নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ মানুষ।

Rezwan Ahmed Mohsin

আমি স্বাধীন বাঙালী।

Rezwan Ahmed Mohsin › বিস্তারিত পোস্টঃ

কাছে আসার গল্প নিয়ে কিছু কথা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৫



— ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প অনেকে ই দেখেছেন। কারো হয়তো ভালো লেগেছে, কারো হয়তো খারাপ লেগেছে। এটা ই স্বাভাবিক! কারণ, প্রতিটি জিনিসের ভালমন্দ দিক থাকে। অনেকেই প্রশংসা করেছেন। আর কিছু লোক নিজেকে দুধে ধোঁয়া তুলসি পাতা হয়ে প্রতিবাদ করছে তা হল নিম্নরূপ (নিচের কথাগুলো ১৮+ দের জন্য নহে) :P -


এক ভদ্র লোক বলেছেন (আমি এখানে তার ভাষ্য প্রকাশ করি নাই, কারণ তার ভাষা সম্পূর্ন অশুদ্ধ ছিল, তাই নিজের ভাষায় দিলাম), "শত ডানার প্রজাপতি" গল্পটা একদম গাঁজাখুরি। একজন ইউনিভার্সিটিতে পড়ুয়া ২য় বর্ষের ছাত্র কিনা প্রেমের টানে পরিবার ছেড়ে পালিয়ে গেল। তার পরবর্তী জীবনে তারা কি একসাথে ছিল না কি সেটা দেখাল না। আর ২য় বর্ষে পড়া ছাত্রের কাছে ২০০ টাকা থাকে বাইকের তেল কেনার জন্য। তারা বাকি জীবন সুখী হবে, এটাও বিশ্বাস করতে হবে? ---------!

উনার এই খোঁড়া যুক্তিতে আমার কিছু কথা ছিল। সেইটা হল, প্রথমে ই বলবো উনি যদি মানুষ হয়ে থাকেন, তাহলে আশেপাশের দিকে খেয়াল করলে এসব অহরহ ঘটে যাওয়া ঘটনা দেখতে পেতেন। কিন্তু আমার তাকে নিয়ে একটু খটকা আছে, তিনি হয়তো অন্য কোন গ্রহ থেকে এসেছেন। তা যদি না ই হয়, তাহলে সে কি করে বলে যে ২য় বর্ষে পড়া ছাত্র প্রেমের টানে পরিবার ছেড়ে চলে যায়? এগুলো তো অহরহ ঘটেই চলছে নতুন কি! ইউনিভার্সিটি তো দূরের কথা, এইচএসসি পড়ুয়া ছাত্র-ছাত্রী কত পালিয়ে যাচ্ছে। তার ই একটা দৃষ্টান্ত ঐ নাটকে। আর আপনি বলেছিলেন, তারা কি বাকি জীবন সুখে ছিল না কি সেটা তো দেখালো না। আরে হাবলু ভাই, আপনি যে কত্তো বড় বলদ সবকিছুতে শেষ পর্যন্তু খুঁজেন? আপনি বলেছিলেন, ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্রের পকেটে ২০০ টাকা থাকেনা। ভাই অাপনি হয়তো বড়লোক বাপের ১ নম্বার ছেলে, আপনার কাছে লাখ টাকা থাকতে পারে। তাই বলে কি সবার পকেটে থাকতে হবে। আপনি হয়তো এখনও শিশু আছেন দুধের বাচ্চা, তাই এসব ব্যাপার বুঝার ক্ষমতা হয় নাই।


অনেকে বলেছেন, এইসব নাটক ২০ বছরের নিচের কারো দেখা উচিৎ নয়। এই গল্পগুলো ইয়ং জেনারেশানদের ভুল ধারণা দিচ্ছে। আবার কেউ বলে,

