![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি ভাবনার জগতে। উদাস হয়ে বসে বসে তৈরী করি শব্দজাল। মিশিয়ে ফেলি আবেগ, অনুভূতি , ভালোবাসা আর বাস্তবতাকে। শখের বসে লিখি, নিত্য নতুন লেখা। সামুতে পড়তে এসেছি, আর উপহার দিতে এসেছি নিত্য নতুন লেখা।
একটা মানুষকে ব্যক্তিগত ভাবে আমি চিনিনা। তার সাথে আমার কখনো কথাও হয়নি। শুধু কয়েকদিন দেখেছি।
আর তাকে প্রচুর ভালোবাসি।
ব্যাপারটা অদ্ভুত না?
একজন চেনা জানা ছাড়াই দেখাদেখিতে ভালোবাসা?
যাইহোক,একদিন হুট করে বলেই দিলাম "ভালোবাসি"। প্রথমে না করলেও কয়েকদিনের মধ্যেই পটিয়ে ফেললাম। শুরু হলো একটি সম্পর্ক। নাম দিল "ভালোবাসা"। বুকের মাঝেই সুন্দর করে সাজালাম " প্রথম দেখাতেই প্রেম" নামে একটি গল্প।
এতটুক পর্যন্ত গল্পটা সুন্দর।
এরপর শুরু হলো দুজনেরই সমস্যা। ওর মতে আমি এমন ক্যান, আমার কথা সুন্দর নাই, চলাফেরা সুন্দর নাই। আমার মতে তো আরো অনেক সমস্যা তার।
এই গল্পটার নাম দিলাম " সম্পর্ক পুরনো হয়ে গেছে কিংবা মানুষ"। তাই একে অপরকে ভালো লাগেনা। সো ব্রেকআপ
আসলে কি সত্যিই তাই?
নাকি প্রথম গল্পেই আমাদের ভুলটা? ওই মানুষটাকে যদি আমি চিনে নিতাম, ওর সম্পর্কে ঠিকমতো জেনে নিতাম। তাহলেই তো সম্পর্কের শেষ গল্পটা এমনভাবে রচিত হতো না।
একটা মানুষকে দেখলে তার চেহারা চেনা যায়, মনকে চেনা যায়না। আর মনকে চিনতে হলে তাকে জানতে হয়। মনকে জেনে যে ভালোবাসাটা সৃষ্টি হয়, সেটাই সত্যিকারের ভালোবাসা।
আর হ্যাঁ, "প্রথম দেখাতেই প্রেম" গল্পগুলো সিনেমাতেই খুব ভালো মানায়।বাস্তবেনা!
২৯ শে জুন, ২০১৯ রাত ১২:৪৫
স্বচ্ছ দর্পন বলেছেন: সবসময় হয়না ভাই। দেখবেন হাসিমুখটা কান্না আড়াল করছে। কাজল কালো চোখদুটো মিথ্যের আশ্রয় নিচ্ছে।
২| ২৮ শে জুন, ২০১৯ রাত ১১:৩২
হুদাই পাগলামি বলেছেন: প্রথম দেখাতেই প্রেম" সিনামাতেই ভালো মানায়।
এই জায়গায় আমি একমত।
ভালোলাগা রইল।
২৯ শে জুন, ২০১৯ রাত ১২:৪৫
স্বচ্ছ দর্পন বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ২৯ শে জুন, ২০১৯ রাত ১২:০৩
ইব্রাহীম আই কে বলেছেন: এক একজনের ভালোবাসার ধরন এক একরকম।
চেনার জানার ব্যাপারটা থাকলেও ভালোবাসার বীজ প্রথম দেখাতেই রোপন করা হয়ে যায়।
২৯ শে জুন, ২০১৯ রাত ১২:৫৫
স্বচ্ছ দর্পন বলেছেন: সেটা কি মনের প্রতি সৃষ্ট?
৪| ২৯ শে জুন, ২০১৯ সকাল ৭:৫৮
রাজীব নুর বলেছেন: বাস্তব বড় কঠিন। জীবন নাটক সিনেমা নয়।
১১ ই জুলাই, ২০১৯ রাত ১১:১৭
স্বচ্ছ দর্পন বলেছেন: জি ভাই
৫| ২৯ শে জুন, ২০১৯ সকাল ৯:৩১
পবিত্র হোসাইন বলেছেন: আবেগ ধাক্কায়
১১ ই জুলাই, ২০১৯ রাত ১১:১৮
স্বচ্ছ দর্পন বলেছেন: আলবৎ
৬| ২৯ শে জুন, ২০১৯ দুপুর ১২:৫৮
নীল আকাশ বলেছেন: প্রথম দেখায় ভালবাসা হয় না হয় ভাললাগা। সবাই এটার পার্থক্য ভুল করে।
ভালবাসায় কমিটমেন্ট লাগে এটা ভাললাগাতে থাকে না। এখানে তাই ঘটছে।
১১ ই জুলাই, ২০১৯ রাত ১১:১৯
স্বচ্ছ দর্পন বলেছেন: জি ভাই
৭| ২৯ শে জুন, ২০১৯ দুপুর ১:০৩
রানার ব্লগ বলেছেন: হ্যা জানাটা খুব জরুরি
১১ ই জুলাই, ২০১৯ রাত ১১:১৯
স্বচ্ছ দর্পন বলেছেন: অবশ্যই
৮| ২৯ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪৭
মেঘ প্রিয় বালক বলেছেন: সুন্দর সত্য বাস্তব চিত্র তুলে ধরেছেন। সবাই আসল ভালবাসা দেখার চোখ রাখে না। বর্তমান যুব-ও তুরুণ সমাজ ভালবাসা দেখে প্রেয়সীর উত্তপ্ত ঠোটে।
১১ ই জুলাই, ২০১৯ রাত ১১:২০
স্বচ্ছ দর্পন বলেছেন: সেটা আসলে ভালোবাসা নয়, ভালোলাগা মাত্র!
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৯ রাত ১১:১৫
চাঁদগাজী বলেছেন:
মুখ হৃদয়ের আয়না