![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাগু মুক্ত বাংলাদেশ চাই
কারো মুখে থুথু দিলে সেই ব্যক্তি কতোটা লজ্জিত হতে পারে ?
লজ্জিত হওয়ার পরিমান নির্ভর করবে ব্যক্তির শিক্ষা, পেশা, চরিত্র এবং আর্থ-সামাজিক অবস্থানের উপর ।
● চোরের মুখে থুথু দিলে বা লাথি মারলেও সে লজ্জিত হয় না ! কারন সে এগুলোর সাথে পরিচিত বা এসবে তার অভ্যাস আছে !
শিক্ষিতদের মারাত্মক লজ্জিত করতেও থুথু দেওয়া লাগে না !
● যদি কোন ব্যক্তিকে তার অনৈতিক কর্মের জন্য আর্থিক দণ্ডের জরিমানা করা হয়, তবে ২ কোটি টাকা জরিমানা করলেও তার যে পরিমান সন্মানহানি হবে, ২ টাকা জরিমানা করলেও তার সম-পরিমান সন্মানহানি হবে । যদি তার আত্মসন্মান বোধ আদৌ থেকে থাকে !
বাংলাদেশ নিয়ে কুরুচিপূর্ণ ২ লেখার ১ টাও হয়তো পড়া হতো না, যদি না জাফর ইকবাল স্যারের "না, বাংলাদেশ মারা যায়নি" শিরোনামের লেখাটা না পরতাম !
● জিয়া হায়দারের লেখাটা খুঁজে বের করতে না পারলেও, প্রথম আলোর লেখা খুঁজে বের করতে মোটেও সমস্যা হয় নি ! বাংলাদেশকে দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে ছোট, নিচু করে উপস্থাপন করার খুব সূক্ষ্ম প্রয়াশ । আর নিজেদের নোংরা মানসিকতার মুখোশ লুকিয়ে রাখতে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে প্রবাসী লেখক জিয়া হায়দার কে । যদিও এই নোংরামির শুরুটা জিয়া হায়দার-ই করেছেন । জিয়া হায়দারের পাল তোলা নৌকায় প্রথম আলো কেবল বাতাস সংগ্রহ করে নৌকার গতিকে আরও বেগবান করেছেন ।
জাফর ইকবাল স্যারের লেখা এবং প্রথম আলোর কলামটি গতকাল রাতে পড়ি । সকালে হলের সবগুলা পত্রিকায় সম্পাদকীয় পাতায় চোখ বুলাই এই কারনে যে, জাফর স্যারের লেখাটা প্রিন্ট কপিতে আছে কিনা !
● ছাগুদের মুখপাত্র দৈনিক পরথম আলু ব্যতিত প্রায় সবগুলা দৈনিকেই লেখাটা ছাপা হয়েছে । আজকের এতগুলা দৈনিকে ছাপা হওয়া জাফর স্যারের কলামটি নিশ্চয়ই প্রথম আলোর বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ এবং জিয়া হায়দার রহমানের দৃষ্টির অগোচর হবে না ।
● জাফর ইকবাল স্যার এই দুই অন্ধকারচ্ছন্ন ভবিষ্যতের ( বাংলাদেশের ) দিশারীদেরকে যেভাবে পয়েন্ট ধরে ধরে দিক নির্দেশনা দিয়েছেন, তাতে তারা নিশ্চয়ই আলোর পথের দিশারী হবেন বলেই আমার বিশ্বাস !
পথ হারিয়েছে প্রথম আলো, কিন্তু পথ হারাবে না বাংলাদেশ ।
অসংখ্য ধন্যবাদ মুহাম্মদ জাফর ইকবাল স্যারকে ।
জাফর স্যারের কলাম পড়তে এখানে ক্লিক করুন
প্রথম আলোর কলাম পড়তে এখানে ক্লিক করুন
©somewhere in net ltd.