নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যু যখন অনিবার্যবাঁচার মতো বাঁচা চাই,সবার ওপরে জীবন সত্যতাহার ওপরে কিছু নাই............।

রিকতা মুখাজীর্র্

অমরত্বের আদিম লোভ,সে বর এখন কোথায় পাই,কবি আমি চাইনা হতে কারো কবিতা হতে চাই

রিকতা মুখাজীর্র্ › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা করো

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৭

এইতো এখনই এই ছিলো
আর এই হয়ে গেলো গত।
চলে গেলো তবু ভুলতে দেবে না,
রেখে গেলো কিছু ক্ষত।
ওহে আগত সে ক্ষতে প্রলেপ দাও।
নতুন শপথে মাথা করলাম নত।
আজ তবে ক্ষমা করো,
কালকের অপরাধ যত.

মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৯

বিজন রয় বলেছেন: রেখে গেলো কিছু ক্ষত।.......... বিগত কি শুধুই ক্ষত রেখে গেল??
কিছুই কি পাওয়া যায়নি?

আপনার কবিতাটি একটি প্রার্থণার মতো শোনাল।
সুন্দর।

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৫

রিকতা মুখাজীর্র্ বলেছেন: না,তবে মানুষের প্রাথর্না কে তুলে ধরলাম।ধন্যবাদ।ভুল ধরিয়ে দেবার জন্য।

২| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭

বিজন রয় বলেছেন: ওহো!! আমি তো ভুলের কথা বলিনি।

কবিতার একটি অংশ ব্যাখ্যা করেছি মাত্র। সেখানে কবির উত্তর কি জানতে চেয়েছি।

উত্তর পেয়েছি।
অনেক ধন্যবাদ আর শুভকামনা।

০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৩

রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: মনে যদি পচন ধরে,
গন্ধ কি রে পাওয়া যায়?
চক্ষে তারে যায় না দেখা-
মলম দিবি কোন জায়গায়?

০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২

রিকতা মুখাজীর্র্ বলেছেন: খুব সুন্দর কথা।ধন্যবাদ আপনাকে ......।ভালো থাকবেন।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৩৮

ক্ষনিকের ছায়াবাজি বলেছেন: well done

০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৩

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ,ভালো থাকবেন।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৮

সরকার আলমগীর বলেছেন: আসলে অল্পকথায় এত ক্ষতোর প্রকাশ করেছেন মুগ্ধ হইলাম আপু
অনেক শুভেচ্ছা রইল

১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

রিকতা মুখাজীর্র্ বলেছেন: কি করবো সময়ের অভাবেই ছোটো কথাই কাজ সেরে ফেলতে হচ্ছে।ধন্যবাদ,ভালো থাকবেন।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৮

এফ.কে আশিক বলেছেন: লেখা ছোট হলেও কথা গুলো অসাধারণ
ভাল লাগা রইল...

এইতো এখনই এই ছিলো
আর এই হয়ে গেলো গত।
চলে গেলো তবু ভুলতে দেবে না,
রেখে গেলো কিছু ক্ষত।
ওহে আগত সে ক্ষতে প্রলেপ দাও।
নতুন শপথে মাথা করলাম নত।
আজ তবে ক্ষমা করো,
কালকের অপরাধ যত.

১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ আপনাকে অশেষ....।ভালো থাকবেন।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

জীবন সাগর বলেছেন: 'চলে গেলো তবু ভুলতে দেবে না,
রেখে গেল কিছু ক্ষত।'
সুন্দর কথা, অতীত চলেই যায়, সবকিছুই অতীত হয়
কিছু স্মৃতি রেখে যায়, যা তিলে তিলে ক্ষত করে হৃদয়।

আপনার অল্প লেখাতে অনেক কিছু বুঝিয়েছেন।
ভাল লাগলো, 'আজ তবে ক্ষমা করো, কালকের অপরাধ যতো।' চমৎকার উপস্থান। সবাই কিন্তু ক্ষমা চাওয়ার মতো সাহসী হতে পারেনা।
লেখককে শুভেচ্ছা

১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

রিকতা মুখাজীর্র্ বলেছেন: অনেক ধন্যবাদ।কি করবো জীবনে তো কিছুই পারলাম না করতে না হ্য় .........।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

জীবন সাগর বলেছেন: জীবনের ধরণটাই বুঝি এরকম আপু!
সবাই জীবনের শেষ বেলাতে এসে
কোনো এক শান্তক্ষণে দাঁড়িয়ে
দীর্ঘশ্বাস ছেড়ে বলে
'কিছুই তো করতে পারলাম না...'
অথচ! আজ জীবনের শেষ প্রান্তে।।

