নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিন্দুর মাঝে সিন্ধু দর্শনের আশায় পথ চলি...

রিদওয়ান হাসান

শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর... যদি তা-ও পাই, আমি তা-ই চাই, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।

রিদওয়ান হাসান › বিস্তারিত পোস্টঃ

আপনার কী মনে হয়, করোনা ভাইরাস হঠাৎ করেই গায়েব হয়ে যাবে?

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৮

কয়েকদিন ধরেই ভাবছি, বর্তমান বিশ্বের একটি আতঙ্কের নাম হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস বা কোভিড-১৯ আসলে তেমন অচেনা নয়; এটা একটা বড় ভাইরাস দলের সদস্য, যার নাম করোনা। এই ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেক জনের দেহে ছড়ায়। সাধারণ ফ্লু বা ঠান্ডা লাগার মতো করেই এ ভাইরাস ছড়ায় হাঁচি-কাশির মাধ্যমে।

এখন কথা হচ্ছে, এটি কি হঠাৎ করেই একটি দেশ থেকে নির্মূল হয়ে যাবে?

কয়েকটি আর্টিকেল ঘেঁটে যেটা বুঝলাম। ভাইরাস কখনো হঠাৎ করেই নির্মূল হয় না। এমনকি এই ভাইরাস যে হুট করেই জন্মেছে, এমনটাও নয়। এর আগেও এই ভাইরাস ছিল। এক দশক আগে ২০০৩ সালে যে ‘সার্স ভাইরাস’ (পুরো নাম সিভিয়ার এ্যাকিউট রেস্পিরেটরি সিনড্রোম) এর সংক্রমণে পৃথিবীতে ৮০০ লোকের মৃত্যু হয়েছিল সেটিও ছিল এক ধরনের করোনা ভাইরাস। এতে আক্রান্ত হয়েছিল ৮ হাজারের বেশি লোক। এটির উৎপত্তিস্থলও চীনের দক্ষিণাঞ্চল গুয়াংডং-এ। এ কারণে চীন যখন প্রথম এই ভাইরাসের কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়, তখন এর নাম রাখে, SARS-CoV-2।

গবেষণা দেখা গেছে, কোভিড-১৯ ভাইরাসটি বিগত ৪ মাসে প্রায় ৮ বার নিজেকে পাল্টেছে। এখন বুদ্ধি দিয়ে ভাবলে বুঝা যাবে, এই ভাইরাসটি দিন দিন খারাপ না হয়ে উল্টো ভালোও হয়ে উঠতে পারে এবং সেই সম্ভাবনার হারও বলা যেতে পারে ৫০ শতাংশ। কাজেই আতঙ্কিত হয়ে লাভ নেই। এটি হঠাৎ করেই নির্মূল হবে না, এই ভাইরাস থাকবেই, আমাদের ভেতরেই থাকবে, হয়ত ভাইরাস তার রূপ এবং গতিপ্রকৃতি পাল্টাতে পারে। যার ফলে সেটি আর মরণঘাতি থাকবে না। একটি সহিষ্ণু ফ্লুর মতো বেঁচে থাকবে আমাদের শরীরে।

এই কথা যদি সত্য হয়, তাহলে এটিও সত্য হতে পারে যে, আমাদের শরীরে বহমান সহিষ্ণু ভাইরাস কখনো কখনো তার রূপ এবং গতিপ্রকৃতি পাল্টে ফেলতে পারে। এবং সেটা মারণ ভাইরাসে রূপ নিতে পারে।

এর আগেও যত ভাইরাসের সাথে মানবশরীরের সাক্ষাত হয়েছে, সবগুলো কিন্তু একেবারেই নির্মূল হয়ে যায়নি। তাই ভ্যাকসিনের কাজটি হলো, সাময়িক মৃত্যুকে রোধ করা। যাতে মহামারীতে তরতর করে মানুষের মৃত্যু না ঘটে। এই ধরনের মৃত্যু আসলেই দুঃখজনক। এটি কখনো কাম্য নয়।

