নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যু যখন অনিবার্যবাঁচার মতো বাঁচা চাই,সবার ওপরে জীবন সত্যতাহার ওপরে কিছু নাই............।

রিকতা মুখাজীর্র্

অমরত্বের আদিম লোভ,সে বর এখন কোথায় পাই,কবি আমি চাইনা হতে কারো কবিতা হতে চাই

রিকতা মুখাজীর্র্ › বিস্তারিত পোস্টঃ

ভালোই আছি

১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৫

এক ঝলকে দেখেছিলাম কালি পুজোর রাতে, B-)
জিন্‌স পড়ে বেরিয়ে ছিলিস বান্ধবীদের সাথে,
চোখের মধ্যে ফেলেছিলাম আমার বাইকের আলো,
সত্যি বলতে চুলটা খুলে মানিয়ে ছিল ভালো।
রোজ বিকেলে দাঁড়িয়ে থাকতাম Tution যাবার পথে,
প্রতিদিনই কেউ না কেউ থাকতো তোর সাথে। :( :((
আড়চোখেতে তাকিয়ে নিয়ে ফিরিয়ে নিতিস মুখ,
খামখেয়ালি তোর চাওয়াতে লাগতো ভীষন সুখ। B:-/
মনের কথা হোলো না বলা,থেকেই গেলো মনে,
এখনো তোর একটা ছবি রয়েছে আমার ফোনে।
বন্ধুরা বলল অপদার্থ-" কিচ্ছু হবে না তোর"।
বাইরে গেলি পড়তে তুই মাধ্যমিকের পড়।
ভাবতে ভাবতে রাত কাটালাম,ঘুম কে দিলাম ফাঁকি
ফিরে আয় তুই,তুই ছাড়া বল কেমনে একা থাকি??? :||
১০ টা বছর কেটেই গেলো,এলি না তুই ফিরে:
আমি এখন হেডমাস্টার প্রাইমারি স্কুলে।
এমনি যদি ভালো থাকা যায়,তবে ভালোই আছি
এখনো ভাবি বলব তোকে "শুধু তোকেই ভালোবাসি"।। :| :-<

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........ !:#P

১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৯

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৭

খায়রুল আহসান বলেছেন: আবেগে পরিপূর্ণ কবিতা।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ আমার কবিতা পাঠ করার জন্য।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২০

খায়রুল আহসান বলেছেন: আমারও দুই একটা কবিতা পড়ে মন্তব্য করলে খুশী হবো।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৬

রিকতা মুখাজীর্র্ বলেছেন: অবশ্যয়,আপনি খুব ভালো লেখেন,আমি অনুপ্রানিত।যদিও ব্য়সে আমি আপনার থেকে খুবি ছোটো

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৪

ঋতো আহমেদ বলেছেন: Tution শব্দটা English alphabet এ কেন? বাংলা কবিতায় বাংলা অক্ষরে 'টিউশন' লিখা যেত। যেমন প্রাইমারি, স্কুল ইত্যাদি লিখেছেন ।

কবিতা ভাল লেগেছে ।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৮

রিকতা মুখাজীর্র্ বলেছেন: আমার মনে হ্য় এটা শুধু মনের ইচ্ছার কারনে।ধন্যবাদ,ভালো থাকবেন

৫| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২০

জসীমউদ্দীন বলেছেন: ভাল লেগেছে আপনার কবিতা। অতীত সব সময় মধূর......

১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ কবির ভালোলাগায় অনুপ্রানীত,ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.