![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জানি না কিচ্ছু জানিনা। অনেক বার চেষ্টা করেছি জানতে, বার বার জিজ্ঞেস করেছি, অনেক ধর্য্য ধরেছি। তবুও জানতে পারিনি! রহস্য ময়তার বেড়া জালে আমি বন্দি প্রতিনিয়ত............ ।
আজ সন্ধ্যায় হবে না কোন প্রেম কাব্য পাঠ, হবে না কোন ভালোবাসার গান। সকল নস্টালজিয়া আর সুখ স্মৃতিকে আজকে জাবড় কেটে সুখ আস্বাদন করব না। এই সন্ধ্যা বেদনার বিউগল বাজিয়ে সমস্ত বেদনা এলকোহলের গাঙ্গে ভাসি এক বতল কান্না করব। বোতল বন্ধী কান্নায় কষ্টের কনসেনট্রেশন পেয়ে দেখব কত গভীর কান্না করলে, কত গাঙ নোনাজলে ভেজে যাবে সমস্ত দুঃখ। খুজে দেখব কান্না কি অক্সিজেন আর হাইড্রোজেন দিয়ে তৈরি নাকি কষ্টের কিছু নিজস্ব উপাদান দিয়ে তৈরি। এই সন্ধার আলোতে অবতল দর্পনে দেখব টলমল চোখের চেয়ে করুন কিছু আছে কিনা। কিংবা দেখব কান্না সংবরন জনিত মানবিক অভিযোজন। এই সন্ধ্যা পরিসংখ্যান চালাব। জনে জনে জিজ্ঞেস করে জানতেই চাই কার কত দুঃখ। গভীর হিসাব নিকাশ করে মিলাতে চাইব এই সমস্ত মানুষের কষ্ট দিয়ে প্রশান্ত মহাসাগরে কতটুকু ভরাট হয়। আর এই ভরাটে কার কষ্টের অবদান বেশি। আমার সাথে প্রতিযীগিতায় যারা কাছাকাছি থাকবে তাদের বন্ধু বানিয়ে ফেলব। যাদের অবদান কম হবে তাদের চিরকালীন শত্রু ঘোষণা করব।
এই সন্ধ্যা সমস্ত জোকার আর ক্লাউনদের ধরে ধরে বাক্স বন্দী করব। কোন হাসির আওয়াজ শুনলে গুলি ছোড়ব। আয়োজন করা হবে কষ্টের প্রতিযোগিতা। আমার সাথে যারা পাল্লা দিয়ে ভালো করবে তাদের বন্ধু বানিয়ে ফেলব। যারা প্রতিযোগিতায় নাম লিখাতে চাইবে না তাদের দেশ থেকে বিতাড়িত করে দিব।
এই সন্ধ্যা সমস্ত কালো চশমা খুলে নেয়া হবে। চোখ দেখে দেখে কষ্ট মাপা হবে। এই সন্ধ্যা কষ্ট লোকানোর দরকান নেই। কষ্ট মাপার যন্ত্র আনা হবে। যাদের কষ্ট আমার কাছাকাছি হবে তাদের বন্ধু বানিয়ে ফেলব। এমন করে অনেক বন্ধু বানাব। অনেক বন্ধু ডিলিট করে দিব। ডিকসিনারি থেকে বাদ দেয়া হবে সুখ এবং এর সমার্থকদের। দুখের হাজার সিননিম এড হবে। দুঃখ ভারাক্রান্ত সে ডিকশনারি হবে আমার ডিকশনারি।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎতকার এবং চমৎকার
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬
বাংলার পাই বলেছেন: চমৎকার মুক্ত গদ্য।