নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়াদুল হক

আমি মার্কেটিং বিষয় নিয়ে পড়াশুনা করেছি। এবং সেলস নিয়ে ভাল কাজ করতে চাই এবং সমাজকে কিছু দিতে চাই।

রিয়াদুল হক › বিস্তারিত পোস্টঃ

আমাকে নিয়ে যারা ভাবে\'\'\'\'\'\'

১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৯

আমি আমার মা বাবার একমাত্র অটিস্টিক চাইল্ড ।জন্মের সময় কোন এক অনাহুত কারনে আমার ব্রেইন এর ছন্দপতন ঘটে । আমার একাকি সময় কাটে। সারা বাড়িতে আমি একাকি হাটি। এতে ব্যায়াম হয়। আমি খেতে পছন্দ করি। খেতে বস্লে কতটুকু খেলে আমার পেট ভরবে বুজতে পারি না আমি।তাই মাঝে মাঝে একটু বেশিই খেয়ে ফেলি। তাই মা আমার সর্বক্ষণ প্রহরির মত বিরাজমান। নিজের কাজ গুলো নিজে করতে পারা উচিৎ আমার, কিন্তু পেরে উঠি না। আমি সাভাবিক থাকার চেষ্টা করি। আমার কাজিনরা আমাকে নিয়ে হাস্যরসে বুঁদ থাকে।মাঝে মাঝে বোকার মত অনেক কথা বলি যা সবার কাছে হাসির খোরাক হয়।আমি আমার ভাইবোনদের অনেক ভালোবাসি।আমি জানি তারাও আমাকে অনেক ভালোবাসে।আমি ভালবাসতে চাই। মেয়েদের আমার অনেক ভাল লাগে।আমার ভাই ভাবি কে দেখে আমারও ইদানিং সংসার করতে ইচ্ছে হয়। কিন্তু কে দিবে আমাকে তার মেয়ের হাত। আমার বাবা আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করে।তার অঢেল ঐশ্বর্যের একমাত্র অধিপতি ও রক্ষাকর্তা আমি। আমি কি সত্যি তার এই বিত্ত কে ধারন করে চলতে পারব। আমার তো মনে হয়ই আমি পারব। যৌবন আমার শরীরে মৌমাছির বিষের মতো উকি দিচ্ছে ইদানিং। আগে তো এমন হত না কোন যুবা কে দেখলে, তবে আজ কেন শরির শিহরিত হয়। যুবতীর হাসি কেন শরীরে চাবুকের মতো পাল্টা পালটি আঘাত করে। উন্মুখ হউয়া ঘাসের মতো শরীরে ও মুখে পুরসত্ত উকি মারে ।তাও ঠিক মতো কাটতে পারিনা। আমার বাবা প্রতি ১৫ দিন অন্তর অন্তর আমার মুখ শরীরের অবাঞ্ছিত লোম গুলো নিরানি দেই।আমি এই সহজ কাজত্তেই করতে পারিনা তবে কেমন ভাবে একটি নারীর দাইত্ত আমি নিব। তবে আমি অবসসই নিব।যদি ভালোবাসা, বেদনার স্ফুরণ আমার ছন্দহিন ব্রেইন এ ছন্দের আবির্ভাব ঘটাই। কে না ভাল হতে চায়। কিন্তু ভাল হয়ে গেলেই তো আমার মধ্যে স্বার্থ,লোভ,ধূর্ততা,শঠতা নামের বেগুন গুলা ঘর করবে।তার উপর দায়িত্ব এসে ভর করবে।এখন তো দিব্যি ভাল আছি। আমার বাবা আমার সাথে প্রতিদিন পড়ার টেবিলে বসে,পরাতে নয়, একটা জাগতিক জীবনের শিক্ষা দিতে,
"বাবা কোনদিন যদি কেও তোমাকে সাদা পেপারে সাইন করতে বলে করবেনা,আমি বলি জি করবনা, বাবা আবার বলে,তোমার
কোন কাজিন যদি করতে বলে, আমি বলি, জি তাইলে করে দিব,বাবা প্রচণ্ড রাগান্বিত হন,বলেন না, না তাইলেও করবেনা। ঘণ্টার
পর ঘণ্টা খেলার ছলে বাবা এই শিক্ষাই দেন।আমিও শুনে জাই।কিন্তু আমার মনে প্রস্ন জাগে।আমার কাজিন্ দের আমি অনেক ভালোবাসি। তবে তাদের নাম এ লিখে দিলে কি দোষ ?তারা আমাকে তো কখনও ছাড়বেনা। মাঝে মাঝে আমার মনে হয় বাবা, মা অনেক উদাসীন,
আমাকে নিয়ে নয়,সংসার নিয়ে, হয়ত আমার কারনে তাদের কিছুই ভাল লাগেনা।নিজেকে আমার অনেক স্পেশাল চাইল্ড মনে হু।আল্লার কাছে প্রার্থনা করি আমার বাবা মা এর অপ্রাপ্তি গুলো যেন পুরন করে দেই। আমাকে দিয়ে আল্লাহ তাদের যে কষ্ট গুলো দিয়েছেন তা যেন আসিরবাদ হয়ে ঝড়ে তাদের উপর।
আর আমি এইত তো বেশ ভাল আছি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৫

ট্রোল বলেছেন: " আমাকে দিয়ে আল্লাহ তাদের যে কষ্ট গুলো দিয়েছেন তা যেন আসিরবাদ হয়ে ঝড়ে তাদের উপর।
আর আমি এইত তো বেশ ভাল আছি।"

আল্লাহ র কাছে প্রাথনা সেই মা বাবা ও তাদের অসহায় সন্তান এর জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.