নতুন এক ধোয়া চোখে দিবে ধরা।
শিশির-কুয়াশা ভরা বিষ্টিধোয়া।
টিউবলাইটটার আলোর ঝলকানি
শুধুই যখন ক্লান্তির কারণ,
দেখবে মেঘরাজের আলোর মিছিল।
কে করেছে বারণ?
একবার বিকেলে ,
জানলা খুলে তাকাও না কেন আকাশে?
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৭
কাব্যহীন রেওয়াজ বলেছেন: শীত আসতেছে...।। নিজেই সমস্যায় পড়বা......।। :p
ধন্যবাদ ।
২| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৩
আমিনুর রহমান বলেছেন:
দুর্দান্ত +++
বানান ভুল আছে একটু ঠিক করে নিও
শুভ রাত্রি।
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮
কাব্যহীন রেওয়াজ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:০৭
রায়ান ঋদ্ধ বলেছেন: আমি তো ফ্যান থাইকা এসি হইয়া জাইতাছি!!!

অন্নেক সুন্দর!!