নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যু যখন অনিবার্যবাঁচার মতো বাঁচা চাই,সবার ওপরে জীবন সত্যতাহার ওপরে কিছু নাই............।

রিকতা মুখাজীর্র্

অমরত্বের আদিম লোভ,সে বর এখন কোথায় পাই,কবি আমি চাইনা হতে কারো কবিতা হতে চাই

রিকতা মুখাজীর্র্ › বিস্তারিত পোস্টঃ

মা(পৃথিবী র সকল মা আর আমার মায়ের উদ্দেশ্যে উৎসর্গ)

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০২

স্নেহ মায়া আর মমতার
সেই তো আঁতুর ঘর,
আশিষকনা রয় মিশে যার
চরণ-ধূলির পর।
তৃপ্ত ছায়া শীতল হাওয়ার
পরশ দিয়ে প্রানে,
গর্ভে ধরে প্রান দিয়ে সে
শেখায় প্রানের মানে।আদর সোহাগ,স্নেহের পরাগ
তাঁরই হাতের ছোঁয়ায়,
কপাল চুমে গান গেয়ে সে
গল্প বলে শোয়ায়।
বলতে শেখায় চলতে শেখায়
হাতের আঙ্গুল ধরে
বক্ষ সুধায় শিরায় শিরায়
প্রানের আকর ভরে।
উপমা তাঁর সেই তো নিজের
নেইতো তুলনা।
লক্ষ আবেগ যায় মিশে তাই একটি ডাকেই মা।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

খায়রুল আহসান বলেছেন: মায়ের প্রতি খুব সুন্দর শ্রদ্ধাঞ্জলি! প্রথম প্লাসটি রেখে গেলাম আপনার এ কবিতায়।
বলতে শেখায় চলতে শেখায়
হাতের আঙ্গুল ধরে
বক্ষ সুধায় শিরায় শিরায়
প্রানের আকর ভরে
-- প্রাণস্পর্শী!

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ,আর প্রনাম আপনার মায়ের উদ্দেশ্যে।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

অরুনি মায়া অনু বলেছেন: মায়ের উদ্দেশ্যে নিষ্পাপ সুন্দর শ্রদ্ধাঞ্জলি। ভাল লাগল। ভাল থাকুক পৃথিবীর সকল মা।

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫১

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ,আপনাকে ,ভালো থাকুন আপনিও।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০১

ভ্রমরের ডানা বলেছেন:
মা বেচে থাকুক আমাদের ভালবাসা সাধনায়!

১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২০

রিকতা মুখাজীর্র্ বলেছেন: আমরা ছাড়া সরল মায়েদের আর আছে টা কি ?? আমরাই তো মায়েদের প্রান ভ্রমর।কি বলেন???

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪২

ধ্রুবক আলো বলেছেন: পৃথিবীর সকল ভালোবাসা মায়ের জন্য...!

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৪

অতৃপ্তচোখ বলেছেন: খুব সুন্দর লিখেছেন। ভালো লাগা জানিয়ে গেলাম।

৬| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:০৮

খালিদ১২২ বলেছেন: :)

০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:৪৬

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ....।

৭| ২০ শে মে, ২০১৭ ভোর ৪:১৮

ডঃ এম এ আলী বলেছেন: মায়ের উদ্দেশ্যে নিষ্পাপ সুন্দর শ্রদ্ধাঞ্জলি
এরকমই কাম্য সকলের জন্য
অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২০

রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.