![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাগু মুক্ত বাংলাদেশ চাই
পত্রিকায় দেখলাম ১ কোটি ৯৩ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড(ডেএসকো)।
► স্টেডিয়ামে প্রবেশের টিকিট থেকেই তো কোটি কোটি টাকা ইনকাম হয়, সব টাকা পেটে না দিয়া বকেয়া পরিশোধ করলেই তো পারে । এই রকমের খবর বাংলাদের ক্রিকেট এবং ক্রিকেট বোর্ডের জন্য মোটেও সন্মানজনক নয় ।
এমন তো না যে, স্টেডিয়ামে মানুষ খেলা দেখতে আসে না ! বা খেলার টিকিট বিক্রি হয় না ! আমাদের দেশের মানুষ ৭৫ হাজার টাকা দামের টিকিট কিনেও স্টেডিয়ামে অনুষ্ঠান দেখতে যায়, সেখানে সে দেশের স্টেডিয়ামের বিদ্যুতের বিল বকেয়া থাকে কি করে ?
প্রতিনিয়ত প্রতিটা জায়গায় দুর্নীতি আমাদের গ্রাস করে ফেলছে। প্রত্যেকটা অফিসের দারোয়ান,পিয়ন হইতে শুরু করে 'বস' পর্যন্ত বেশিরভাগই আজ দুর্নীতিবাজ ।
এতো দুর্নীতির ভিড়েও আমরা এখনও ভালো আছি, সেটাই আশার আলো ।
ভাবি, যদি কেউ দুর্নীতি না করতো, তবে আরও কতো ভালভাবে আমরা থাকতে পারতাম ! আমাদের দেশটা আরও কতো সুন্দর হতো !
দুর্নীতিমুক্ত একটা সোনার বাংলা দেখার অপেক্ষায় প্রহর গুনছি ।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৪ বিকাল ৫:১৫
সিফাত সারা বলেছেন: দুর্নীতিমুক্ত একটা সোনার বাংলা দেখার অপেক্ষায় প্রহর গুনছি