নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ মানুষ।

Rezwan Ahmed Mohsin

আমি স্বাধীন বাঙালী।

Rezwan Ahmed Mohsin › বিস্তারিত পোস্টঃ

মাশরাফির মত খেলোয়াড় পেয়েও অসন্তুষ্ট নাফিসা কামাল

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৯



.
জাতীয় দলের অধিনায়কত্ব করেন মাশরাফি। মাশরাফির অধিনায়কত্বেই ক্রীড়া জগতের বড় বড় দলকে হারিয়ে বাংলাদেশ কে এনে দিয়েছেন বিজয়ের আনন্দ। এর আগেও ঢাকা গ্ল্যাডিয়েটরর্স হয়ে পর পর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। তিনি বাংলাদেশের গর্বিত অধিনায়ক, তিনি একজন ট্রু লিজেন্ড, এবং একজন সৎ মানুষ।আর তার মত মানুষ পেয়ে অসন্তুষ্ট হয় কি করে নাফিসা কামাল?
.
আইসিসির সাবেক প্রেসিডেন্টের মেয়ে নাফিসা কামাল, তিনি এক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি তাদেরকে বলেছেন, মাশরাফি কে নয়, গেল দুই আসরের ম্যান অব দ্যা টুর্নামেন্ট সাকিব আল হাসান কে পাওয়ান জন্য আশায় ছিলেন।
.
তিনি আরও জানান যে, সাকিবের জায়গায়, মাশরাফি এসে গেছে। এখানে আমাদের বড় একটা ঘাটতি রয়েছে। তিনি বলেছেন, আইকন খেলোয়ার সাকিব কে ধরে এগোচ্ছিলাম। টিম কম্বিনেশন অনুযায়ী আমাদের সাকিব প্রয়োজন ছিল।
.
মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ানস লক্ষ্য আগামী ২২ শে নভেম্বরের আগে এটা পুষিয়ে নেওয়া। আশা করি এটা সম্ভব হবে।
.
আর তাদের কুমিল্লা ভিক্টোরিয়ান্সে বিদেশি খেলোয়াড়দের মধ্যে আছেন পাকিস্তানের শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিন, মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল, শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকেরা, লাহিরু থিরিমান্নে ও ইংল্যান্ডের ড্যারেন স্টিভেন্স।
.
এছাড়াও দেশি ক্রিকেটারদের মধ্যে আছেন- লিটন কুমার দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম জুনিয়র, আবু হায়দার রনি ও ধীমান ঘোষ।
.
গত বছর বাংলাদেশের যে বেহাল অবস্থা ছিল। সেই থেকে টেনে এনেছেন এই মাশরাফি। জিতিয়েছেন টানা আটটি ম্যাচ।
.
এরপরও রয়েছে, পাকিস্তানের মত দলকে হোয়াইওয়াশ করার গৌরব অর্জন। ভারত ও দক্ষিণ অাফ্রিকার মত দলের কাছ থেকে জয় এনেছেন আমাদের গৌরব মাশরাফি ভাই।
.
তার মত খেলোয়াড়কে পেয়েও কিভাবে তিনি অসন্তুষ্ট হন, এটা আমার মাথায় কাজ করছে না। তার মত গর্বিত অধিনায়ক আর আমার চোখে আর খুজে পাই না। আর তিনি তাকে পেয়েও অসন্তুষ্ট। এরকম বিতর্কিত মন্তব্য করে হয়তো তিনি স্টার হতে চেয়েছেন।
.
ইনশাআল্লাহ! মাশরাফি ভাই তুমি দেখিয়ে দিবে।
#এগিয়ে_চল_মাশরাফি_ভাই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.