নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যু যখন অনিবার্যবাঁচার মতো বাঁচা চাই,সবার ওপরে জীবন সত্যতাহার ওপরে কিছু নাই............।

রিকতা মুখাজীর্র্

অমরত্বের আদিম লোভ,সে বর এখন কোথায় পাই,কবি আমি চাইনা হতে কারো কবিতা হতে চাই

রিকতা মুখাজীর্র্ › বিস্তারিত পোস্টঃ

মিস্‌ করছি....।

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

হারিয়ে গেছিস তুই
তোকে খুঁজেছে আমার এই মন
নিস্তব্ধ পৃথিবীতে আজ
তোকে ভীষনই প্রয়োজন।
কত সুখ পাওয়া হয়ে গেল,
তোকে ভুলে গেছি কতবার
তবু সময়ের অবকাশে তোকে
মনে পড়ে বারবার।
স্বার্থপর হয়েছি আর ,
জয়ী হয়েছে অহংকার
তুই হীন এই মনের গগনে
নেমেছে অন্ধকার।
তামসী ভরা পৃথিবীতে আজ হয়েছি অনেক একা
চারটে বছর পেরিয়ে,
তোর হাতটাকে হ্য়নিতো ছুঁয়ে দেখা।
নক্ত দিবসে তোর হাত ধরে
হয়নি যে পথ হাঁটা
আজ হাঁটতে হাঁটতে পরিশ্রান্ত
বিঁধে গেছে তার কাঁটা।
হাজার বন্ধু পাশে থাকলেও
আজ তোকে হারিয়ে ফেলেছি আমি
এই কস্টটা হয়ে থাক
এই কস্ট টা বড়ো দামী..........। এই কবিতাটা আমার বন্ধুকে উৎসর্গ কারলাম.....।ছবি:গুগল

মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

আহা রুবন বলেছেন: ছবি নিচে চলে এসেছে। কবিতা বেশ লাগল।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:২৬

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন,শুভ কামনা....................।

২| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক ভালো, সাবলিল

কবিতায় +

০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:১২

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ ,অনুপ্রানীত,ভালো থাকবেন।

৩| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিরহের মাঝেও কিছুকিছু সময় সুখ খুঁজে পাই আমি।

আপনার কবিতা ভালো লাগলো দিদি।

০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৪

রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনার সাথে আমার মিল আচে তাহলে কিন্তু দিদি না বোন হতে পারি কারন আমি অনেকটাই ছোটো আপনার থেকে।বয়স-১৫

৪| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৪

মাহাদী হাসান প্রেত বলেছেন: চমৎকার বলেছেন। হয়তো এরই নাম জীবন। তোকে ভীষনই প্রয়োজন...

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১২

রিকতা মুখাজীর্র্ বলেছেন: হুমমমমম কারন ও ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু আর আজ ও নেই তাই বাস্তব টাকে মেনে নিতে কস্ট হয় বইকি?

৫| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৫

মাহাদী হাসান প্রেত বলেছেন: সেটাই । প্রকৃতির নিয়ম ভাঙার সাধ্য তো প্রকৃতি মানুষকে দেয় নি।

১৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪০

রিকতা মুখাজীর্র্ বলেছেন: সেটাই .........।আমাদের হাত নেই,ভালো থাকুন।

৬| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে আপি

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫০

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ ,ভালো থাকুন।

৭| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:০৩

নীল-দর্পণ বলেছেন: হ্য় বন্ধু ফিরে আসুক না হয় এই কষ্ট থেকে বের হোক লেখক এই কামনা।
কষ্টমাখা ভাল লাগা লেখায়।
ভাল থাকবেন অনেক অনেক

২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৭

রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনার কথাই খুবই খুশি..........।আপনিও অনেক অনেক ভালো থাকবেন।

৮| ০৬ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৬

খায়রুল আহসান বলেছেন: বন্ধুকে স্মরণ করে, বন্ধুকে উৎসর্গ করে লেখা এ কবিতাটি ভালো হয়েছে। + +

নীল-দর্পণ এর মন্তব্যটা ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.