হাদিসে রোগ-মহামারীকেও রহমত বলা হয়েছে। তাই আমরা দোয়া করতে পারি, এই রোগ আমাদের জন্য সুস্থতার রহমতে পাল্টে যাক। এই ধরনের দোয়া আমাদের আকাবির আসলাফ যেমন দ্বারা প্রমাণিত, তেমনি এই রোগের পাল্টে যাওয়া চরিত্রটিও বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তাই বেশি বেশি প্রার্থনা করা করা, যেন ভাইরাসটি তার গতিপ্রকৃতি পাল্টে ফেলে এবং সেটি আমাদের জন্য আর মারণ ভাইরাসের আচরণ না করে।

তবে রোগের গতিপ্রকৃতি এবং চরিত্র পাল্টাতে মানব সমাজের জন্য যেটা করণীয়, তা হচ্ছে মানুষ তার পূর্বের জীবনধারা পাল্টে ফেলবে। হাদিসে বলা হয়েছে, যখন মানুষ প্রকাশ্য অনাচার ব্যাভিচার আর অশ্লীলতায় জর্জরিত থাকে, তখনই মহামারী নেমে আসে পৃথিবীতে। এতে স্পষ্টভাবে বুঝা যায়, এসব মহামারীর উৎস কোত্থেকে! তাই আমাদের উচিত সবার আগে এই উৎসপথ বন্ধ করা। এতেই হয়ত ভাইরাসটি তার মারণমুখী অন্যায় রূপটি পাল্টে ফেলতে পারে।

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৩

আহমেদ জী এস বলেছেন: রিদওয়ান হাসান,




হুট করে এই আপদ নাই হয়ে যাক।

১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৩

রিদওয়ান হাসান বলেছেন: নাই হয়ে গেলে তো আরো ভালো। হয়ে যাক তাইলে ভালোটাই।

২| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "হাদিসে রোগ মহামারী রহমত বলা হয়েছে ..."

-এগুলো নিরক্ষর মানুষের বেকুবী ক্থা।

১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০২

রিদওয়ান হাসান বলেছেন: হাদিসে রোগ মহামারীকেও রহমত বলা হয়েছে।

দিনশেষে আপনিও তো বলেন, যাক এত বিপর্যয়ের মধ্য দিয়ে অন্তত এটি ভালো হয়েছে। প্রত্যেক জিনিসেই ভালো-মন্দ আছে। বিষয়টা শুধু ‍উপলব্ধির।

৩| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


এই মহামারীতে মানুষ হাদিসের জন্য অপেক্ষা করছে না, অপেক্ষা করছেন টিকা ও ঔষদের জন্য; যারা অতীতে টিকা ও ঔষধ আবিস্কার করেছে, তারাই এটার সমাধান করবেন।

১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৬

রিদওয়ান হাসান বলেছেন: হাদিস তো স্রেফ কথাই। সে সময়ের মানুষের উপলব্ধির কথা। জীবনবোধের কথা। পথনির্দেশনামূলক কথা। এই কথা থেকে শিক্ষা নেয়া যায়; টিকা বা ওষুধ নয়।

অবাক হচ্ছি, আপনাকে একজন জ্ঞানী ভাবতাম...

৪| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: এই ভাইরাস হঠা এসেছে হঠাত গায়েব হয়ে যাবে।

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫২

রিদওয়ান হাসান বলেছেন: আপাতদৃষ্টিতে এমনটাই মনে হচ্ছে। যেমনটাই হোক, গায়েব হয়ে যাক। সেটাই কামনা করি।

৫| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " হাদিসে রোগ মহামারীকেও রহমত বলা হয়েছে। দিনশেষে আপনিও তো বলেন, যাক এত বিপর্যয়ের মধ্য দিয়ে অন্তত এটি ভালো হয়েছে। প্রত্যেক জিনিসেই ভালো-মন্দ আছে। বিষয়টা শুধু ‍উপলব্ধির। "

-বেকুবদের ভাবনা সব সময়ই লজিকহীন; মহামারীতে ভালোর দিক হচ্ছে বালছাল।

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৫

রিদওয়ান হাসান বলেছেন: মহামারীতে কেউ মারা যাক, তা কারোর কাম্য নয়। তবে কেউ যদি মারা যায়, তার পরিবার তাকে নিয়ে অচ্ছুতমনা ধারণায় না থাকে। এজন্যই হাদিসে রহমত বলা হয়েছে, এবং মৃতকে শহিদী মৃত্যুর দরজায় উন্নীত করা হয়েছে। হাদিসে স্রেফ মহামারীকে রহমত বলে একপাক্ষিক বিচার করেনি। সুস্থতাকেও বড় রহমত বলা হয়েছে। এবং এটাও বলা হয়েছে, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কদর করো।

