নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্ট কষ্ট সুখ

কষ্ট হয়,বড্ড কষ্ট হয়...কিন্তু এরই মাঝে খুঁজে নিই সুখ...এই তো জীবন... [email protected]

অনিমেষ হৃদয়

ভালো নাম হাসান শাহরিয়ার হৃদয়। সাধারণ বাঙ্গালী ছেলে।আমার স্বপ্ন-ও খুব সাধারণ।বই আমার নিত্য সঙ্গী।গল্প-উপন্যাস, কম্পিউটার ছাড়া এক মুহূর্তও চলেনা।কিন্তু কিছু ক্ষেত্রে নিজেকে বেশ অন্যরকম মনে হয়।মাঝে মাঝে মনে হয়,পৃথিবীর একজন মানুষের সব দুঃখ -ও যদি দূর করতে পারতাম!কিন্তু খোদা আমাকে সেই সামর্থ্য দেন নি,সাধারণ মানুষ হিসেবেই সৃষ্টি করেছেন।তাই কখনো খুব অসাধারন হতে ইচ্ছে করে।নিজেকে অনেক সময়ই বুঝতে পারিনা।চেষ্টা করি খুব।বলা বাহুল্য,বরাবর-ই ব্যর্থ হই।হয়তো খুব কাব্যিক হয়ে গেল,কিন্তু নিজেকে প্রকাশ করতে এর চেয়ে ভাল ভাষা আমার জানা নেই...... rhidoo.fswঅ্যাটgmail.কম।

অনিমেষ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

এবার স্প্লিন্টার সেল ব্ল্যাকলিস্টে বাংলাদেশ! শুধু পতাকা, আস্ত চট্টগ্রাম!! :):)

২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১১

কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার ২ বের হওয়ার পর সামুতে এই পোস্টটা দিয়েছিলাম- Click This Link । বাংলা ভাষা আর বাংলাদেশের পতাকা ছিল গেমটায়, তাতেই খুশি দেখে কে!! :D:D







এইবার তার চেয়েও বড় ব্যাপার! সদ্য মুক্তি পাওয়া স্প্লিন্টার সেল ব্ল্যাকলিস্টের আস্ত একটা মিশন আছে চট্টগ্রামে!! শুধু তাই না, বন্দর নগরীকে যতোটা নিখুঁতভাবে পোট্রে করা হয়েছে, বাংলাদেশের কোনো জায়গার ক্ষেত্রে তা হয়নি! মিউজিক, আবহ, পরিবেশ- সবখানেই বাঙালীয়ানা উপস্থিত! যদিও এই পরিবেশে রোবোটিক স্যুট পরা স্যাম ফিশারকে বেমানানই লাগে :P



চট্টগ্রামের মিশনের ভিডিও- Click This Link



নন-গেমারদের জন্য জানায় রাখি, স্প্লিন্টার সেল সিরিজ হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্টিল্‌থ অ্যাকশন গেম। কোটি কোটি গেমার এই সিরিজের প্রতিটা গেমের জন্য অধীর আগ্রহে বসে থাকে।



মূলধারার জনপ্রিয় গেমগুলোর মধ্যে এটাতেই প্রথম বাংলাদেশকে পরিপূর্ণভাবে রিপ্রেজেন্ট করা হলো।



এর আগে সনি'র সোকোম সিরিজের একটা গেমেও চট্টগ্রাম ছিল, কিন্তু সেটায় নেগেটিভভাবে তুলে ধরায় সরকার সনির কাছে প্রতিবাদও পাঠিয়েছিল।



জয়তু ইউবিসফট। আজকেই ব্ল্যাকলিস্ট শুরু করতেছি B-)B-)



পুনশ্চঃ নতুন গ্রাফিক্স কার্ড আর পিএসইউ কিনতে যাইতেছি আইজকা। টার্গেট জিটিএক্স ৭৭০। আইসা পুস্টামু। দোয়া রাইখেন :P:P

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৪

poops বলেছেন: হুম খেলতে হইবে গেমটা। GTX 460 টা কি করসেন?

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৯

অনিমেষ হৃদয় বলেছেন: ওইটা সেল করে দিবো :D

২| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৭

হাসান মাহবুব বলেছেন: গেম খেলি না। শুনে ভালো লাগলো।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

আমিনুল ইসলাম বলেছেন: ইনটলে এইচডি ৪০০০-এ চলবো? :'(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.