নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ মানুষ।

Rezwan Ahmed Mohsin

আমি স্বাধীন বাঙালী।

Rezwan Ahmed Mohsin › বিস্তারিত পোস্টঃ

সে একজন নারী, তার অধিকার কি?

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৫




ছবি - Moin Ahsan

নারী তুমি সমান অধিকার কি পেয়েছ? নারী তুমি কতটুকু সম্মান পেয়েছ? নারী তুমি জনপথে স্বাধীনভাবে চলতে পারো না কেন? ছোট্ট শিশু পর্যন্ত ধর্ষণের শিকার হয় তার কি বিচার পেয়েছে তার পরিবার? কাঁটাতারের ঝুলন্ত ফেলানী হত্যার সুবিচার কি পেয়েছে তার পরিবার? রানা প্লাজার নারী শ্রমিকরা কি এখনও সুবিচার পেয়েছে?

আমার প্রতিটা প্রশ্ন ভিন্নভিন্ন ধরণের হতে পারে। কিন্তু সব প্রশ্ন এক কথায় বাঁধা, সমানাধিকার। নারী তুমি একবার ভেবে দেখো তুমি কতটুকু অধিকার পেয়েছ?

আমার এই পকপকের কোনো দরকার ছিল। শুধু বেশি ই বুঝি! এই গুলোতো সরকারের বুঝা উচিত। আমি কেন মাথা ঘামাই। হু! আর নারী কেন এতো কষ্ট করে এই ফালতু প্রশ্ন নিয়ে ভাববে? ধুর আমি ছেলেটা মানুষকে শুধু ঝামেলায় ফেলাই। এরকম মন্তব্য অনেকে ই করবেন। প্রথমেই বলে রাখা ভালো, তারা আমার কথা গুলো না শুনে দূরে দূরে থাকেন।

আমি যদি এখানে ইসলামের যুক্তিতে কথা বলি তাহলে আমি হবো, নারীর বিরুদ্ধে। তাই নারীর বিরুদ্ধে নয়, নারীর পক্ষেও নয়। নারী মানে আমার মা, আমার বোন তাদের জন্য ই বলি।

নারী তুমি একবার চিন্তা কর!!! তুমি এখন কোথায় আছো? আমার প্রথম প্রশ্ন ছিল, নারী তুমি কি সমান অধিকার পেয়েছ? আমার মনে হয় উত্তরটি এমন হবে, হ্যাঁ! আমি ছেলেদের মতো(প্যান্ট, শার্ট পড়া) থাকার অধিকার পেয়েছি। কিন্তু তাতে আমার পরিবার বাধা দেয়। আমি এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

আমি বলবো, নারী তুমি এখনও সমান অধিকার পাও নাই। তোমার সাথে তোমার পাশের লোকজন সমানাধিকার এর বলে প্রতারণা করছে। তা যদি না হয়, তাহলে কেন তোমার দেশে জনসাধারণ মেয়েরা সুস্থ ভাবে থাকতে পারে না? কেন ফেলানি হত্যার বিচার সম্পন্ন হয় না? একবার ভেবে ই দেখো...

আমার দ্বিতীয় প্রশ্ন, নারী তুমি কতটুকু সম্মান পেয়েছ? উত্তরটা - নাহ, তুমি সম্মান পাও না। তুমি সম্মান পেলে, টিএসসি চত্বরে বিপর্যস্ত হতে না। তা নিয়ে মন্ত্রীরা, এখনও নরমাল বলে চালিয়ে দিত না। সেই ছোটখাটো ঘটনা এখন বড় ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেইটা কি কখনও খেয়াল করেছে? এটাই কি সমানাধিকার? একটু ভেবে দেখো...

আমার তৃতীয় প্রশ্ন, নারী তুমি কেন জনপথে স্বাধীনভাবে চলতে পারো না? নারী তোমার অধিকার পাও নেই। দেখেই তোমাকে স্বাধীনভাবে চলতে দেয় না। একজন সরকারী চাকুরিজীবি পুলিশ দেশের স্বার্থে কাজ করার বদলে, সে সেইখানে মেয়েদেরকে টিজ করে। তাহলে মেয়েরা যাবে কোথায়? ইসলাম ঘরে থাকার অধিকার দিলেও সেইটা না মেনে বাহিরে আসছে। সেইখানেও যদি বিপর্যস্ত হয়। তাহলে নারী তুমি স্বাধীনতা ও সমানাধিকার কি পেয়েছ? এইবার বুঝো কি বলতেছি...

আমি প্রথমেই বলছি, নারী বলতে আমার মা, আমার বোন, নারী বলতে আমার প্রতিবেশী একটি মেয়ে। সবাই ই এক। তাদের সমানাধিকার শুধু চাকরী এর মধ্যে সীমাবদ্ধ থাকুক না, সমানাধিকার চলবে সকল পর্বে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৮

বিজন রয় বলেছেন: আমি প্রথমেই বলছি, নারী বলতে আমার মা, আমার বোন, নারী বলতে আমার প্রতিবেশী একটি মেয়ে। সবাই ই এক। তাদের সমানাধিকার শুধু চাকরী এর মধ্যে সীমাবদ্ধ থাকুক না, সমানাধিকার চলবে সকল পর্বে।

সহমত।

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৬

Rezwan Ahmed Mohsin বলেছেন: (゜-゜)

২| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৬

আহলান বলেছেন: মানুষ হিসাবে নারীকে মর্যাদা দান করা প্রত্যেক নারী ও পুরুষের দায়িত্ব ...

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২২

Rezwan Ahmed Mohsin বলেছেন: (*_*)

৩| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২১

Rezwan Ahmed Mohsin বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.