চালিয়ে যান, মনের কথা চাপিয়ে রাখতে নেই
এভাবেই বলে যান, আমরাও শিখি।
শুভকামনা সবসময়

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৯

রিকতা মুখাজীর্র্ বলেছেন: সত্যিই মরণের সময় মনে হয় 'না! করে গেলাম না কিছুই'।ধন্যবাদ।

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১১

ধ্রুবক আলো বলেছেন: রেখে গেলে কিছু ক্ষত
+++
কবিতা খুব ভালো লাগলো,,,

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৩

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ।ভালো থাকবেন।

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: এইতো এখনই এই ছিলো
আর এই হয়ে গেলো গত।


অাসলে দুনিয়াটাই এমন।

সুন্দর চিন্তা।

শুভকামনা।

১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ,আমার চিন্তাই সামিল হওয়ার জন্য।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৪

অতৃপ্তচোখ বলেছেন: অসাধারণ অনুকাব্য। আপনার কবিতায় ভালোবাসা রেখে গেলাম।

শুভকামনা সবসময়

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৮

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ ভালোবাসা পেয়ে অনুপ্রানীত,ভালো থাকবেন।

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০৪

আশফাক ওশান বলেছেন: এক অনুকাব্যে পুরো জীবনের সারমর্ম ।ভালো লাগলো।

৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০১

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ ভালো লাগার জন্য,আমি অনুপ্রানীত।

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল কবিতা।ভাল লাগা রেখে গেলাম।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৪

রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনার ভাললাগায় আমি ধন্য.......।ভালো থাকবেন।

১৪| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনি এতো অনিয়মিত কেনরে ভাই!!!

খুজেই পাওয়া যায়না কেনো?

ভালোথাকবেন শুভকামনা জানবেন

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:৫৪

রিকতা মুখাজীর্র্ বলেছেন: না ভাই এত দিন আমার মাধ্যমিক পরীক্ষা ছিল তাই থাকতে পারিনি আজ শেষ আর আমার জন্মদিন তাই এলাম আবার এখন থেকে থাকবো..............।

১৫| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:০৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাজ বুঝি জন্মদিন???

শুভেচ্ছা জানবেন

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনিও আমার প্রনাম নেবেন.....আশা করি আরো অনুপ্রানীত হবো আপনার থেকে....।

১৬| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৫৬

আহমেদ জী এস বলেছেন: রিকতা মুখাজীর্র্ ,




একটি প্রার্থনা সঙ্গীত ।

বিজন রয় ও বলেছেন প্রার্থনার মতো, আসলেও তাই ।
ছোট্টর ভেতরে ভালো লিখেছেন ।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:১৪

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধনয়বাদ ভালো থাকবেন।

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৮:০৪

খায়রুল আহসান বলেছেন: শুভ জন্মদিন! অনেক অনেক শুভেচ্ছা... :)
পরীক্ষা কেমন হলো, সবগুলো?
আরো দু'চারজন যেমন বলেছেন, আমিও তেমনই বলি, আপনার ছোট্ট এ কবিতাটিকে একটি প্রার্থনার মত মনে হলো। সুন্দর হয়েছে।
বিশেষ করে শেষ দু'চরণঃ
আজ তবে ক্ষমা করো,
কালকের অপরাধ যত.

তবে 'যত' এর পরে ফুলস্টপটিকে উঠিয়ে দিয়ে দাঁড়ি বসিয়ে দিন। :)
কবিতার শেষে দেয়া গ্রাফিক্সটাও সুন্দর হয়েছে। "I’m sorry" কথাটা শুনতে সব সময়ই আমার খুব ভাল লাগে। বিনয় ও সৌজন্য একজন ভাল মানুষের উজ্জ্বল পরিচয়।
জীবন সাগর এর প্রথম মন্তব্যটি (৭ নং) ভাল লেগেছে-- 'লাইক'।
কবিতায় + +

০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৯

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ আপনাকে আমাকে শুভেচ্ছা দেও্য়ার জন্য।পরীক্ষা তো দারুন হয়েছে।আর আমার কবিটা পাঠের জন্য আরো ধন্যবাদ।আপনার মন্তব্য আমাকে অনুপ্রানীত করে।

১৮| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৩১

বোকা পাখি বলেছেন: ভালো লাগা রেখে গেলাম ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.