তাই মহামারীকে শুধু একপাক্ষিক রহমত মনে করা ভুল। এবং রহমত মনে করে ইচ্ছাকৃত মহামারীতে নিজেকে সমর্পন করাও একটি আত্মঘাতি সিদ্ধান্ত।

একবার হযরত উমর রাযি. তার খেলাফতকালে সিরিয়ায় কূটনৈতিক সফরে বের হন। তখন সেখানে মহামারীর প্রাদুর্ভাবের কথা শুনতে পেয়ে সে সফর স্থগিত করেন। তার সাথে থাকা সফরসঙ্গী বলে উঠলেন, আপনি কি আল্লাহর তকদির থেকে পলায়ন করছেন?
হযরত উমর বলেছিলেন, আমি আল্লাহর তকদির (মহামারী) থেকে পলায়ন করে আল্লাহর তকদির (সুস্থতার) দিকে যাচ্ছি।

৬| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২২

জুন বলেছেন: মাঝে মাঝে রাতে ঘুম ভেংগে উঠে বসি। মনে হয় সকাল হলেই যদি এমন শুনি এই করোনা দুনিয়া থেকে বিদায় পুরোপুরি বিদায় নিয়েছে তাহলে কেমন হতো।

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৬

রিদওয়ান হাসান বলেছেন: ভালোই হত। প্রতিদিন অন্তত সবাই এমন বাসনা নিয়েই ঘুমাতে যায়...

৭| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৭

সুপারডুপার বলেছেন: যতদিন কাফেরদের দেশে ছিল ততদিন আল্লাহর গজব ছিল। এখন সুর পাল্টিয়েছে। হাদিসে রোগ-মহামারীকেও রহমত বলা হয়েছে। সেই হিসেবে করোনা ভাইরাস মানুষকে রোগ-মহামারী ওরফে রহমত দিয়ে অনেক সওয়াব কামাচ্ছে। এখন এই ধর্মানুভূতির লোকেরা করোনা ভাইরাস থেকে প্রতিরোধ ব্যবস্থা নিবেন না। নিলে রহমত থেকে বঞ্চিত হবেন। কী বলেন !

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৭

রিদওয়ান হাসান বলেছেন: হাদিসে স্রেফ মহামারীকে রহমত বলে একপাক্ষিক বিচার করেনি। সুস্থতাকেও বড় রহমত বলা হয়েছে। এবং এটাও বলা হয়েছে, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কদর করো। তাই মহামারীকে শুধু একপাক্ষিক রহমত মনে করা ভুল। এবং রহমত মনে করে ইচ্ছাকৃত মহামারীতে নিজেকে সমর্পন করাও একটি আত্মঘাতি সিদ্ধান্ত।

একবার হযরত উমর রাযি. তার খেলাফতকালে সিরিয়ায় কূটনৈতিক সফরে বের হন। তখন সেখানে মহামারীর প্রাদুর্ভাবের কথা শুনতে পেয়ে সে সফর স্থগিত করেন। তার সাথে থাকা সফরসঙ্গী বলে উঠলেন, আপনি কি আল্লাহর তকদির থেকে পলায়ন করছেন?
হযরত উমর বলেছিলেন, আমি আল্লাহর তকদির (মহামারী) থেকে পলায়ন করে আল্লাহর তকদির (সুস্থতার) দিকে যাচ্ছি।

৮| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " হাদিস তো স্রেফ কথাই। সে সময়ের মানুষের উপলব্ধির কথা। জীবনবোধের কথা। পথনির্দেশনামূলক কথা। এই কথা থেকে শিক্ষা নেয়া যায়; টিকা বা ওষুধ নয়। অবাক হচ্ছি, আপনাকে একজন জ্ঞানী ভাবতাম... "

-আমাকে জ্ঞানী ভাবার দরকার নেই, আপনি শুধু "মহামারীকে রহমত" না বললেই যথেষ্ট হবে।

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৮

রিদওয়ান হাসান বলেছেন: আমি যদি মহামারীকে রহমত বলে আশার আলো দেখতে পাই, এতে নিশ্চয় আপনার ক্ষতি হচ্ছে না। আমি তো আপনাকে মানতে বাধ্য করছি না...