- মা পাশে ছিল তাই দেখি নাই।
- নাটকগুলোতে সেক্সুয়াল কথাবার্তা তাই দেখি নাই। আরে ভাই নাটক দেখিস নাই, তো বুঝলি কি করে?
- নাটকগুলোতে অভিনেতারা মাইর খেয়ে পড়ে রয়েছে। এটা কোন নাটক হলো? অারে ভাই বাংলাদেশ এখন সন্ত্রাসযুক্ত দেশ হয়ে গেছে, কারো বোনকে ভাল বাসার কথা বললে। তার ভাই-ব্রাদার তার হবু বয়ফ্রেন্ডের উপর সিডর ঝড় বয়ে দেয়। (জিহ্বা বের করা স্টিকার হবে) :P

দুধের শিশুরা নাটক দেখো নাই, ভাল করেছো। কারণ, তোমাদের দুধের স্বাদ ঘোলে মেটে না। তোমাদের জন্য দরকার "Hate story 1-2-3, Mastizade, Kuch Kuch Loccha Hai" ইমরান হাশমি বিদেশী পর্ণ দেখা। তা না হলে কোন নাটক, মুভির মধ্যে পড়ে। আসলে সত্যি কথা হল, বাংলাদেশ শাসন করেছে অনেকে ভিনদেশী রাজা। তাদের বীর্য দিয়ে তৈরি অনেকে। তাই বাংলাদেশী কোন জিনিস তাদের ভাল লাগে না। যতই সেটা ভাল হোক। তাদের কাছে ভারতীয় জিনিস এবং বিদেশী জিনিস তাদের অতি লোভনীয় মজার ব্যাপার। যতই সেটা ১ যুগ আগের হোক। আমাদের কিছু বাঙালি জাতির মানসিকতা হল, যেখানে জামা খোলা, হট জিনিস আছে। সেগুলো ভাল! তাই দেখে সেই কার্যক্রম চালায়। আর সেইটা গল্পের মধ্য দিয়ে নাটক করলে ১৮ প্লাস হয়ে যায়। নিজে রাত জেগে হট মুভি দেখে, হট কাজ করতে পার। কিন্তু সেইটা প্রকাশ করলে বাবা-মার সামনে দেখা যায় নাহ। আরে ভাই মানসিকতা পরিবর্তন করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর সব ব্যাপারে বেশি প্রশ্ন করা বন্ধ করুন। ভিনদেশী জিনিসগুলো মর্যাদা কম দেন, তাহলে বাঙালি জিনিস ভাল লাগবে। বাঙালি জিনিস ভাল লাগবে সেইদিন, যেদিন আপনি এবং আপনার আশেপাশের মানুষ বাঙালি জিনিসকে পছন্দ করা শিখবেন।

উপরের ভাষাগুলো ব্যবহারের জন্য দুঃখিত। :(

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:২৯

বক্রহীন বলেছেন: বিয়ের আগে বা পরে, অন্য নারী বা পুরুষের সাথে বিনা প্রয়োজনে বা অযাচিত ভাবে কথা বলাটা হল প্রথম পযায়ের নষ্টামো যার থেকে সকল নষ্টামোর উৎপত্তি ...........................................

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

+++

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯

বিজন রয় বলেছেন: বিদঘুটে।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১

বিপরীত বাক বলেছেন: গল্পগুলো অনুপ্রেরণাদায়ক। শুধু বলতে না পারার কারণে কত নারীপুরুষ ভুল সম্পর্কে জড়িয়ে সারাজীবন দগ্ধ হয়।
বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে।
মেয়েদেরও নিজের চাহিদা, ইচ্ছা বলতে পারার স্বাধীনতা, সাহস থাকা দরকার।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২২

Rezwan Ahmed Mohsin বলেছেন: (*_*)

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: বুঝতে পারছি অাপনার মাথা গরম অাছে । কুল ডাউন! মানুষে মানুষে মতভেদ হওয়াটাই স্বাভাবিক ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২০

Rezwan Ahmed Mohsin বলেছেন: আমার মাথা ঠিক ছিল এবং এখনো ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.