নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যু যখন অনিবার্যবাঁচার মতো বাঁচা চাই,সবার ওপরে জীবন সত্যতাহার ওপরে কিছু নাই............।

রিকতা মুখাজীর্র্

অমরত্বের আদিম লোভ,সে বর এখন কোথায় পাই,কবি আমি চাইনা হতে কারো কবিতা হতে চাই

রিকতা মুখাজীর্র্ › বিস্তারিত পোস্টঃ

নব অরুণ

১৩ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৬

অদ্ভুদ এক অনুভূতি দিচ্ছে সাড়া
পাখিরা সব যাচ্ছে ঘরে ফিরে।
একাকী এই পৃথিবীর পথে হেঁটে,
জীবন থেকে যাচ্ছি দূরে সরে।
মানুষ রয়েছে সবাই সবার মতো,
রাস্তা জুড়ে নিয়নের নীল শিখা
গাছেদের ঝড়া পাতা পড়ে আছে যতো
এদের নিয়তি এমনি ভাবেই লেখা।
দুরে কোথাও হচ্ছে পার্টি রাতে,
গ্লাস হাতে নাচে মত্ত তরুনের দল।
জগত বন্দী এখন সবার হাতে,
গ্লাস ভর্তি নীল,লাল সব জল।
এভাবেই মন হয়ে আছে বন্দী
ফোন,ক্যামেরা,বোকাবাক্সের কাছে,
প্রতিদিন মানুষ আঁটছে কূট ফন্দী,
এদের কী আর মানুষ বলা সাজে?
বাঁচছে মানুষ আধুনিক সভ্যতাই
তাদের মন র‌য়ে গেছে জঙ্গলে,
অন্ধমানুশ আজ পথ হাতরায়,
নতুন অরুণ উঠে আসবে বলে।


[ বিঃদ্রঃ
প্রথম চার লাইন ব্লগের কোনো বন্ধুর কাছ থেকে নেওয়া,ভালো লেগেছিলো তাই কাজে লাগালাম,কিছু মনে করবেন না।]

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৪

খায়রুল আহসান বলেছেন: শিরোনামে ভুল বানান খুবই দৃষ্টিকটু। অরুন এর সঠিক বানান হবে অরুণ
তেমনি শেষের দিকে মানুষ বানানটিও অশুদ্ধভাবে (মানুশ) লেখা হয়েছে।
কট ফন্দী বলতে সম্ভবতঃ কূট ফন্দী বুঝাতে চেয়েছেন, যেমন আচে বন্দী দিয়ে আছে বন্দী
দ্রুত সম্পাদনা করে নিন, কবিতা ত্রুটিমুক্ত হবে। তখন সহজেই এর মাধুর্য পাঠকের দৃষ্টিগ্রাহ্য হবে।

১৩ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৮

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ,আপনি সবসম্য় এভাবেই আমায় সাহায্য করুন।ভালো থাকুন।

২| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: বানানগুলো সংশোধণ করে নিন কবি।

শুভেচ্ছা জানবেন।

১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৬

রিকতা মুখাজীর্র্ বলেছেন: খায়রুল সাহেবের কথা মতো করে নিয়েছি....................। ভালো থাকবেন।

৩| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫২

খায়রুল আহসান বলেছেন: খাইরুল সাহেবের কথা মতো করে নিয়েছি।ভালো থাকবেন -- আমার নামের বানানটাও ভুল লিখেছেন! :)

১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৯

রিকতা মুখাজীর্র্ বলেছেন: লেখক বুঝলেই হলো..............।ধন্যবাদ,ভালো থাকবেন।

৪| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে দিদি

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৮

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ ,ভালো থাকবেন,কিন্তু আবার দিদি?????

৫| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৬

বিজন রয় বলেছেন: কি খবর রিক্তা। কেমন আছেন? ওপারের সংবাদ কি?

একাকী এই পৃথিবীর পথে হেঁটে,
জীবন থেকে যাচ্ছি দূরে সরে।


এটাই বাস্তব সত্য।
++++

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৯

রিকতা মুখাজীর্র্ বলেছেন: এপারে সব ভালোই দেখছি আর আমার খবর ও ভালো কারন খারাপ থাকার কোনো কারন নেই শুধু এই জন্য যে আপনার অনেক দিন দেখা পাইনি,ভালো আছেন তো??

৬| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৪

বিজন রয় বলেছেন: আমি ভাল নেই, আসলে ভাল থাকার কোন কারণ নেই।

আমি ব্লগে আসি প্রতি দিন কিন্তু আগের মতো বেশি থাকা হয় না।

তবে আপনারাও আসলে ইন্টার-কানেকশানটা হয় ভাল।

ভাল থাকুন রিক্তা মুখোপাধ্যায়।

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৭

রিকতা মুখাজীর্র্ বলেছেন: বুঝলাম কবি আমাদের সবারই কিছু না কিছু সমস্যা আছে তবুও বলতে হয় ভাল আছি।

৭| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৬

আজীব ০০৭ বলেছেন: +++

১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৪

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ ,ভালো থাকবেন।

৮| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৬

সামিয়া বলেছেন: সুন্দর

১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৫

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ ,ভালো থাকবেন।

৯| ২০ শে মে, ২০১৭ ভোর ৪:১৫

ডঃ এম এ আলী বলেছেন: সময়ের সাথে কবিতাও সুন্দর ও নিখুত হবে
শুভেচ্ছা রইল ।

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২২

রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপানদের সকলের ভালোবাসায় আমি তাই প্রচেষ্টা করছি কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.