নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ মানুষ।

Rezwan Ahmed Mohsin

আমি স্বাধীন বাঙালী।

Rezwan Ahmed Mohsin › বিস্তারিত পোস্টঃ

লুল মার্কা সাপোর্টার আমরা!

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১



লুল সাপোর্টাররা বর্তমানে যা বলছে-
— মাহি খেলতে দেখতে গেছে দেখে ম্যাচ জিততে পারে নাই।
— আনামুলের ডিপেন্সিব খেলার কারনে ম্যাচ জিততে পারে নাই।
— ভুল অধিনায়কত্বের জন্য ম্যাচ জিততে পারে নাই।
— বাজে বোলিং এর জন্য ম্যাচ জিততে পারে নাই।
* এইগুলো হল কিছু সাপোর্টারদের কথা।
.
ভবিষ্যতে যা বলবে -
— সূর্য মনে হয় উত্তর দিক থেকে উঠছে, তাই ম্যাচ হেরে গেলাম।
.
আরে ভাই কে খেলা দেখতে গেল, কে গেল না, সেইটা কি ম্যাচের উপর প্রভাব ফেলে না কি?
.
আনামুলকে নিয়ে যে সমালোচনা হচ্ছে। তা সম্পূর্ণ ভুল ধারনা। গতকালের ম্যাচটা যে পর্যন্ত যাওয়ার কথা না, আনামুল সেই পর্যন্ত টেনে নিছে। তবুও কেন তাকে নিয়ে সমালোচনা হচ্ছে! আর এই তো কিছুদিন আগেও এইসব সাপোর্টাররাই আনামুল কে চেয়েছিল, আজ তারাই আনামুলের সমালোচনা করছে। তাহলে এদের কথা কোনটা রেখে কোনটা শুনবেন? এদের আবদার রাখতে গেলে সবাইকেই খেলানো উচিৎ বলে মনে হয়।
.
আর অনেকেই বলছে ভুল অধিনায়কত্ব এর কারনে ম্যাচে জিততে পারে নাই। আগে কেন সব ফাস্ট বোলার গুলোর ওভার শেষ করছে? নাসির কে কেন শেষে বল দিছে? মাহমুদুল্লাহ কে কেন বল দিল না? আরে ভাই এইসব কিছুই ঠিক না। ফাস্ট বোলার গুলো কাজে লাগানোর কারনে কিন্তু ম্যাচটা আমাদের হাতের কাছেই ছিল। আলামিন গতকাল গুরুত্বপূর্ণ উইকেট গুলো নিয়েছে। নাসিরও গুরুত্বপূর্ণ উইকেট ম্যালকম ওয়ালারকে ৪০ রানে বিদায় করে। তারপরও অনেক পেসারের কারনে হয়তো ঠিকমত বল করতে পারে নাই। এরকম পেসারেও কখনও বল করে নাই। কালই প্রথম দেখলাম। তবুও ভাল কিছু উপহার দিছে। আর গতকাল নাসিরের উপর দিয়ে যে ঝড় গেছে, তারপরও আত্মবিশ্বাস রেখে বল দিয়ে যতটুকু সম্মান নিয়ে হেরেছে এটাই অনেক কিছু।
.
আপনারা যে যাকে সাপোর্ট করেন, তাকে সমালোচনা করবেন, এটা আপনার স্বাধীনতা। কিন্তু কারও পরিবারকে নিয়ে সমালোচনা করার স্বাধীনতা আপনার নেই। গতকাল দেখলাম ইনস্টাগ্রামে হয়তো কিছু লোক আনামুলের প্যারেন্টস কে বাজে কথা বলছে। তাই আনামুল হক তার ইনস্টাগ্রাম আইডি বন্ধ করে দিয়েছে। এরকম যদি একের পর এক খেলোয়াড়ের ফ্যামিলি যদি বাজে মন্তব্যের শামিল হয়। তাহলে এইসব ফ্যান থাকার চেয়ে না থাকা আরও ভাল হবে। এইসব অাজাইরা ফ্যানদের নেট জগত থেকে বের করে দেওয়া উচিৎ। প্রত্যেক দিন কি ভাল খেলবে এটা কি কোন কথা হতে পারে? আর খেলছে সে, তার ফ্যামিলি কি করছে! তার ফ্যামিলিকে আপনারা গালিগালাজ করেন। ছিঃ ছিঃ ।
মেন্টালিটি ঠিক করে বাংলাদেশ কে ভালবাসেন তাহলে এরকম বাজে মন্তব্য করতে মন চাইবে না।
* অামাদের খেলাধুলায় পরিবর্তন হয়েছে, এবার আপনি নিজে পরিবর্তন হউন।
'ধন্যবাদ'

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১০

বিদ্রোহী সিপাহী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

Rezwan Ahmed Mohsin বলেছেন: :)

২| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

খায়রুল আহসান বলেছেন: ভালো লেখেছেন। আপনার এ ইতিবাচক মনোভাবের প্রশংসা করছি।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

Rezwan Ahmed Mohsin বলেছেন:
:)

৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

Shakib Shakin বলেছেন: "কি বলিব হায়! যারে যত ভালবাসি সে ততো কাঁদায়।" বিষয়টা অনেকটা এরকমই, আমাদের ভালবাসাটা মনে হয় একটু বেশিই, তাই প্রত্যাশাও থাকে অনেক বেশি। কিন্তু যখন হেরে যাই, তখনই ধরা পরে আমাদের ভুলগুলো কোথায় ছিলো। তবে একটা বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত, সবাই তার সেরাটাই দিতে চায়..........। So be careful your comments plz.
ধন্যবাদ ভাই Rezwan Ahmed Mohsin আপনার সুন্দর পোস্টের জন্য......... অনেক ভালো লিখেছেন।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

Rezwan Ahmed Mohsin বলেছেন: আমরা একটু বেশিই চাই। সবসময় তো আর বেশি কিছু দেওয়া সম্ভব না। এটা তো বুঝতে হবে।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

আব্দুল্যাহ বলেছেন: অনেক গুছিয়ে লিখেছেন, ধন্যবাদ

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

Rezwan Ahmed Mohsin বলেছেন: হুম। সাথে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.