নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে, সে ব্যক্তিত্বহীন । - মার্ক টোয়েন

রেজাউর রাতুল

ছাগু মুক্ত বাংলাদেশ চাই

রেজাউর রাতুল › বিস্তারিত পোস্টঃ

রাজধানীতে চালু হওয়া নতুন ট্যাক্সি ক্যাব এবং আমরা যাত্রীরা !

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯

রাজধানীতে আজ নতুন ট্যাক্সি ক্যাবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ।



নতুন উদ্বোধন করা ট্যাক্সি ক্যাবের প্রথম ২ কিলোমিটারের ভাড়া ৮৫ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া হবে ৩৪ টাকা । এই দুইটা তো মানলাম ।



কিন্তু,



প্রতি দুই মিনিট ওয়েটিং এর জন্য চার্জ হবে ৮ টাকা ৫০ পয়সা, এইটা কোন ভাবেই মেনে নিতে পারলাম না ।



বাংলাদেশের সরকার ঢাকা নগর বাসীর জন্য এখন পর্যন্ত যানজট বিহীন সড়ক উপহার দিতে পারে নাই । আর আগামীতেও কোন সরকার এই দুঃসাধ্য কাজ সাধন করতে পারবে বলে যথেষ্ট সন্দেহ আছে ।



স্বাধীনতার ৪৩ বছরের মধ্যেও কোন সরকার পারে নাই, ঢাকা শহরে পাবলিক পারকিং এর ব্যাবস্থা করতে, নাই পর্যাপ্ত পরিমান গণপরিবহন ব্যবস্থা । যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় হয় শুধু মাত্র যানজটের কারনে ।



তারপর আবার এমপি-মন্ত্রীরা রাস্তায় বের হলে সাধারণ গাড়ী চলাচল তো বন্ধ করে রাখা হয় তাদের যাতায়াতের সুব্যবস্থা করার জন্য ( রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কথা তো বাদ ই দিলাম ) । সেক্ষেত্রে তারাও যানজট সৃষ্টির একটা বড় কারন ।



সরকার যদি প্রাইভেট কারের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে শর্তারোপ করে লাইসেন্স দেওয়া কমিয়ে দেয় এবং পর্যাপ্ত পরিমানে মানসম্মত গনপরিবহন ( বাস,ট্রেন ) ব্যাবস্থা চালু করতে পারে, তবে ঢাকার যানজট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব ।



যদি সেটা না ই পারেন, তবে সরকারের ব্যর্থতার কারনে সৃষ্ট যানজটের মাশুল কেন জনগন দিবে ? জ্যামে পড়ার সময়ের হিসেবে যদি কারও চার্জ দেওয়া লাগে, তবে যাত্রা শেষে যে পরিমান ভাড়া আসবে, সেটা হয়তো প্লেনের ভাড়ার চেয়েও বেশি হবে ।



আমরা এখনও তেমন সভ্য বা উন্নত দেশ হই নাই যে আমাদের দেশের রাস্তা একদম ফাঁকা থাকার পরও আমরা ট্যাক্সিতে বসে অযথাই সময় নষ্ট করবো ।



মূল্যবান সময় নষ্ট হবে আমার, আর তার জন্য ট্যাক্সিওয়ালাকে অতিরিক্ত টাকাও দেওয়া লাগবে আমার, সেটা কোন ভাবেই সমীচীন নয় ।



এই রকমের সিদ্ধান্ত ট্যাক্সি চালু করে সরকার যতোটুকু সুনাম অর্জন করবে, তারচেয়ে বেশি দুর্নাম বহন করবে ।



সুতরাং এমন কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক না, যেটা জনগণের স্বার্থ বিদ্বেষী বা শোষণ করার শামিল ।



কারন ভুলে গেলে চলবে না, জনগন মানেই সরকার, সরকার মানে জনগন নয় !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৪ বিকাল ৫:১৬

সিফাত সারা বলেছেন: ভাল লেগেছে পোস্টটা , রাতুল দা গ্রেট :#> B-)

০২ রা মে, ২০১৪ রাত ১১:১৮

রেজাউর রাতুল বলেছেন: একটু বেশি পাম দেওয়া হয়ে গেল না ! গ্রেট হইতে চাই না, কারন তারা এখন সবাই ছবির অ্যালবাম হইয়া গেছে ;) ;)
থ্যাংকস :)

২| ০২ রা মে, ২০১৪ রাত ১১:২২

সিফাত সারা বলেছেন: খিক খিক । অকে আর কমুনা :-B

হ্যাপি ব্লগিং !:#P

০২ রা মে, ২০১৪ রাত ১১:৪৭

রেজাউর রাতুল বলেছেন: থ্যাংক ইউ । :)

তোমার লেখা গুলা পড়ার সময় পাচ্ছি না, পরশু পরীক্ষা দিয়ে তোমার লেখা গুলা পরবো ইনশাল্লাহ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.