৯| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

সোনালি কাবিন বলেছেন: লেখক বলেছেন, "হাদিসে রোগ মহামারী রহমত বলা হয়েছে

লেখক বলেছেন: হাদিস তো স্রেফ কথাই


##. X(( X(

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১০

রিদওয়ান হাসান বলেছেন: আমি একথা চাঁদগাজীর কথার প্রেক্ষিত বলেছি। খণ্ডিতরূপে কথাটি শুনতে ভালো না লাগতে পারে। তবে তিনি হাদিস থেকে টিকা বা ওষুধ খুঁজতে উদগ্রীব ছিলেন। আমি বলেছি, হাদিস হলো জীবনবোধের পথনির্দেশক কথামালা। এখানে টিকা-ওষুধ পাবেন কি করে?

১০| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


বেদুইনেরা ১৪ গোষ্টীসহ ছিলো নিরক্ষর ও মুর্খ, ওরা আপনার মতো বেকুবদের জন্য লিখে গেছে "মহামারীও রহমত"। বাংগালীরা সোদীতে মাষ্টারী করে বেদুইনদের পড়ায়েছে সম্প্রতি।

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১২

রিদওয়ান হাসান বলেছেন: জানলাম।

১১| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪০

মাহিরাহি বলেছেন: চাঁদগাজী আর তার সাংগপাংগদের লাথি মেরে বের করে দেন।
ও ভারতের দালাল। এটি প্রমানিত সত্য। ভারতের বিরুদ্ধে আর ইসলামের পক্ষে লিখলে ওর গা জ্বলে ।
হিন্দু ধর্মের কথা উঠলেই বলে ওটি প্রাচীন ধর্ম আরো বহু বছর টিকে থাকবে।
আমি ওরে অনেক আগে থেকে চিনি। আমু ব্লগে ফার্মার নামে ব্লগিং করত। ওখানেও ও যথেষ্ট চামারিপণা করত।
ওটা বন্ধ হয়ে যাওয়ায় এখানে গোটা কয়জন আর একাধিক নিক দিয়ে শয়তানি শুরু করেছে।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২৬

রিদওয়ান হাসান বলেছেন: তথ্যটি জানা ছিল না। তিনি যেভাবে কথা বলেন, ব্লগের ভাষা এমন হলে তো সমস্যা। কথা এবং ভাষায় সংযত হতে হবে। পরমতসহিষ্ণু মানসিকতা না থাকলে তাদের জন্য ব্লগ করা উচিত না মনে করি।

১২| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

মাহিরাহি বলেছেন: ব্লগটারে ওরা বাংলাদেশের রাজনীতির মাঠ বানিয়ে ফেলেছে। এ ওরে তেল মারে সামান্য সস্তা জনপ্রিয়তার জন্য।
ওরে যারা প্রশংশা করে আমি নিশ্চিত তারা এই দূর্দিনে চাল চুলি করতেও দ্বিধা বোধ করবেন।
অনেকেই শুধুমাত্র তার ভার্চুয়াল ভয়েই জন্যই তার প্রশংশা করে, এর চাইতে লজ্জার কিছু আছে কি।
এই ব্লগের পোস্টদাতা তার ব্যক্তিগত বিশ্বাস থেকে তার ব্লগটিে লিখেছে, এজন্য তার বিরুদ্দে অকথ্য ভাষা ব্যবহার করতে হবে। মুর্খ কখনও বিনয়ী হয় না।


১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২৪

রিদওয়ান হাসান বলেছেন: বাঁদুড়ের অভিযোগে সূর্যের বিকিরণ কখনো থেমে থাকে না...

