নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাম্প্রদায়িক

আমি সাম্প্রদায়িক। আমি চাই পৃথিবী হয়ে উঠুক একটি সাম্প্রদায়িক গ্রহ। তবে আমার এবং আমাদের গ্রহের মানুষের সম্প্রদায় হোক একটাই - মনুষ্য সম্প্রদায়।

কাব্যহীন রেওয়াজ

নিজের সম্পর্কে লেখাটা লেখকদের কাজ । তাঁরা মোটা মোটা বই লিখে, আর সেই বইয়ের শেষদিকের মলাটে বইয়ের থেকে মোটা চশমা পড়ে নিজের সম্পর্কে কি সব হিবিজিবি লিখে । আমি মোটেও লেখক না; কবিও না । মাঝে মাঝে মনে যা আসে লিখি কিন্তু তাকে কখনই সাহিত্য বলা চলে না ।

কাব্যহীন রেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

বিষ্টিবিকেল

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৪

কোনো এক বিকেলে,

আকাশের ওই মেঘগুলি বৃষ্টি হয়ে, তোমায় কাঁদালে,

একবার ফিরে তাকিও জানলার ওপারে,

হয়তো ততক্ষণে অট্টালিকাগুলো সব ধুয়ে-মুছে গেছে।

মাথা উচু করে আছে শুধু কিছু শৈবালছানা।

জীবনানন্দের বুনো হাঁসের দল,

দো'রঙ্গা রামধনু।

আর আমার কবিতার ঘাসবিছানা।



নগর জীবনে শ্বাস নাও,নাকি ধোঁয়া টানো?

বৃষ্টিতে একটু জানালা খোলো,

নতুন এক ধোয়া চোখে দিবে ধরা।

শিশির-কুয়াশা ভরা বিষ্টিধোয়া।

টিউবলাইটটার আলোর ঝলকানি

শুধুই যখন ক্লান্তির কারণ,

দেখবে মেঘরাজের আলোর মিছিল।

কে করেছে বারণ?

একবার বিকেলে ,

জানলা খুলে তাকাও না কেন আকাশে?

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:০৭

রায়ান ঋদ্ধ বলেছেন: আমি তো ফ্যান থাইকা এসি হইয়া জাইতাছি!!! :P

অন্নেক সুন্দর!! :)

০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৭

কাব্যহীন রেওয়াজ বলেছেন: শীত আসতেছে...।। নিজেই সমস্যায় পড়বা......।। :p

ধন্যবাদ । :)

২| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৩

আমিনুর রহমান বলেছেন:


দুর্দান্ত +++

বানান ভুল আছে একটু ঠিক করে নিও :)

শুভ রাত্রি।

০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮

কাব্যহীন রেওয়াজ বলেছেন: ধন্যবাদ ভাইয়া । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.