![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ঈদ এর আনন্দ টা ছিল ভিন্ন।যান্ত্রিকতার বাইরে ভালই কাটিয়ে এসেছি কই একদিন কিছু সাদা মনের মানুষের সাথে। আমার শ্বশুর গত হয়েছেন আজ কয় এক মাস।বলতে দ্বিধা নেই যার উপস্থিতিতে পরিবার এ সবসময় আড়ম্বরপূর্ণ সময় কেটেছে সবার।তাকে আমার খুব কাছের থেকে দেখার সুযোগ হয়েছে। তার অনুপস্তিথি সবার মনে দাগ কেটেছে এবার।
আমার মেয়ে তাকে নানাভাই বলে ডাকে।বলার অপেক্ষা রাখেনা যেহেতু এক মাত্র মেয়ের অস্তিত্ত, তাই কতটা আদরের হতে পারে আমার মেয়ে তার কাছে। একটা ভিন্ন ঘটনা আমাকে ভিশন ভাবে নাড়া দিয়েছে এবার।
সবার জীবনে মৃত্যু অবধারিত। সবাই কে এর স্বাদ নিতে হবে একবার । চিরন্তন সত্য কে খণ্ডানো খুব কঠিন।পুর বিশ্বাস এর উপর এই জীবন আমারা কাটিয়ে দেই।অবধারিত মৃত্যু পর আমারা কে কোথায় যাব জানিনা, তবে ভালবাশার টান কি এমন যে মৃত মানুষ কে ফিরতে বাধ্য করে একবার তাআর অস্তিত্ত কে হাতড়াবার জন্য।ঈদ শেষে আমার নিজ বারি ফিরার পালা। প্রতিবারই বাবা মা আসেন সী অফ করতে আমাদের। এবার তার ভিন্নতা হল না। শুধু অভাব ছিল আমার শ্বশুরের উপস্থিতি।আমার স্ত্রীর মন সাভাবিক নিয়মে খারাপ ছিল।প্রতিবারের সহজাত অভ্যাস বাবা কে সী অফ করা।কিনতু আজ ত তিনি নেই। চেষ্টা করলাম পরিবেশ টাকে হাল্কা করতে।বাস স্টার্ট দিল। আমার শাশুড়ি কাম মা এর চেহারাই কাল মেঘের ছায়া তখন ঘিরে ধরেছে। কিন্তু কিছু মুহূর্ত মানুষকে নিস্ক্রিয় করে রাখে। তাকে সেভাবে রেখেই স্বার্থপর এর মত রওনা দিলাম পেটের তাগিদে। আমার মেয়ে তখন আমার কোলে নির্বিঘ্নে বিচরণ করছে। আমার স্ত্রী নিশ্চুপ । তাকে স্বাভাবিক হওয়ার সময় দিলাম।
পরিবেশের নিরবতা ভেঙ্গে দিয়ে আমার মেয়ে "অই যে নানাভাই বলে চিৎকার দিয়ে উঠলো।আমি ও আমার স্ত্রী কোন কিছু বুঝার আগেই সে
হাত দিয়ে দেখাচ্ছে ,আমরা সত্যি অবাক হলাম , বার বার জিজ্ঞেশ করলাম "কোথায় নানাভাই কোথাই! সে হাত দিয়ে দেখাল, অই যে অখানে,ভাঙ্গা ভাঙ্গা কথায় "সালিকুম নানাভাই,আসো, আসো তুমি আস, বলে উঠলো।আমার মেয়ের বয়স ২ বছর হয়েছ্ গত মাসেই হয়েছে।কথা পুরোপুরি ফুটেনি এখনও।সে জিদ করতে লাগলো সে যাবে ওখানে,
হয়ত বাবা সেদিন এসেছিলেন, সত্য, মিথ্যা জানিনা, সব কিছুই বিশ্বাস এর ব্যাপার। আমি বিশ্বাস করি বাবা হয়ত এসেছিলেন সেদিন আমাদের বাই বলতে। নয়ত অনবরত আমার মেয়ে কেন তার নাম বলবে।একবার হয়ত বলতেও পারে।বুঝে নিলাম বাচ্চা মানুষ, হয়ত কখন কি বলে, কিন্তু বারবার এরকম করার কথা নয়।পৃথিবী তে এমন অনেক কিন্তুর উত্তর পাওয়া যায় না।এর কোন উত্তর নেই।বেশ ভয় পেয়েছিলাম খানিকটা সময়। তারপর আবার সব সাভাবিক।আমার অর্ধাঙ্গিনী অস্থির হয়ে উঠলো, এদিক সেদিক তাকাচ্ছে।তাকে সান্তনা দিলাম, তার অবুঝের মত প্রশ্ন,সুমিত বাবা কি আসছিলো, বললাম আসছিলো, তোমাকে দেখে গিয়েছে, কেঁদো না কাদলে উনি কষ্ট পাবে।
গল্পের ছলে বল্লেও গল্প হলেও সত্যি।
©somewhere in net ltd.