১৩| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২২

নূর আলম হিরণ বলেছেন: হ্যাঁ, মহামারী আল্লাহর রহমত। আল্লাহ আমাকে আপনাকে এই রহমত থেকে যেনো বঞ্চিত না করে।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২৯

রিদওয়ান হাসান বলেছেন: ব্লগেও এটাই বলা হয়েছে, সুস্থতা মহামারী থেকে বড় রহমত। তাই মহামারী সুস্থতার রহমতে পাল্টে যাওয়ার প্রার্থনাও করা হয়েছে। দেখেননি বোধহয়।

শুধু কমেন্ট পড়ে কমেন্ট করলে তো সমস্যা। ব্লগটা পড়লে বিষয়টি হয়ত বুঝতে পারতেন।

আর হাদিসে এটাও বলা হয়েছে, তোমরা অসুস্থতার আগে সুস্থতার কদর করো।

১৪| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:




@মাহিরাহি বলেছেন, " চাঁদগাজী আর তার সাংগপাংগদের লাথি মেরে বের করে দেন। "

-লাথিটা আপনিই মারেন, উনাকে ডেলিগেইট করছেন কেন?
"মহামারীকে যারা রহমত" বলে, ওরা জংগী তালেবান।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩০

রিদওয়ান হাসান বলেছেন: মহামারী কি জঙ্গী তালেবানদের সৃষ্ট যে, তারা ‘রহমত’ বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার ঠিকাদারি নিয়েছে?

১৫| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫০

বিজন রয় বলেছেন: হঠাৎ গায়েব হয়ে যাক।
কিন্তু উপরওয়ালা কি অত কম বুদ্ধির মানুষ!

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩২

রিদওয়ান হাসান বলেছেন: আল্লাহই ভালো জানেন, তিনি কী করবেন? আর কোনটি মানুষের জন্য কল্যাণকর? আমরা তো শুধু প্রার্থনা করতে পারি, যেন অসুস্থতার রহমতকে সুস্থতার রহমত দ্বারা পরিবর্তন করে দেন। যেভাবে ভাইরাস তার চরিত্র বদলায় মন্দ থেকে ভালোতে। অন্ধকার থেকে আলোতে।

১৬| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩২

সোনালি কাবিন বলেছেন: বাংলা ব্লগের হ্যাংলা এক সুপ্রাচীন ছাগু বেশ চাকভূম চাকভূম করতাসে।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩২

রিদওয়ান হাসান বলেছেন: করতে দিন। বাঁদুড়ের অভিযোগে সূর্যের বিকিরণ কখনো থেমে থাকে না...।

১৭| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:
সুপারডুপার বলেছেন: যতদিন কাফেরদের দেশে ছিল ততদিন আল্লাহর গজব ছিল।
'হারাম খাওয়ার কারনে হচ্ছে' বলে আত্নতৃপ্তিতে ভেসে যাচ্ছিল
এখন মুসলমান দেশে আসলে সুর পাল্টিয়েছে। রোগ-মহামারীকেও রহমত বলা হচ্ছে।
মৃত্যুকেও শহিদি মৃত্যু বলা হচ্ছে।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৩

রিদওয়ান হাসান বলেছেন: আপনি তার কথার সাথে একমত?

১৮| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪২

নেওয়াজ আলি বলেছেন: আপনার মতকে আমি শ্রদ্ধা করি। যে হাদিসে রহমত বলা হয়েছে সেই হাদিস উল্লেখ করা দরকার ছিল। কোরান হাদিস বিশ্বাস করা যার যার ব্যক্তিগত । এতে কারো কোন ক্ষতি নাই।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৩

রিদওয়ান হাসান বলেছেন: হাদিসের ভাষাই উল্লেখ করেছি। যারা অবিশ্বাসী, তারা রেফারেন্স দিলেও অবিশ্বাস করবে।

১৯| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৫

সোনালি কাবিন বলেছেন: @ নেওয়াজ আলি, আপ্নার যা খুশি তাই বিশ্বাস করতে পারেন। কিন্তু তাতে লজিক না থাক্লে তা দয়া করে নিজের ভিতরেই রাখুন

২০| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১৩

পলাতক মুর্গ বলেছেন:
@সোনালি কাবিন

২১| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪১

মনিরা সুলতানা বলেছেন: ইশ যদি এমন হতো ;
মুছে যাক গ্লানি !

২২| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৮

সোনালি কাবিন বলেছেন: আরিব্বাস! পলাতক মুর্গ বিশাল আবিস্কার কইরালছে।সেইজন্য নিজের ব্লগে দিয়াও খায়েস মিটে নাই, এখন ব্লগে ব্লগে ফেরি কইরা বেড়াইতেসে। তা মূর্গ সাহিব, আপ্নার ব্লগ বয়স বেশি দেখায় বলে কি আপ্নার প্রাইজমানি বেশি নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.