![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্মার্টফোনে বাংলা লেখার
জনপ্রিয় অ্যাপ ‘রিদ্মিক’
এবং ‘ইউনিবিজয়
বাংলা টাইপিং’ গুগলের
প্লে স্টোর থেকে অপসারণ
করেছে গুগল কর্তৃপক্ষ।
বিজয় বাংলা কি-বোর্ডের
স্বত্বাধিকারী এবং আনন্দ
কম্পিউটার্সের প্রধান
নির্বাহী মোস্তাফা জব্বারের
অভিযোগের (রিপোর্ট)
ভিত্তিতে গুগল গত বুধবার
প্লে স্টোর থেকে রিদ্মিক
কি-বোর্ড এবং ইউনিবিজয়
নামের আরেকটি কি-বোর্ড
অপসারণ করে।
কারন ‘বিজয়’
বাংলা কি-বোর্ডের
কপিরাইট লঙ্ঘন করায় এমন
সিদ্ধান্ত নিয়েছে গুগল।
★ বিষয়টি নিয়ে মোস্তাফা জব্ব
গতকাল বৃহস্পতিবার প্রথম
আলোকে বলেন, ‘১৯৮৯
সালে বাংলাদেশে বিজয়
কি-বোর্ডের প্যাটেন্ট
করা হয়েছে। শুরু থেকেই
আমি আমার অনুমতি ছাড়া এ কি-
বোর্ড কাউকে ব্যবহার
করতে দিইনি। যদিও অনেকেই
আমার অনুমতি ছাড়া ব্যবহার
করছে। যেকোনো ধরনেই
হোক, আমার
অনুমতি ছাড়া বিজয় ব্যবহার
করা যাবে না।’
রিদ্মিক এবং ইউনিবিজয় কি-
বোর্ড দুটি অপসারণের
বিষয়ে মোস্তাফা বলেন,
‘আমার অনুমতি ছাড়া ব্যবহার
করায় আমি গুগলের
কাজে অভিযোগ করেছি।এর পর থেকেই
সামাজিক যোগাযোগ
মাধ্যমে বিষয়টি বেশ
আলোচনা চলছে।
বিষয়টি নিয়ে। এই অ্যাপ।
অ্যাপ অপসারণের
বিষয়ে রিদ্মিক কি-বোর্ডের
নির্মাতা শামীম হাসনাত প্রথম
আলোকে বলেন, ‘রিদ্মিক
প্লে স্টোর থেকে অপসারণ
ঠিক হয়নি। আমরা বিজয় সফটওয়্যার
ব্যবহার করিনি।
আমরা যেটা ব্যবহার করেছি,
সেটা হচ্ছে “ইউনিজয়” লে-আউট।
এ লে-আউটের স্বত্ব একুশে ডট অর্গ
নামের এক প্রতিষ্ঠানের।’
তিনি বলেন, ‘এ
বিষয়ে ইতিমধ্যে গুগলকে আমরা ই-
মেইল করেছি। খুব শিগগিরই
আরেকটি মেইল করব এ বিষয়টির
বিস্তারিত ব্যাখ্যা দিয়ে।
পাশাপাশি যাতে খুব শিগগির
আবার রিদ্মিক কি-বোর্ড
প্লে স্টোরে পাওয়া যায়
আমরা সে চেষ্টা করছি। এ
অ্যাপটি অপসারণের আগ পর্যন্ত
প্রায় ১৬ লাখ বার
নামানো হয়েছিল।’ এর আগে ২২
ফেব্রুয়ারি গুগল
প্লে স্টোরে আনুষ্ঠানিকভাবে অ্
অপারেটিং সিস্টেমের জন্য
বিজয় বাংলা সফটওয়্যারের
অ্যাপ ছাড়া হয়। প্রথম ১০ দিনে ১০
হাজার বার
নামানো হয়েছে এই অ্যাপ।‘ইউনিবিজয় বাংলা টাইপিং’
অ্যাপের ডেভেলপার আরিফ
রহমান প্রথম আলোকে বলেন, ‘গত
বুধবার আমার কি-বোর্ডটিও
প্লে স্টোর থেকে অপসারণ
করা হয়েছে। অ্যাপটি প্রায় দুই
লাখ বার নামানো হয়েছিল।’
কেন অপসারণ করা হয়েছে গুগল
থেকে সে বিষয়ে একটি ই-মেইল
পেয়েছেন বলেও জানান
তিনি। তবে ইতিমধ্যে ‘পার্বতী’
নামের আরেকটি কি-বোর্ড
প্লে স্টোরে ছেড়েছেন
বলে জানিয়েছেন আরিফ।
গুগলের পক্ষ থেকে রিদ্মিক
এবং ইউনিবিজয়
বাংলা টাইপিং কি-বোর্ডের
ডেভেলপারের
কাছে পৃথকভাবে ই-মেইল
নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে,
মোস্তাফা জব্বার অ্যাপ দুটির
বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের
অভিযোগ করেছেন। এই
অভিযোগের পরিপ্রেক্ষিতেই
গুগল যুক্তরাষ্ট্রের ডিজিটাল
মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট
(ডিএমসিএ) আইন অনুসারে অ্যাপ
দুটি অপসারণ করেছে। কি-
বোর্ড দুটি অপসারণের পর
সেগুলো পুনরায়
প্লে স্টোরে ফিরিয়ে দিতে গু
প্রোডাক্ট ফোরামে ই-মেইল
করেছেন অনেক ব্যবহারকারী।
সূত্র:প্রথম আলো
©somewhere in net ltd.